Compare Revisions

কীভাবে সাধারণ সমস্যাগুলোর সমাধান করতে হয়

Revision 75605:

Revision 75605 by pranjalcborty on

Revision 81376:

Revision 81376 by ashickurnoor on

Keywords:

Search results summary:

এই নিবন্ধ আপনাকে আপনার ডিভাইসের কিছু সমস্যা সমাধানের সহজ কিছু উপায় দেখাবে।
এই নিবন্ধ আপনাকে আপনার ডিভাইসের কিছু সমস্যা সমাধানের সহজ কিছু উপায় দেখাবে।

Content:

এই নিবন্ধটি আপনার ডিভাইস বা কোন অ্যাপের বিভিন্ন সমস্যা সমাধান করতে সাহায্য করবে। {warning}'''গুরুত্বপূর্ণ:''' যদি আপনার মনে হয় আপনার ডিভাইসে যান্ত্রিক সমস্যা দেখা দিচ্ছে, তাহলে তা যেখান থেকে ক্রয় করেছেন সেখানে যোগাযোগ করুন এবং এতে কোন হার্ডওয়্যার জনিত সমস্যা আছে কিনা খোঁজ নিন। {/warning} {warning}'''গুরুত্বপূর্ণ:''' যদি আপনার বিল সংক্রান্ত কোন প্রশ্ন থাকে, তাহলে দয়া করে আপনার নেটওয়ার্ক সেবাদাতার সাথে যোগাযোগ করুন। {/warning} __TOC__ =১। থেমে থাকা বা অসাড় অ্যাপ বন্ধ করা= অ্যাপ সুইচার ব্যবহার করে আপনি সহজেই কোন অ্যাপ বন্ধ করতে পারেন। #ডিভাইসের নিচে হোম বাটনটি প্রেস করে ধরে রাখুন। #অ্যাপ সুইচারটি দেখা যাবে যেখানে আপনার চালু করা অ্যাপগুলোর ইমেজ থাকবে। #ইমেজগুলো সোয়াইপ করে আপনার কাঙ্ক্ষিত অ্যাপটি খুঁজে বার করুন যেটি আপনি বন্ধ করতে চান (যদি একটির বেশি অ্যাপ খোলা থাকে)। #অ্যাপটি বন্ধ করতে উপরে সোয়াইপ করুন বা ইমেজেটির উপরের বাম কোণায় {button X} প্রেস করুন এবং অ্যাপটি বন্ধ হয়ে যাবে। #;[[Image:How to close an app]] #আবার হোম স্ক্রীনে ফিরে যেতে হোম বাটনটি ট্যাপ করুন। আরও জানতে [[Navigate between open applications in Firefox OS]] দেখুন। =২। আপনি ইন্টারনেটের সাথে সংযুক্ত আছেন কিনা নিশ্চিত হওয়া= কিছু অ্যাপ চালানোর জন্য ডাটা কানেকশন প্রয়োজন। আপনার Wi-Fi বা ডাটা কানেকশন নিশ্চিত করন এবং আবার চেষ্টা করুন। #স্ক্রীনের ওপর থেকে নোটিফিকেশন ট্রে টেনে নিচে নামান। #;[[Image:Internet connection]] #যদি Wi-Fi বা ডাটা কানেকশন আইকনটি নীল না থাকে, তাহলে তা ট্যাপ করে সংযুক্ত করুন। আরও জানতে [[Get connected - access Wi-fi and cellular networks]] দেখুন। =৩। হালনাগাদ পরীক্ষা করা= এভাবে নিজ থেকে সিস্টেম এবং অ্যাপ হালনাগাদ পরীক্ষা করতে হয়: [[Template:FxOSUpdates]] #আপনার ডিভাইসে Settings অ্যাপ অন করুন। #নিচে নেমে ''Device'' অংশে যান এবং '''Device information''' নির্বাচন করুন। #ডিভাইস ইনফর্মেশন স্ক্রীনে নিচে ''Software updates'' অংশে যান এবং {button Check now} ট্যাপ করুন। আরও জানতে [[How do I check for Firefox OS updates and install them?]] দেখুন =৪। ডিভাইস রিস্টার্ট করা= দ্রুত রিস্টার্ট করা অনেক সমস্যার সমাধান করতে পারে। *আপনার Firefox OS ডিভাইস রিস্টার্ট করতে, পাওয়ার বাটনটি চেপে ধরে রাখুন এবং মেন্যু থেকে {button Restart Phone} নির্বাচন করুন। যদি আপনার ডিভাইস অসাড় হয়ে থাকে এবং রিস্টার্ট করা না যায়, তাহলে হার্ড রিস্টার্ট করুন। #ডিভাইসের ব্যাটারি কভার খুলুন। #ব্যাটারি খুলে রিপ্লেস করুন। #ব্যাটারি