Hampitsaha Fanitsiana

এক্সটেনশন, থিম এবং হার্ডওয়্যার এক্সিলারেশন সম্পর্কিত সমস্যার সমাধান

Fanitsiana 61242:

Fanitsiana 61242 nataon'i ashickurnoor t@

Fanitsiana 61249:

Fanitsiana 61249 nataon'i badsha_eee t@

Teny lakile:

fix issue add-on
fix issue add-on

Famintinana voka-pikarohana:

ফায়ারফক্সের এক্সটেনশন, থিম অথবা হার্ডওয়্যার এক্সিলারেশন জনিত কারনে সমস্যা হচ্ছে কি না, তা যাচাই করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন। তারপর সমাধানের ধাপ অনুসরন করুন।
ফায়ারফক্সের এক্সটেনশন, থিম অথবা হার্ডওয়্যার এক্সিলারেশন জনিত কারনে সমস্যা হচ্ছে কি না, তা যাচাই করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন। তারপর সমাধানের ধাপ অনুসরন করুন।

Atiny:

এক্সটেনশন, থিম অথবা হার্ডওয়্যার এক্সিলারেশন জনিত কারনে অনেক সময় সমস্যা হয়ে থাকে। এর মধ্যে কোনো একটি আপনার সমস্যার কারন কি না, তা যাচাই করতে এবং তা সমাধান করতে এই নিবন্ধটি আপনাকে সহায়তা করবে। {for fx13} {নতে}'''লক্ষ করুনঃ''' [[Template:reset-fx]]{/note} {/for} __TOC__ = সেফ মোডে ফায়ারফক্স চালু করুন = যখন আপনি ফায়ারফক্সের [[Troubleshoot Firefox issues using Safe Mode|সেফ মোডে]] চালু করেন, তখন সাময়িক ভাবে সবগুলো এক্সটেনশন নিষ্ক্রিয় হয়ে যায়, হার্ডওয়্যার এক্সিলারেশন বন্ধ হয়ে যায় এবং ডিফল্ট থিম ব্যবহার করা হয়। এর মাধ্যমে নির্ধারন করা যায় যে এর কোনো একটির কারনে সমস্যা হচ্ছে কি না। # [[T:safemode]] # যখন ফায়ারফক্সের সেফ মোড উইন্ডো আসবে, তখন {for not fx15}{button Continue in Safe Mode}{/for}{for fx15}{button Start in Safe mode}{/for} বাটনে ক্লিক করুন। সেফ মোডে ফায়ারফক্স চালু হওয়ার পর আপনার সমস্যাটি আবার হয় কি না, তা পরীক্ষা করে দেখুন। == সেফ মোড চালু করার পরও সমস্যা হচ্ছে == সেফ মোড চালু করার পরও যদি সমস্যা হয়, তাহলে এটা কোনো এক্সটেনশন, থিম বা হার্ডওয়্যার এক্সিলারেশনের কারনে হচ্ছে না। অন্যান্য সম্ভাব্য কারন হতে পারে প্লাগিন অথবা ফায়ারফক্সের প্রেফারেন্স সেটিংসে পরিবর্তন করা। এগুলো সেফ মোডে নিষ্ক্রিয় করা হয় না। * সমস্যা সমাধানের জন্য আরও পরামর্শ পেতে, [[Troubleshoot and diagnose Firefox problems]], [[Troubleshoot issues with plugins like Flash or Java to fix common Firefox problems]], এবং [[Reset Firefox preferences to troubleshoot and fix problems]] নিবন্ধগুলো দেখুন। == সেফ মোডে সমস্যা হয় না == যদি সেফ মোডে সমস্যা না হয়, তাহলে বুঝতে হবে উক্ত সমস্যাটি কোনো একটি এক্সটেনশন, থিম বা হার্ডওয়্যার এক্সিলারেশনের