Compare Revisions

Safe Mode ব্যাবহার করে Firefox এর বিভিন্ন সমস্যা সমাধান করুন

Revision 58713:

Revision 58713 by ashickurnoor on

Revision 80517:

Revision 80517 by rashik.i.nahian on

Keywords:

safemode addon extension theme diagnose fix
safemode addon extension theme diagnose fix

Search results summary:

ফায়ারফক্সের বিভিন্ন সমস্যা খুজে বের করতে ও তা সমাধান করতে সেফ মুড ব্যাবহার করা হয়। আমরা বর্ননা করবো কিভাবে সেফ মুডে যাওয়া যায় এবং এটির নানা অপশনগুলো কী করে থাকে।
ফায়ারফক্সের বিভিন্ন সমস্যা খুজে বের করতে ও তা সমাধান করতে সেফ মুড ব্যাবহার করা হয়।আমরা বর্ননা করবো কিভাবে সেফ মুডে যাওয়া যায় এবং এটির নানা অপশনগুলো কী করে থাকে।

Content:

'''সেফ মুড''' হল ফায়ারফক্সের একটি বিশেষ অবস্থা যেটি ব্যাবহার করার মাধ্যমে নানা ধরনের সমস্যা খুজে বের করে তা সমাধান করা সম্ভব। সেফ মুড খানিক সময়ের জন্য কিছু সেটিং রিসেট করে ও কিছু সকল অ্যাড-অনস বন্ধ করে ফেলে। কারন সেগুলো হয়ত সমস্যার কারন হয়ে থাকতে পারে। ফায়ারফক্স এর সাধারণ মুড এর আচরনের সাথে ফায়ারফক্সের সেফ মুডের আচরনের তুলনা করে আপনি হয়ত সমস্যাটির প্রকৃত কারন খুজে বের করতে পারবেন। {for win} {note}'''দ্রষ্টব্য:''' উইন্ডোজ ব্যবহারকারীরা হয়ত উইন্ডোজের সেফ মুড সম্পর্কে জেনে থাকবেন। কিন্তু ফায়ারফক্সের সেফ মুডের সাথে '''উইন্ডোজ সেফ মুডের কোন সম্পর্ক নেই{/note} {/for} {for fx13} {note}'''দ্রষ্টব্য:''' [[Template:reset-fx]]{/note} {/for} __TOC__ = কিভাবে ফায়ারফক্সকে সেফ মুডে চালু করতে হবে = [[T:safemode]] {for not fx15} = সেফ মুডের উইন্ডো = :[[Image:93cafd5e0e8bef77b66875863ae7f197-1259888532-113-1.png]]<br> আপনার কাছে এখন তিনটি অপশন থাকবে: * {button Exit} বাটনটি ক্লিক করলে আপনার ফায়ারফক্সের সেফ মুডে যাওয়ার ইচ্ছা বাতিল হয়ে যাবে। * {button Continue in Safe Mode} বাটনটি ক্লিক করলে আপনার এক্সটেনশন এবং থিমগুলো সাময়কভাবে বন্ধ হয়ে যাবে এবং হার্ডওয়্যার এক্সসেলেরেশন ও রিসেট টুলবার এবং পরিবর্তনের বাটনও সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। আপনি যখন সেফ মুড হতে বেরিয়ে ফায়ারফক্সকে তার সাধারন মুডে চালু করবেন তখন আপনার এক্সটেনশন, থিম এবং সেটিংগুলো ঠিক আবার পুর্বের অবস্থায় ফিরে আসবে যেমনটি সেফ মুড চালু করার পূর্বে ছিল। * {button Make Changes and Restart} বাটনটি চালু থাকবে যদি আপনি উপরোক্ত কোন বক্স নির্বাচন করে থাকেন। আরও তথ্যের জন্য নিচের [[#w_make-permanent-changes-to-firefox-in-the-safe-mode-window|সেফ মুড অবস্থায় থেকে ফায়ারফক্সে স্থায়ী পরিবর্তন করুন]] অনুচ্ছেদটি দেখুন। {/for} {for fx15} = সেফ মুডের উইন্ডো = :[[Image:Safe Mode Fx 15 - Win]]<br> আপনার কাছে এখন দুটি অপশন থাকবে: * {button Continue in Safe