কভার আবার লাগান। #ডিভাইসটি অন করতে পাওয়ার বাটন ধরে রাখুন। =৫। ডিভাইস রিসেট করা= {warning}'''Warning:''' ডিভাইস রিসেট করলে আপনার সকল ডাটা যেমন অ্যাপ, কন্ট্যাক্ট, ইমেইল, মেসেজ, ক্যালেন্ডার এবং সেটিংস মুছে যাবে। এটি আপনার ডিভাইসটি প্রথম ক্রয় করার সময়কার অবস্থায় রিস্টোর করবে। এই ধাপটি শেষ অবলম্বন হিসেবে ব্যবহার করুন। {/warning} #ডিভাইসের Settings অ্যাপটি ওপেন করুন। #স্ক্রল করে নিচে ''Device'' সেকশনে যান এবং '''Device information''' নির্বাচন করুন। #Device information screen {button More Information} ট্যাপ করুন। #{button Reset phone} বাটনটি ট্যাপ করুন এবং এরপর {button OK} ট্যাপ করুন। আপনার ক্রয় করা যেকোন অ্যাপ পুনরায় ইনস্টল করতে Marketplace এ সাইন ইন করুন এবং My Apps সেকশনে দেখুন। আরও জাওন্তে [[What is the Marketplace?]] দেখুন আপনি যদি আপনার ডিভাইসটি স্বাভাবিকভাবে রিসেট করতে না পারেন, তাহলে আপনি যা করতে পারেন তা হলো হার্ড রিসেট। #আপনার ডিভাইসটি অফ কিনা দেখুন। যদি অফ স্বাভাবিকভাবে অফ করতে না পারেন, তাহলে ব্যাটারি খুলে আবার লাগান। #পাওয়ার বাটন, ভল্যুম আপ এবং হোম বাটন একসাথে চেপে ধরুন যতক্ষন না রিসেট স্ক্রীনটি দেখা যায়। #আপনার ডিভাইসটি রিসেট করতে ভল্যুম আপ প্রেস করুন। =এছাড়াও অন্য বিষয়ে সাহায্য পেতে ও পরামর্শ দিতে= যদি উক্ত ধাপগুলো নিতে আপনাদের কোন সমস্যা হয় বা এগুলো যদি আপনার সমস্যার সমাধান না করে, তাহলে আপনার ডিভাইস যেখান থেকে ক্রয় করেছেন সেখানে যোগাযোগ করুন বা [https://support.mozilla.org/questions/new/firefox-os ask our volunteer community for help]<!-- Localizers: Please use the link that is appropriate for your locale -->. ফায়ারফক্স ওএস-কে আপনার জন্য আরও ব্যবহারোপযোগী করতে মজিলা কম্যুনিটি আপনাদের পরামর্শ ব্যবহার করে থাকে। আপনাদের মতামত পাঠাতে: #Settings অ্যাপ ওপেন করুন। #নিচে স্ক্রল করে ''Device'' সেকশনে যান এবং '''Improve Firefox OS''' সিলেক্ট করুন। #এরপর {button Send Mozilla Feedback} বাটন ট্যাপ করুন। #'''Happy''' বা '''Sad''' আইকন ট্যাপ করে ফায়ারফক্স ওএস নিয়ে আপনার অনুভূতি প্রকাশ করুন। #পরবর্তী স্ক্রিনে আপনার মতামত দিন। সবশেষে {button Send Feedback} বাটন ট্যাপ করুন। হয়ে গেছে। ফায়ারফক্স ওএস কে আরও উন্নত করতে আপনি সহায়তা করেছেন।
এই নিবন্ধটি আপনার ডিভাইস বা কোন অ্যাপের বিভিন্ন সমস্যা সমাধান করতে সাহায্য করবে। {warning}'''গুরুত্বপূর্ণ:''' যদি আপনার মনে হয় আপনার ডিভাইসে যান্ত্রিক সমস্যা দেখা দিচ্ছে, তাহলে তা যেখান থেকে ক্রয় করেছেন সেখানে যোগাযোগ করুন এবং এতে কোন হার্ডওয়্যার জনিত সমস্যা আছে কিনা খোঁজ নিন। {/warning} {warning}'''গুরুত্বপূর্ণ:''' যদি আপনার বিল সংক্রান্ত কোন প্রশ্ন থাকে, তাহলে দয়া করে আপনার নেটওয়ার্ক সেবাদাতার সাথে যোগাযোগ করুন। {/warning} __TOC__ =থেমে থাকা বা অসাড় অ্যাপ বন্ধ করা= {for not fxos2.0} অ্যাপ সুইচার ব্যবহার করে আপনি সহজেই কোন অ্যাপ বন্ধ করতে পারেন। #ডিভাইসের নিচে হোম বাটনটি প্রেস