কারনে হচ্ছে। আপনার সমস্যার কারন নির্ধারণে এই নিবন্ধে উল্লেখিত ধাপগুলো অনুসরণ করতে থাকুন। = হার্ডওয়্যার এক্সিলারেশন বন্ধ করুন = কিছু গ্রাফিক্স কার্ড এবং গ্রাফিক্স ড্রাইভারের সেটাপের কারনে ফায়ারফক্স ক্র্যাশ করতে পারে অথবা হার্ডওয়্যার এক্সিলারেশন ব্যবহার করে টেক্সট অথবা পেজে থাকা অন্যান্য অবজেক্ট দেখাতে সমস্যা হতে পারে। আপনি হার্ডওয়্যার এক্সিলারেশন বন্ধ করে দেখতে পারেন যে সমস্যার সমাধান হয় কি না। # [[T:optionspreferences]] # {menu Advanced} প্যানেল এবং {menu General} ট্যাব নির্বাচন করুন। # '''Use hardware acceleration when available''' থেকে টিক চিহ্নটি তুলে দিন। #[[T:closeFirefox]] #প্রতিদিন যেভাবে সাধারনত ফায়ারফক্স চালু করেন, সেভাবে চালু করুন। এরপরে যদি আর সমস্যা না হয়, তাহলে আপনার সমস্যার পেছনে হার্ডওয়্যার এক্সিলারেশন-ই দায়ী। আপনি [[How do I upgrade my graphics drivers?|গ্রাফিক্স ড্রাইভার আপগ্রেড]] চেষ্টা করতে দেখতে পারেন যে, আপনার সমস্যা সমাধান হয় কি না; অথবা সাধারন ভাবে হার্ডওয়্যার এক্সিলারেশন বন্ধ করে ব্যবহার করুন। অন্যথায় আপনার সমস্যাটি এক্সটেনশন অথবা থিম সংশ্লিষ্ট। আরও সাহায্য পাওয়া যায় কি না, তা দেখতে নিবন্ধটির ধাপগুলো অনুসরন করা চালিয়ে যান। = পূর্ব নির্ধারিত থিমে ফিরে আসুন = ফায়ারফক্সের ডিফল্ট থিম ব্যতিত অন্য কোন থিম ব্যবহার করে থাকলেঃ # [[T:Open Add-ons|type=Appearance]] # ডিফল্ট থিমে ফিরে আসার জন্য ডিফল্ট থিম টি সিলেক্ট করুন, তারপর {button Enable} বাটনে ক্লিক করুন। # প্রয়োজন হলে {button Restart Firefox} এ ক্লিক করুন। ফায়ারফক্স পুনরায় চালু করার পর আপনার সমস্যাটি আবার হয় কি না, তা পরীক্ষা করে দেখুন। যদি এটা আর না হয়, তাহলে বুঝতে হবে আপনি যে থিমটি ব্যবহার করছিলেন, সেটিতে সমস্যা ছিল। = সকল এক্সটেনশন নিষ্ক্রিয় করা = ত্রুটিযুক্ত কোন প্লাগিন আপনার সমস্যার কারন কি না, তা নির্ধারন করার জন্য আপনি আপনার ইন্সটল করা সব প্লাগিন নিষ্ক্রিয় করে পরীক্ষা করে দেখতে পারেনঃ # [[T:Open Add-ons|type=Extensions]] # এক্সটেনশন সিলেক্ট করার জন্য লিস্টে থাকা এক্সটেনশনের নামের উপর ক্লিক করুন। # সিলেক্ট করা এক্সটেনশন নিষ্ক্রিয় করতে {button Disable} বাটনে ক্লিক করুন। # অন্যান্য এক্সটেনশনের জন্যও একই কাজ করুন। # এবার {button Restart Firefox} ক্লিক করুন। ফায়ারফক্স পুনরায় চালু করার পর সব এক্সটেনশন ডিজ্যাবল হয়ে যাবে। এবার আপনি আপনার সমস্যাটি আবার হয় কি না, দেখুন। {for not fx13} *সবগুলো প্লাগিন ডিজ্যাবল করার পরও যদি আপনার সমস্যা হয়, তাহলে বুঝতে হবে আপনার ফায়ারফক্স প্রোফাইলের {filepath localstore.rdf} ফাইলটি নষ্ট হয়ে গেছে। আপনি সমস্যার সমাধানের জন্য [[Changes to toolbars and window sizes are not saved#w_fixing-the-problem|টুলবার এবং কন্ট্রোল রিসেট]] করতে পারেন। {/for} সব এক্সটেনশন ডিজ্যাবল করার পর যদি কোন সমস্যা না হয়, তাহলে বুঝতে হবে কোন একটি এক্সটেনশনের কারনে সমস্যাটি হচ্ছিলো। কোন এক্সটেনশনের কারনে সমস্যাটি হচ্ছিল, জানতে পড়তে থাকুনঃ == ত্রুটিপূর্ণ এক্সটেনশন পরীক্ষা করা == ঠিক কোন এক্সটেনশনটির কারনে আপনার সমস্যা হচ্ছিলো, সেটা জানার জন্য আপনি আবার একটি একটি করে এক্টিভেট করতে পারেন। # [[T:Open Add-ons|type=Extensions]] # সিলেক্ট করার জন্য এক্সটেনশনের নামের উপরে ক্লিক করুন। # সিলেক্ট করা এক্সটেনশন এনাবল করার জন্য {button Enable} বাটনে ক্লিক করুন। # {button Restart Firefox} বাটনে ক্লিক করুন। ফায়ারফক্স পুনরায় চালু করার পর সমস্যা হয় কি না, পরীক্ষা করে দেখুন। ঠিক যেই প্লাগিন সক্রিয় করার পর সমস্যাটি আবার হবে, ওই প্লাগিনটির কারনেই সমস্যাটি হচ্ছিলো বুঝতে হবে। {note}''দ্রষ্টব্যঃ''' যদি আপনার অনেক বেশি এক্সটেনশন থাকে, তাহলে কম সময়ে কাজটি করার জন্য একবারে অর্ধেক অর্ধেক করে সক্রিয় করতে পারেন। অর্থাত আপনার যতগুলো প্লাগিন আছে, তার অর্ধেক নির্বাচন করুন। তারপর সক্রিয় করে ব্রাউজার পুনরায় চালু করুন। যে অর্ধেকে সমস্যাটি হবে, সেই অর্ধেককে আবার অর্ধেক করে করে সক্রিয় করে কাজ করতে হবে। এভাবে অনেক দ্রুত আপনি ত্রুটিপূর্ন প্লাগিনটি খুজে পাবেন।{/note} ত্রুটিপূর্ন প্লাগিনটি খুজে পাওয়ার পর সেটি আন ইন্সটল করে ব্রাউজার রিস্টার্ট করলে সামনে আর কখনো ওই ধরনের সমস্যার সম্মুখীন হবেন না। = এক্সটেনশন আপডেট করা = যদি কোন এক্সটেনশনের কারনে সমস্যা হয়ে থাকে, তবে সেটা সমাধানের জন্য হয়ত ডেভেলপাররা ইতোমধ্যে হালনাগাদ প্রস্তুত করেছেনঃ # [[T:Open Add-ons|type=Extensions]] # {button Find Updates} বাটনে ক্লিক করুন। # যদি হালনাগাদ পাওয়া যায়, তাহলে {button Install Updates} বাটনে ক্লিক করে হালনাগাদ করে নিন। # এরপর {button Restart Firefox} বাটনে ক্লিক করতে হবে। ফায়ারফক্স পুনরায় চালু করার পর আপনার এক্সটেনশনটি হালনাগাদ হয়ে যাবে। হালনাগাদ করার পর পরীক্ষা করে দেখুন, আবার সমস্যা হয় কি না। =এক্সটেনশন সেটিংস পরীক্ষা করা= মাঝে মাঝে এক্সটেনশন গুলো সেটিংস পরিবর্তন করে থাকে। এরফলে ফায়ারফক্সের ডিফল্ট সেটিংস (যেমনঃ টুলবার সেটিংস) পরিবর্তন হয়ে যায়। তাই টুলবার সেটিংস চেক করে দেখাটা জরুরীঃ # [[T:Open Add-ons|type=Extensions]] # যেই এক্সটেনশনটি সমস্যা করছিলো, তার জন্য {for win}{button Options}{/for}{for mac,linux}{button Preferences}{/for} বাটনে ক্লিক করুন। # ধৈর্য সহকারে প্রত্যেকটি অপশন দেখুন, যেটির কারনে আপনার সমস্যা হচ্ছিলো বলে মনে হয়, সেই অপশনটি পরিবর্তন করে দেখুন কাজ হয় কি না। # যদি উপযুক্ত অপশন খুজে পান, তাহলে {button Save} এবং {button Restart Firefox} এ ক্লিক করুন। [[Template:ShareArticle|link=http://mzl.la/MAyOQc]]