Mode} বাটনটি ক্লিক করলে আপনার এক্সটেনশন এবং থিমগুলো সাময়কভাবে বন্ধ হয়ে যাবে এবং হার্ডওয়্যার এক্সসেলেরেশন ও রিসেট টুলবার এবং পরিবর্তনের বাটনও সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। আপনি যখন সেফ মুড হতে বেরিয়ে ফায়ারফক্সকে তার সাধারন মুডে চালু করবেন তখন আপনার এক্সটেনশন, থিম এবং সেটিংগুলো ঠিক আবার পুর্বের অবস্থায় ফিরে আসবে যেমনটি সেফ মুড চালু করার পূর্বে ছিল। * {button Reset Firefox} বাটনটি ক্লিক করলে এটি আপনার গুরুত্বপুর্ণ তথ্যসমূহ সংরক্ষন করে ফায়ারফক্সকে তার সম্পুর্ন নতুন অবস্থায় নিয়ে যাবে। এই অপশনটি সম্বন্ধে আরও জানতে [[Reset Firefox – easily fix most problems]] নিবন্ধটি দেখুন।{/for} =সেফ মুডে ফায়ারফক্সের সমস্যার কারন খুজে বের করুন= যখন ফায়ারফক্স সেফ মুডে থাকবে তখন হয়ত আপনি চাইবেন যে এটির আচরন পরীক্ষা করতে এবং আরও হয়ত দেখতে চাইবেন যে আপনার সমস্যাটি চলে গিয়েছে কিনা। == সেফ মুডেও সমস্যাটি হচ্ছে == যদি সমস্যাটি সেফ মুডেও হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে সমস্যাটি কোন এক্সটেনশন বা থিমের কারনে হচ্ছে না। তাহলে হয়ত প্লাগইনসমূহ এবং ফায়ারফক্সের প্রেফারেন্স সেটিং এর পরিবর্তন সমস্যাটির কারন হয়ে থাকতে পারে। কারন এগুলো সেফ মুডে বন্ধ করা হয় না। সমস্যাটি সমাধানের জন্য নিচের নিবন্ধগুলো দেখুনঃ *[[Troubleshoot and diagnose Firefox problems]] *[[Troubleshoot issues with plugins like Flash or Java to fix common Firefox problems]] *[[Reset Firefox preferences to troubleshoot and fix problems]] == সমস্যাটি সেফ মুডে হয় না == সেফ মুডে যদি সমস্যাটি না হয় তাহলে বুঝতে হবে সমস্যাটি এক্সটেনশন, থিম অথবা হার্ডওয়্যার এক্সেলেরেশন এর কারনে হচ্ছে। * সমস্যাটি সমাধান করার জন্য [[Troubleshoot extensions, themes and hardware acceleration issues to solve common Firefox problems]] নিবন্ধটি দেখুন. = সেফ মুড হতে বের হওয়ার পদ্ধতি = # [[T:closeFirefox]] # যেমনভাবে আপনি সবসময় ফায়ারফক্স চালু করে থাকে ঠিক তেমনভাবেই ফায়ারফক্সকে চালু করুন। #* যদি ফায়ারফক্স তখনও সেফ মুডে চালু হতে থাকে তাহলে [[Firefox is stuck in Safe Mode]] নিবন্ধটি দেখুন। {for not fx15} =সেফ মুড অবস্থায় থেকে ফায়ারফক্সে স্থায়ী পরিবর্তন করুন= আপনি যখন ফায়ারফক্সকে সেফ মুডে চালাবেন তখন একটি চেকবক্স এবং {button Make Changes and Restart} বাটন ক্লিক করে আপনি নিচের পরিবর্তনগুলো স্থায়ী করতে পারেন:[[Image:93cafd5e0e8bef77b66875863ae7f197-1259888532-113-1.png]] {warning}'''সতর্কতা:''' আপনি যখন এই পরিবর্তনগুলো করবেন এবং ফায়ারফক্স পুনরায় চালু করবেন, এই পরিবর্তনগুলো তখন থেকেই ফায়ারফক্সে প্রযোজ্য হবে। যদি না আপনি তাদেরকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার কোন পদক্ষেপ গ্রহন না করেন। কিছু পরিবর্তন পুনরায় আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না।