করে ধরে রাখুন। #অ্যাপ সুইচারটি দেখা যাবে যেখানে আপনার চালু করা অ্যাপগুলোর ইমেজ থাকবে। #ইমেজগুলো সোয়াইপ করে আপনার কাঙ্ক্ষিত অ্যাপটি খুঁজে বার করুন যেটি আপনি বন্ধ করতে চান (যদি একটির বেশি অ্যাপ খোলা থাকে)। #অ্যাপটি বন্ধ করতে উপরে সোয়াইপ করুন বা ইমেজেটির উপরের বাম কোণায় {button X} প্রেস করুন এবং অ্যাপটি বন্ধ হয়ে যাবে। #;[[Image:How to close an app]] #আবার হোম স্ক্রীনে ফিরে যেতে হোম বাটনটি ট্যাপ করুন। আরও জানতে [[Navigate between open applications in Firefox OS]] দেখুন। {for fxos2.0} App Switcher এর মাধ্যমে আপনি সহজে অ্যাপ বন্ধ করতে পারবেন। #আপনার ডিভাইসে হোম বাটনটি প্রেস করে ধরে রাখুন। #App Switcher আপনার চলমান অ্যাপ গুলো ছবি আকারে দেখাবে। #যদি আপনার আরও অ্যাপ খোলা থাকে, তাহলে যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার কাঙ্খিত অ্যাপটি না পাচ্ছেন সোয়াইপ করতে থাকুন। #উপরে বাম পাসে {button X} প্রেস করুন অ্যাপ বন্ধ করতে। #;[[Image:close 2.0]] #হোম স্ক্রিনে ফিরে আসতে হোম বাটনটি ট্যাপ করুন। আরও তথ্য জানতে, [[Navigate between open applications in Firefox OS]] দেখুন। {/for} =নিশ্চিত করুন যে আপনি ইন্টারনেটের সাথে সংযুক্ত= কিছু অ্যাপ চালানোর জন্য ডাটা কানেকশন প্রয়োজন। আপনার Wi-Fi বা ডাটা কানেকশন নিশ্চিত করন এবং আবার চেষ্টা করুন। #স্ক্রীনের ওপর থেকে নোটিফিকেশন ট্রে টেনে নিচে নামান। #;[[Image:Internet connection]] #যদি Wi-Fi বা ডাটা কানেকশন আইকনটি নীল না থাকে, তাহলে তা ট্যাপ করে সংযুক্ত করুন। আরও জানতে [[Get connected - access Wi-fi and cellular networks]] দেখুন। =হালনাগাদ পরীক্ষা করা= এভাবে নিজ থেকে সিস্টেম এবং অ্যাপ হালনাগাদ পরীক্ষা করতে হয়: [[Template:FxOSUpdates]] #আপনার ডিভাইসে Settings অ্যাপ অন করুন। #নিচে নেমে ''Device'' অংশে যান এবং '''Device information''' নির্বাচন করুন। #ডিভাইস ইনফর্মেশন স্ক্রীনে নিচে ''Software updates'' অংশে যান এবং {button Check now} ট্যাপ করুন। আরও জানতে [[How do I check for Firefox OS updates and install them?]] দেখুন =ডিভাইস পুনরায় চালু করা= দ্রুত পুনরায় চালু করা অনেক সমস্যার সমাধান করতে পারে। {for not fxos2.0} *আপনার Firefox OS ডিভাইস রিস্টার্ট করতে, পাওয়ার বাটনটি চেপে ধরে রাখুন এবং মেন্যু থেকে {button Restart Phone} নির্বাচন করুন। যদি আপনার ডিভাইস অসাড় হয়ে থাকে এবং রিস্টার্ট করা না যায়, তাহলে হার্ড রিস্টার্ট করুন। #ডিভাইসের ব্যাটারি কভার খুলুন। #ব্যাটারি খুলে রিপ্লেস করুন। #ব্যাটারি কভার আবার লাগান। #ডিভাইসটি অন করতে পাওয়ার বাটন ধরে রাখুন। {/for} {for fxos2.0} আপনার Firefox OS ডিভাইস পুনরায় চালু করতে, পাওয়ার বাটন প্রেস করুন এবং ধরে রাখুন মেনু থেকে {button Restart} নির্বাচন করুন। আপনার ডিভাইস কাজ না করলে, অন্য উপায়ে চেষ্টা করুন: #ডিভাইসের ব্যাটারির কভার খুলুন। #খুলুন এবং পুনরায় ব্যাটারিটি লাগান। #ব্যাটারির কভার আবার লাগান। # ডিভাইস অন করতে পাওয়ার বাটনটি চেপে ধরুন। {/for} =আপনার ডিভাইস রিসেট করা = {for not fxos1.3} {warning}'''সতর্কবাণী:''' পুনরায় ডিভাইস সেট করলে সব ডাটা মুছে যাবে, যেমন আপস, contacts, email, messages, calendars এবং settings। যখন আপনি এটি প্রথম কিনেছেন এটি তেমন হয়ে যাবে। এটি আপনার সর্ব শেষ অবলম্বন।