এক্সটেনশন, থিম অথবা হার্ডওয়্যার এক্সিলারেশন জনিত কারনে অনেক সময় সমস্যা হয়ে থাকে। এর মধ্যে কোনো একটি আপনার সমস্যার কারন কি না, তা যাচাই করতে এবং তা সমাধান করতে এই নিবন্ধটি আপনাকে সহায়তা করবে। {for fx13} {note}'''লক্ষ করুনঃ''' [[Template:reset-fx]]{/note} {/for} __TOC__ = সেফ মোডে ফায়ারফক্স চালু করুন = যখন আপনি ফায়ারফক্সের [[Troubleshoot Firefox issues using Safe Mode|সেফ মোডে]] চালু করেন, তখন সাময়িক ভাবে সবগুলো এক্সটেনশন নিষ্ক্রিয় হয়ে যায়, হার্ডওয়্যার এক্সিলারেশন বন্ধ হয়ে যায় এবং ডিফল্ট থিম ব্যবহার করা হয়। এর মাধ্যমে নির্ধারন করা যায় যে এর কোনো একটির কারনে সমস্যা হচ্ছে কি না। # [[T:safemode]] # যখন ফায়ারফক্সের সেফ মোড উইন্ডো আসবে, তখন {for not fx15}{button Continue in Safe Mode}{/for}{for fx15}{button Start in Safe mode}{/for} বাটনে ক্লিক করুন। সেফ মোডে ফায়ারফক্স চালু হওয়ার পর আপনার সমস্যাটি আবার হয় কি না, তা পরীক্ষা করে দেখুন। == সেফ মোড চালু করার পরও সমস্যা হচ্ছে == সেফ মোড চালু করার পরও যদি সমস্যা হয়, তাহলে এটা কোনো এক্সটেনশন, থিম বা হার্ডওয়্যার এক্সিলারেশনের কারনে হচ্ছে না। অন্যান্য সম্ভাব্য কারন হতে পারে প্লাগিন অথবা ফায়ারফক্সের প্রেফারেন্স সেটিংসে পরিবর্তন করা। এগুলো সেফ মোডে নিষ্ক্রিয় করা হয় না। * সমস্যা সমাধানের জন্য আরও পরামর্শ পেতে, [[Troubleshoot and diagnose Firefox problems]], [[Troubleshoot issues with plugins like Flash or Java to fix common Firefox problems]], এবং [[Reset Firefox preferences to troubleshoot and fix problems]] নিবন্ধগুলো দেখুন। == সেফ মোডে সমস্যা হয় না == যদি সেফ মোডে সমস্যা না হয়, তাহলে বুঝতে হবে উক্ত সমস্যাটি কোনো একটি এক্সটেনশন, থিম বা হার্ডওয়্যার এক্সিলারেশনের কারনে হচ্ছে। আপনার সমস্যার কারন নির্ধারণে এই নিবন্ধে উল্লেখিত ধাপগুলো অনুসরণ করতে থাকুন। = হার্ডওয়্যার এক্সিলারেশন বন্ধ করুন = কিছু গ্রাফিক্স কার্ড এবং গ্রাফিক্স ড্রাইভারের সেটাপের কারনে ফায়ারফক্স ক্র্যাশ করতে পারে অথবা হার্ডওয়্যার এক্সিলারেশন ব্যবহার করে টেক্সট অথবা পেজে থাকা অন্যান্য অবজেক্ট দেখাতে সমস্যা হতে পারে। আপনি হার্ডওয়্যার