Compare Revisions

Firefox প্রতিবার চালু হওয়ার সময় বলে, হালনাগাদ করা হয়েছে - এটা কিভাবে সংশোধন করব

Revision 79276:

Revision 79276 by nurealammiaji on

Revision 106504:

Revision 106504 by Nourin_CSE on

Keywords:

Search results summary:

যদি আপনি "Firefox Updated" নামে একটি ট্যাব পান অথবা প্রতিবার Firefox চালু করার সময় "You've been updated to the latest version of Firefox." এই বার্তা দেখেন, আমরা আপনাকে দেখাবো এটা কিভাবে সংশোধন করবেন।
যদি আপনি "Firefox Updated" নামে একটি ট্যাব পান অথবা প্রতিবার Firefox চালু করার সময় "You've been updated to the latest version of Firefox." এই বার্তা দেখেন, আমরা আপনাকে দেখাবো এটা কিভাবে সংশোধন করবেন।

Content:

এই নিবন্ধটি বর্ণনা করে কি করতে হবে যদি আপনি "''Firefox Updated''" নামে একটি ট্যাব পান অথবা আপনি প্রতিবার Firefox চালু করলে বলে "''You've been updated to the latest version of Firefox.''" এমনকি যখন আপনি Firefox হালনাগাদ করেননি তখনো। এর জন্য দুটি সম্ভাব্য কারণ থাকতে পারে। ঘটনাক্রমে আপনি নীড়পাতা হিসেবে ঐ ট্যাব সংরক্ষণ করে থাকতে পারেন (যা Firefox প্রতিবার চালু হওয়ার সময় খোলে থাকে) অথবা আপনার সেটিংস ফাইল সংরক্ষণে Firefox এর সমস্যা হতে পারে। যদি আপনি ইতোমধ্যে "You've been updated" এই বার্তা দেখে বুঝতে না পারেন। = "Firefox Updated" আপনার নীড়পাতায় সংরক্ষিত = # [[T:optionspreferences]] # {menu General} প্যানেলটি নির্বাচন করুন। # প্রারম্ভ বাক্সে, '''Home Page:''' বাক্স টেক্সট হাইলাইট করে। # <code>http://www.mozilla.com/en-US/firefox/4.0/whatsnew/</code> এটা অনুরূপ কিছু অন্তর্ভুক্ত করে তারপর ঘটনাক্রমে আপনি "Firefox Updated" পাতা সংরক্ষণ করেছেন, যখন Firefox চালু হওয়ার সময় সাইট সমূহ লোড করে থাকে। # আপনি {button Restore to Default} ক্লিক করে এটা সংশোধন করতে পারেন। অন্য ঠিকানায় আপনার নীড়পাতা বদলাতে, [[How to set the home page]] নিবন্ধটি দেখুন।{for win}[[Image:Restore home page Win]]{/for} = Firefox আপনার পছন্দ সমূহ সংরক্ষণ করতে অক্ষম = Firefox তার পছন্দ ফাইলের মধ্যে একটি সেটিং পরিবর্তন করেছে, আপনি "Firefox Updated" ট্যাবটি দেখেছেন কিনা তা নির্ধারণ করতে। আপনার যদি ঐ ফাইলের সঙ্গে সমস্যা হয়, তারপর Firefox এই তথ্য সংরক্ষণ করতে সক্ষম হবে না এবং প্রতিবার চালু করার সময় আপনাকে "Firefox Updated" ট্যাবটি দেখাবে। # আপনি খেয়াল করতে পারেন {for win}options{/for}{for mac,linux}preferences{/for} এ আপনি আপনার পছন্দ সমূহ নির্বাচন করেছেন। আর {for win}Options{/for}{for mac,linux}Preferences{/for} উইন্ডোটি Firefox বন্ধের পরে আর রাখা হয় না। # এটা সংশোধন করতে, [[Preferences are not saved]] এই নিবন্ধের বিবেচ্য পদক্ষেপ ব্যবহার করুন। [[Template:ShareArticle|link=http://mzl.la/OcvMGR]]
এই নিবন্ধটি বর্ণনা করে কি করতে হবে যদি আপনি "''Firefox Updated''" নামে একটি ট্যাব পান অথবা আপনি প্রতিবার Firefox চালু করলে এই মেসেজটি দেখাবে "''You've been updated to the latest version of Firefox.''" এমনকি যখন আপনি Firefox হালনাগাদ করেননি তখনো। এর জন্য দুটি সম্ভাব্য কারণ থাকতে পারে। ঘটনাক্রমে আপনি নীড়পাতা হিসেবে ঐ ট্যাব সংরক্ষণ করে থাকতে পারেন (যা Firefox প্রতিবার চালু হওয়ার সময় খোলে থাকে) অথবা আপনার সেটিংস ফাইল সংরক্ষণে Firefox এর সমস্যা হতে পারে। যদি আপনি ইতোমধ্যে "You've been updated" এই বার্তা দেখে বুঝতে না পারেন। = "Firefox Updated" আপনার নীড়পাতায় সংরক্ষিত = # [[T:optionspreferences]] # {menu General} প্যানেলটি নির্বাচন করুন। # প্রারম্ভ বাক্সে, '''Home Page:''' বাক্স টেক্সট হাইলাইট করে। # <code>http://www.mozilla.com/en-US/firefox/4.0/whatsnew/</code> এটা অনুরূপ কিছু অন্তর্ভুক্ত করে তারপর ঘটনাক্রমে আপনি "Firefox Updated" পাতা সংরক্ষণ করেছেন, যখন Firefox চালু হওয়ার সময় সাইট সমূহ লোড করে থাকে। # আপনি {button Restore to Default} ক্লিক করে এটা সংশোধন করতে পারেন। অন্য ঠিকানায় আপনার নীড়পাতা বদলাতে, [[How to set the home page]] নিবন্ধটি দেখুন। #;{for win}{for not fx38}[[Image:Restore home page Win]]{/for}{/for}{for fx38}[[Image:Generalhome]]{/for} = Firefox আপনার পছন্দ সমূহ সংরক্ষণ করতে অক্ষম = Firefox তার পছন্দ ফাইলের মধ্যে একটি সেটিং পরিবর্তন করেছে, আপনি "Firefox Updated" ট্যাবটি দেখেছেন কিনা তা নির্ধারণ করতে। আপনার যদি ঐ ফাইলের সঙ্গে সমস্যা হয়, তারপর Firefox এই তথ্য সংরক্ষণ করতে সক্ষম হবে না এবং প্রতিবার চালু করার সময় আপনাকে "Firefox Updated" ট্যাবটি দেখাবে। # আপনি খেয়াল করতে পারেন {for win}options{/for}{for mac,linux}preferences{/for} এ আপনি আপনার পছন্দ সমূহ নির্বাচন করেছেন। আর {for win} বিকল্প {/for} {for mac,linux} পছন্দসমূহ {/for} উইন্ডোটি Firefox বন্ধের পরে আর রাখা হয় না। # এটা সংশোধন করতে, [[Preferences are not saved]] এই নিবন্ধের বিবেচ্য পদক্ষেপ ব্যবহার করুন।

Back to History