{/warning} * '''Disable all add-ons''': আপনি যদি এই বক্সটি নির্বাচন করে থাকেন এবং {button Make Changes and Restart} বাটনটি ক্লিক করেন তাহলে এরপর ফায়ারফক্স তার সাধারন মুডে চালু হবে। শুধুমাত্র সকল এক্সটেনশন, থিম এবং প্লাগইন বন্ধ হয়ে থাকবে (মুছে যাবে না)। এই পরিবর্তনগুলো বাতিল করে পুনরায় পুর্বের অবস্থায় ফিরে যেতে, আপনাকে অ্যাড-অনস ম্যানেজার এ থাকা প্রত্যেক এক্সটেনশন এবং প্লাগইন চালু করতে হবে। অ্যাড-অন গুলো চালু করতে যদি আপনার আরও সাহাজ্যের প্রয়োজন হয় তাহলে [[Disable or remove Add-ons|এই নিবন্ধটি]] দেখুন। * '''Reset toolbars and controls''': আপনি যদি এই বক্সটি নির্বাচন করেন এবং তারপর {button Make Changes and Restart} এ ক্লিক করেন তাহলে ফায়ারফক্স তার সাধারণ মুডে ফিরে আসবে। শুধুমাত্র আপনার টুলবারের পরিবর্তনগুলো মুছে যাবে। যেমনঃ টুলবার এবং নানা বাটনগুলোর স্থান পূর্বের সাধারণ অবস্থায় ফিরে আসবে। পরবর্তীতে আপনি যদি এই পরিবর্তন কে পুনরায় স্থাপন করে আগের অবস্থায় ফিরে আসতে চান তাহলে আপনাকে আবার নতুন করে আপনার ইচ্ছামত পরিবর্তনগুলো করতে হবে। আরও সহায়তার জন্য [[Customize Firefox controls, buttons and toolbars]] নিবন্ধটি দেখুন। * '''Delete all bookmarks except for backups''': আপনি যদি এই বাক্সটি নির্বাচন করেন এবং {button Make Changes and Restart} এ ক্লিক করেন তাহলে ফায়ারফক্স আপনার বর্তমান বুকমার্কগুলো '''মুছে ফেলবে''' এবং এর পরিবর্তে ডিফল্ট বুকমার্ক বসাবে। আপনি যদি পরবর্তীতে এই পরিবর্তন বাদ দিয়ে পরিবর্তনের পূর্বের অবস্থায় ফিরে আসতে চান তাহলে আপনাকে ব্যাকআপ হতে বুকমার্কগুলোকে পুনরায় স্থাপন করতে হবে। আরও সহায়তার জন্য [[Back up your bookmarks or move them to another computer]] নিবন্ধটি দেখুন। * '''Reset all user preferences to Firefox defaults''': আপনি যদি এই বক্সটি নির্বাচন করেন এবং তারপর {button Make Changes and Restart} এ ক্লিক করেন তাহলে ফায়ারফক্সের সকল অপশন এবং প্রেফারেন্সগুলো এর ডিফল্ট বা সাধারন সেটিং এ ফিরে আসবে। আপনি যদি এটি করেন তাহলে এই পরিবর্তনটি বাদ দিয়ে পুনরায় পরিবর্তনের আগের অবস্থায় ফিরে যাবার সুযোগ নেই। যেহেতু আপনি হয়ত মনে রাখতে পারবেন না যে আপনি কোন সেটিংসগুলো পরিবর্তন করেছিলেন সেহেতু অপশন এবং প্রেফারেন্সগুলো এর ডিফল্ট সেটিং এ ফিরে আসার পর আবার আপনার পূর্বের অবস্থায় ফিরে আসা কষ্টকর। * '''Restore default search engines''':আপনি যদি এই বক্সটি নির্বাচন করেন এবং তারপর {button Make Changes and Restart} এ ক্লিক করেন তাহলে ফায়ারফক্সের কোন ডিফল্ট সার্চ ইঞ্জিন যদি আপনি মুছে থাকেন তা আবার পুনরায় স্থাপিত হবে। এটি অতিরিক্ত যোগ করা কোন সার্চ ইঞ্জিনকে অপসারন করবে না। এই পরিবর্তনটিকে বাদ দিতে, শুধুমাত্র আতি সহজে [[Search bar - Easily choose your favorite search engine|অনুসন্ধান বারে]] যান এবং আপনি যে সার্চ ইঞ্জিন কে চান না তা অপসারন করে ফেলুন। {/for} <!-- MZ credit --> <br/> <br/> '''''[http://kb.mozillazine.org/Safe_Mode সেফ মুড (mozillaZine KB)] এর তথ্যের উপর নির্ভর করে তৈরী''''' [[Template:ShareArticle|link=http://mzl.la/MwuO4X]]