এক্সিলারেশন বন্ধ করে দেখতে পারেন যে সমস্যার সমাধান হয় কি না। # [[T:optionspreferences]] # {menu Advanced} প্যানেল এবং {menu General} ট্যাব নির্বাচন করুন। # '''Use hardware acceleration when available''' থেকে টিক চিহ্নটি তুলে দিন। #[[T:closeFirefox]] #প্রতিদিন যেভাবে সাধারনত ফায়ারফক্স চালু করেন, সেভাবে চালু করুন। এরপরে যদি আর সমস্যা না হয়, তাহলে আপনার সমস্যার পেছনে হার্ডওয়্যার এক্সিলারেশন-ই দায়ী। আপনি [[How do I upgrade my graphics drivers?|গ্রাফিক্স ড্রাইভার আপগ্রেড]] চেষ্টা করতে দেখতে পারেন যে, আপনার সমস্যা সমাধান হয় কি না; অথবা সাধারন ভাবে হার্ডওয়্যার এক্সিলারেশন বন্ধ করে ব্যবহার করুন। অন্যথায় আপনার সমস্যাটি এক্সটেনশন অথবা থিম সংশ্লিষ্ট। আরও সাহায্য পাওয়া যায় কি না, তা দেখতে নিবন্ধটির ধাপগুলো অনুসরন করা চালিয়ে যান। = পূর্ব নির্ধারিত থিমে ফিরে আসুন = ফায়ারফক্সের ডিফল্ট থিম ব্যতিত অন্য কোন থিম ব্যবহার করে থাকলেঃ # [[T:Open Add-ons|type=Appearance]] # ডিফল্ট থিমে ফিরে আসার জন্য ডিফল্ট থিম টি সিলেক্ট করুন, তারপর {button Enable} বাটনে ক্লিক করুন। # প্রয়োজন হলে {button Restart Firefox} এ ক্লিক করুন। ফায়ারফক্স পুনরায় চালু করার পর আপনার সমস্যাটি আবার হয় কি না, তা পরীক্ষা করে দেখুন। যদি এটা আর না হয়, তাহলে বুঝতে হবে আপনি যে থিমটি ব্যবহার করছিলেন, সেটিতে সমস্যা ছিল। = সকল এক্সটেনশন নিষ্ক্রিয় করা = ত্রুটিযুক্ত কোন প্লাগিন আপনার সমস্যার কারন কি না, তা নির্ধারন করার জন্য আপনি আপনার ইন্সটল করা সব প্লাগিন নিষ্ক্রিয় করে পরীক্ষা করে দেখতে পারেনঃ # [[T:Open Add-ons|type=Extensions]] # এক্সটেনশন সিলেক্ট করার জন্য লিস্টে থাকা এক্সটেনশনের নামের উপর ক্লিক করুন। # সিলেক্ট করা এক্সটেনশন নিষ্ক্রিয় করতে {button Disable} বাটনে ক্লিক করুন। # অন্যান্য এক্সটেনশনের জন্যও একই কাজ করুন। # এবার {button Restart Firefox} ক্লিক করুন। ফায়ারফক্স পুনরায় চালু করার পর সব এক্সটেনশন ডিজ্যাবল হয়ে যাবে। এবার আপনি আপনার সমস্যাটি আবার হয় কি না, দেখুন। {for not fx13} *সবগুলো প্লাগিন ডিজ্যাবল করার পরও যদি আপনার সমস্যা হয়, তাহলে বুঝতে হবে আপনার ফায়ারফক্স প্রোফাইলের {filepath localstore.rdf} ফাইলটি নষ্ট হয়ে গেছে। আপনি সমস্যার সমাধানের জন্য [[Changes to toolbars and window sizes are not saved#w_fixing-the-problem|টুলবার এবং কন্ট্রোল রিসেট]] করতে পারেন। {/for} সব এক্সটেনশন ডিজ্যাবল করার পর যদি কোন সমস্যা না হয়, তাহলে বুঝতে হবে কোন একটি এক্সটেনশনের কারনে সমস্যাটি হচ্ছিলো। কোন এক্সটেনশনের কারনে সমস্যাটি হচ্ছিল, জানতে