{/warning} #আপনার ডিভাইসে Settings অ্যাপ খুলুন। # ''Device'' বিভাগের নিছে নামুন এবং {menu Device information} নির্বাচন করুন। #Device information স্ক্রিনে {button More Information} ট্যাপ করুন। #{button Reset phone} বাটনটি ট্যাপ করুন এবং এরপর {button OK} ট্যাপ করুন। আপনার ক্রয় করা যেকোন অ্যাপ পুনরায় ইনস্টল করতে Marketplace এ সাইন ইন করুন এবং My Apps সেকশনে দেখুন। আরও জানতে [[What is the Marketplace?]] দেখুন। {/for} {for fxos1.3} {warning}'''সতর্কবাণী:''' পুনরায় ডিভাইস সেট করলে সব ডাটা মুছে যাবে, যেমন আপস, contacts, email, messages, calendars এবং settings। যখন আপনি এটি প্রথম কিনেছেন এটি তেমন হয়ে যাবে। এটি আপনার সর্ব শেষ অবলম্বন।{/warning} #আপনার ডিভাইসে Settings app খুলুন। # ''Device'' বিভাগের নিছে নামুন এবং {menu Device information} নির্বাচন করুন। # ''Device information'' ইস্ক্রিনে, {button More Information} ট্যাপ করুন। #{button Reset phone} বাটনটি ট্যাপ করুন এবং তারপরে {button Reset} ট্যাপ করে নিশ্চিত করুন। আপনার ক্রয় করা যেকোন অ্যাপ পুনরায় ইনস্টল করতে Marketplace এ সাইন ইন করুন এবং My Apps সেকশনে দেখুন। আরও জানতে [[What is the Marketplace?]] দেখুন। {/for} আপনি যদি আপনার ডিভাইসটি স্বাভাবিকভাবে রিসেট করতে না পারেন, তাহলে আপনি যা করতে পারেন তা হলো হার্ড রিসেট। #আপনার ডিভাইসটি অফ কিনা দেখুন। যদি অফ স্বাভাবিকভাবে অফ করতে না পারেন, তাহলে ব্যাটারি খুলে আবার লাগান। #পাওয়ার বাটন, ভল্যুম আপ এবং হোম বাটন একসাথে চেপে ধরুন যতক্ষন না রিসেট স্ক্রীনটি দেখা যায়। #আপনার ডিভাইসটি রিসেট করতে ভল্যুম আপ প্রেস করুন। =এছাড়াও অন্য বিষয়ে সাহায্য পেতে ও পরামর্শ দিতে= যদি উক্ত ধাপগুলো নিতে আপনাদের কোন সমস্যা হয় বা এগুলো যদি আপনার সমস্যার সমাধান না করে, তাহলে আপনার ডিভাইস যেখান থেকে ক্রয় করেছেন সেখানে যোগাযোগ করুন বা [https://support.mozilla.org/questions/new/firefox-os ask our volunteer community for help]<!-- Localizers: Please use the link that is appropriate for your locale -->. ফায়ারফক্স ওএস-কে আপনার জন্য আরও ব্যবহারোপযোগী করতে মজিলা কম্যুনিটি আপনাদের পরামর্শ ব্যবহার করে থাকে। আপনাদের মতামত পাঠাতে: #Settings অ্যাপ ওপেন করুন। #নিচে স্ক্রল করে ''Device'' সেকশনে যান এবং '''Improve Firefox OS''' সিলেক্ট করুন। #এরপর {button Send Mozilla Feedback} বাটন ট্যাপ করুন। #'''Happy''' বা '''Sad''' আইকন ট্যাপ করে ফায়ারফক্স ওএস নিয়ে আপনার অনুভূতি প্রকাশ করুন। #পরবর্তী স্ক্রিনে আপনার মতামত দিন। সবশেষে {button Send Feedback} বাটন ট্যাপ করুন। হয়ে গেছে। ফায়ারফক্স ওএস কে আরও উন্নত করতে আপনি সহায়তা করেছেন।

Back to History