'''সেফ মুড''' হল ফায়ারফক্সের একটি বিশেষ অবস্থা যেটি ব্যাবহার করার মাধ্যমে নানা ধরনের সমস্যা খুজে বের করে তা সমাধান করা সম্ভব। সেফ মুড খানিক সময়ের জন্য কিছু সেটিং রিসেট করে ও কিছু সকল অ্যাড-অনস বন্ধ করে ফেলে। কারন সেগুলো হয়ত সমস্যার কারন হয়ে থাকতে পারে। ফায়ারফক্স এর সাধারণ মুড এর আচরনের সাথে ফায়ারফক্সের সেফ মুডের আচরনের তুলনা করে আপনি হয়ত সমস্যাটির প্রকৃত কারন খুজে বের করতে পারবেন। {for win} {note}'''দ্রষ্টব্য:''' উইন্ডোজ ব্যবহারকারীরা হয়ত উইন্ডোজের সেফ মুড সম্পর্কে জেনে থাকবেন। কিন্তু ফায়ারফক্সের সেফ মুডের সাথে '''উইন্ডোজ সেফ মুডের কোন সম্পর্ক নেই{/note} {/for} {for fx13} {note}'''দ্রষ্টব্য:''' [[Template:reset-fx]]{/note} {/for} __TOC__ = কিভাবে ফায়ারফক্সকে সেফ মুডে চালু করতে হবে = [[T:safemode]] = সেফ মুডের উইন্ডো = {for not fx15} :[[Image:93cafd5e0e8bef77b66875863ae7f197-1259888532-113-1.png]]<br> আপনার কাছে এখন তিনটি অপশন থাকবে: * {button Exit} বাটনটি ক্লিক করলে আপনার ফায়ারফক্সের সেফ মুডে যাওয়ার ইচ্ছা বাতিল হয়ে যাবে। * {button Continue in Safe Mode} বাটনটি ক্লিক করলে আপনার এক্সটেনশন এবং থিমগুলো সাময়কভাবে বন্ধ হয়ে যাবে এবং হার্ডওয়্যার এক্সসেলেরেশন ও রিসেট টুলবার এবং পরিবর্তনের বাটনও সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। আপনি যখন সেফ মুড হতে বেরিয়ে ফায়ারফক্সকে তার সাধারন মুডে চালু করবেন তখন আপনার এক্সটেনশন, থিম এবং সেটিংগুলো ঠিক আবার পুর্বের অবস্থায় ফিরে আসবে যেমনটি সেফ মুড চালু করার পূর্বে ছিল। * {button Make Changes and Restart} বাটনটি চালু থাকবে যদি আপনি উপরোক্ত কোন বক্স নির্বাচন করে থাকেন। আরও তথ্যের জন্য নিচের [[#w_make-permanent-changes-to-firefox-in-the-safe-mode-window|সেফ মুড অবস্থায় থেকে ফায়ারফক্সে স্থায়ী পরিবর্তন করুন]] অনুচ্ছেদটি দেখুন। {/for} {for fx15} :[[Image:Safe Mode Fx 15 - Win]]<br> আপনার কাছে এখন দুটি অপশন থাকবে: * {button Continue in Safe Mode} বাটনটি ক্লিক করলে আপনার এক্সটেনশন এবং থিমগুলো সাময়কভাবে বন্ধ হয়ে যাবে এবং হার্ডওয়্যার এক্সসেলেরেশন ও রিসেট টুলবার এবং পরিবর্তনের বাটনও সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। আপনি যখন সেফ মুড হতে বেরিয়ে ফায়ারফক্সকে তার সাধারন মুডে চালু করবেন তখন আপনার এক্সটেনশন, থিম এবং সেটিংগুলো ঠিক আবার পুর্বের অবস্থায় ফিরে আসবে যেমনটি সেফ মুড চালু করার পূর্বে ছিল। * {button Reset Firefox} বাটনটি ক্লিক করলে এটি আপনার গুরুত্বপুর্ণ তথ্যসমূহ সংরক্ষন করে ফায়ারফক্সকে তার সম্পুর্ন নতুন অবস্থায় নিয়ে যাবে। এই অপশনটি সম্বন্ধে আরও জানতে [[Reset Firefox – easily fix most problems]] নিবন্ধটি দেখুন।