পড়তে থাকুনঃ == ত্রুটিপূর্ণ এক্সটেনশন পরীক্ষা করা == ঠিক কোন এক্সটেনশনটির কারনে আপনার সমস্যা হচ্ছিলো, সেটা জানার জন্য আপনি আবার একটি একটি করে এক্টিভেট করতে পারেন। # [[T:Open Add-ons|type=Extensions]] # সিলেক্ট করার জন্য এক্সটেনশনের নামের উপরে ক্লিক করুন। # সিলেক্ট করা এক্সটেনশন এনাবল করার জন্য {button Enable} বাটনে ক্লিক করুন। # {button Restart Firefox} বাটনে ক্লিক করুন। ফায়ারফক্স পুনরায় চালু করার পর সমস্যা হয় কি না, পরীক্ষা করে দেখুন। ঠিক যেই প্লাগিন সক্রিয় করার পর সমস্যাটি আবার হবে, ওই প্লাগিনটির কারনেই সমস্যাটি হচ্ছিলো বুঝতে হবে। {note}''দ্রষ্টব্যঃ''' যদি আপনার অনেক বেশি এক্সটেনশন থাকে, তাহলে কম সময়ে কাজটি করার জন্য একবারে অর্ধেক অর্ধেক করে সক্রিয় করতে পারেন। অর্থাত আপনার যতগুলো প্লাগিন আছে, তার অর্ধেক নির্বাচন করুন। তারপর সক্রিয় করে ব্রাউজার পুনরায় চালু করুন। যে অর্ধেকে সমস্যাটি হবে, সেই অর্ধেককে আবার অর্ধেক করে করে সক্রিয় করে কাজ করতে হবে। এভাবে অনেক দ্রুত আপনি ত্রুটিপূর্ন প্লাগিনটি খুজে পাবেন।{/note} ত্রুটিপূর্ন প্লাগিনটি খুজে পাওয়ার পর সেটি আন ইন্সটল করে ব্রাউজার রিস্টার্ট করলে সামনে আর কখনো ওই ধরনের সমস্যার সম্মুখীন হবেন না। = এক্সটেনশন আপডেট করা = যদি কোন এক্সটেনশনের কারনে সমস্যা হয়ে থাকে, তবে সেটা সমাধানের জন্য হয়ত ডেভেলপাররা ইতোমধ্যে হালনাগাদ প্রস্তুত করেছেনঃ # [[T:Open Add-ons|type=Extensions]] # {button Find Updates} বাটনে ক্লিক করুন। # যদি হালনাগাদ পাওয়া যায়, তাহলে {button Install Updates} বাটনে ক্লিক করে হালনাগাদ করে নিন। # এরপর {button Restart Firefox} বাটনে ক্লিক করতে হবে। ফায়ারফক্স পুনরায় চালু করার পর আপনার এক্সটেনশনটি হালনাগাদ হয়ে যাবে। হালনাগাদ করার পর পরীক্ষা করে দেখুন, আবার সমস্যা হয় কি না। =এক্সটেনশন সেটিংস পরীক্ষা করা= মাঝে মাঝে এক্সটেনশন গুলো সেটিংস পরিবর্তন করে থাকে। এরফলে ফায়ারফক্সের ডিফল্ট সেটিংস (যেমনঃ টুলবার সেটিংস) পরিবর্তন হয়ে যায়। তাই টুলবার সেটিংস চেক করে দেখাটা জরুরীঃ # [[T:Open Add-ons|type=Extensions]] # যেই এক্সটেনশনটি সমস্যা করছিলো, তার জন্য {for win}{button Options}{/for}{for mac,linux}{button Preferences}{/for} বাটনে ক্লিক করুন। # ধৈর্য সহকারে প্রত্যেকটি অপশন দেখুন, যেটির কারনে আপনার সমস্যা হচ্ছিলো বলে মনে হয়, সেই অপশনটি পরিবর্তন করে দেখুন কাজ হয় কি না। # যদি উপযুক্ত অপশন খুজে পান, তাহলে {button Save} এবং {button Restart Firefox} এ ক্লিক করুন। [[Template:ShareArticle|link=http://mzl.la/MAyOQc]]

Hiverina @ Tantara