{/for} =সেফ মুডে ফায়ারফক্সের সমস্যার কারন খুজে বের করুন= যখন ফায়ারফক্স সেফ মুডে থাকবে তখন হয়ত আপনি চাইবেন যে এটির আচরন পরীক্ষা করতে এবং আরও হয়ত দেখতে চাইবেন যে আপনার সমস্যাটি চলে গিয়েছে কিনা। == সেফ মুডেও সমস্যাটি হচ্ছে == যদি সমস্যাটি সেফ মুডেও হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে সমস্যাটি কোন এক্সটেনশন বা থিমের কারনে হচ্ছে না। তাহলে হয়ত প্লাগইনসমূহ এবং ফায়ারফক্সের প্রেফারেন্স সেটিং এর পরিবর্তন সমস্যাটির কারন হয়ে থাকতে পারে। কারন এগুলো সেফ মুডে বন্ধ করা হয় না। সমস্যাটি সমাধানের জন্য নিচের নিবন্ধগুলো দেখুনঃ *[[Troubleshoot and diagnose Firefox problems]] *[[Troubleshoot issues with plugins like Flash or Java to fix common Firefox problems]] *[[Reset Firefox preferences to troubleshoot and fix problems]] == সমস্যাটি সেফ মুডে হয় না == সেফ মুডে যদি সমস্যাটি না হয় তাহলে বুঝতে হবে সমস্যাটি এক্সটেনশন, থিম অথবা হার্ডওয়্যার এক্সেলেরেশন এর কারনে হচ্ছে। * সমস্যাটি সমাধান করার জন্য [[Troubleshoot extensions, themes and hardware acceleration issues to solve common Firefox problems]] নিবন্ধটি দেখুন. = সেফ মুড হতে বের হওয়ার পদ্ধতি = # [[T:closeFirefox]] । # যেমনভাবে আপনি সবসময় ফায়ারফক্স চালু করে থাকে ঠিক তেমনভাবেই ফায়ারফক্সকে চালু করুন। #* যদি ফায়ারফক্স তখনও সেফ মুডে চালু হতে থাকে তাহলে [[Firefox is stuck in Safe Mode]] নিবন্ধটি দেখুন। {for not fx15} =সেফ মুড অবস্থায় থেকে ফায়ারফক্সে স্থায়ী পরিবর্তন করুন= আপনি যখন ফায়ারফক্সকে সেফ মুডে চালাবেন তখন একটি চেকবক্স এবং {button Make Changes and Restart} বাটন ক্লিক করে আপনি নিচের পরিবর্তনগুলো স্থায়ী করতে পারেন:[[Image:93cafd5e0e8bef77b66875863ae7f197-1259888532-113-1.png]] {warning}'''সতর্কতা:''' আপনি যখন এই পরিবর্তনগুলো করবেন এবং ফায়ারফক্স পুনরায় চালু করবেন, এই পরিবর্তনগুলো তখন থেকেই ফায়ারফক্সে প্রযোজ্য হবে। যদি না আপনি তাদেরকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার কোন পদক্ষেপ গ্রহন না করেন। কিছু পরিবর্তন পুনরায় আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না।{/warning} * '''Disable all add-ons''': আপনি যদি এই বক্সটি নির্বাচন করে থাকেন এবং {button Make Changes and Restart} বাটনটি ক্লিক করেন তাহলে এরপর ফায়ারফক্স তার সাধারন মুডে চালু হবে। শুধুমাত্র সকল এক্সটেনশন, থিম এবং প্লাগইন বন্ধ হয়ে থাকবে (মুছে যাবে না)। এই পরিবর্তনগুলো বাতিল করে পুনরায় পুর্বের অবস্থায় ফিরে যেতে, আপনাকে অ্যাড-অনস ম্যানেজার এ থাকা প্রত্যেক এক্সটেনশন এবং প্লাগইন চালু করতে হবে। অ্যাড-অন গুলো চালু করতে যদি আপনার আরও সাহাজ্যের প্রয়োজন হয় তাহলে [[Disable or remove Add-ons|এই নিবন্ধটি]] দেখুন। * '''Reset toolbars and controls''': আপনি যদি এই বক্সটি নির্বাচন করেন এবং তারপর {button Make Changes and Restart} এ ক্লিক করেন তাহলে ফায়ারফক্স তার সাধারণ মুডে ফিরে আসবে। শুধুমাত্র আপনার টুলবারের পরিবর্তনগুলো মুছে যাবে। যেমনঃ টুলবার এবং নানা বাটনগুলোর স্থান পূর্বের সাধারণ অবস্থায় ফিরে আসবে। পরবর্তীতে আপনি যদি এই পরিবর্তন কে পুনরায় স্থাপন করে আগের অবস্থায় ফিরে আসতে চান তাহলে আপনাকে আবার নতুন করে আপনার ইচ্ছামত পরিবর্তনগুলো করতে হবে। আরও সহায়তার জন্য [[Customize Firefox controls, buttons and toolbars]] নিবন্ধটি দেখুন। * '''Delete all bookmarks except for backups''': আপনি যদি এই বাক্সটি নির্বাচন করেন এবং {button Make Changes and Restart} এ ক্লিক করেন তাহলে ফায়ারফক্স আপনার বর্তমান বুকমার্কগুলো '''মুছে ফেলবে''' এবং এর পরিবর্তে ডিফল্ট বুকমার্ক বসাবে। আপনি যদি পরবর্তীতে এই পরিবর্তন বাদ দিয়ে পরিবর্তনের পূর্বের অবস্থায় ফিরে আসতে চান তাহলে আপনাকে ব্যাকআপ হতে বুকমার্কগুলোকে পুনরায় স্থাপন করতে হবে। আরও সহায়তার জন্য [[Back up your bookmarks or move them to another computer]] নিবন্ধটি দেখুন। * '''Reset all user preferences to Firefox defaults''': আপনি যদি এই বক্সটি নির্বাচন করেন এবং তারপর {button Make Changes and Restart} এ ক্লিক করেন তাহলে ফায়ারফক্সের সকল অপশন এবং প্রেফারেন্সগুলো এর ডিফল্ট বা সাধারন সেটিং এ ফিরে আসবে। আপনি যদি এটি করেন তাহলে এই পরিবর্তনটি বাদ দিয়ে পুনরায় পরিবর্তনের আগের অবস্থায় ফিরে যাবার সুযোগ নেই। যেহেতু আপনি হয়ত মনে রাখতে পারবেন না যে আপনি কোন সেটিংসগুলো পরিবর্তন করেছিলেন সেহেতু অপশন এবং প্রেফারেন্সগুলো এর ডিফল্ট সেটিং এ ফিরে আসার পর আবার আপনার পূর্বের অবস্থায় ফিরে আসা কষ্টকর। * '''Restore default search engines''':আপনি যদি এই বক্সটি নির্বাচন করেন এবং তারপর {button Make Changes and Restart} এ ক্লিক করেন তাহলে ফায়ারফক্সের কোন ডিফল্ট সার্চ ইঞ্জিন যদি আপনি মুছে থাকেন তা আবার পুনরায় স্থাপিত হবে। এটি অতিরিক্ত যোগ করা কোন সার্চ ইঞ্জিনকে অপসারন করবে না। এই পরিবর্তনটিকে বাদ দিতে, শুধুমাত্র আতি সহজে [[Search bar - Easily choose your favorite search engine|অনুসন্ধান বারে]] যান এবং আপনি যে সার্চ ইঞ্জিন কে চান না তা অপসারন করে ফেলুন। {/for} <!-- MZ credit --> <br/> <br/> '''''[http://kb.mozillazine.org/Safe_Mode সেফ মুড (mozillaZine KB)] এর তথ্যের উপর নির্ভর করে তৈরী'''''

Back to History