ওয়েবসাইট ভুল কিংবা যেরকম হওয়ার কথা তার চেয়ে ভিন্নভাবে প্রদর্শিত হয়

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 78613
  • নির্মিত:
  • রচয়িতা: Anik Chowdhury
  • মন্তব্য: অনুবাদের কাজ চলছে
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

এই নিবন্ধ Firefox এ ঠিকভাবে প্রদর্শিত না হওয়া ওয়েবসাইট নিয়ে আলোচনা করে।

নোট: আপনার যদি কোন সাইটে সমস্য হয়ে থাকে, তা দেখতে এড্রেসবারে Fx57GreenPadlock আইকনে ক্লিক করুন যদি Firefox পেজের কিছু অংশ নিরাপদ না মনে করে ব্লক করে থাকে।

Note: Refresh Firefox ফিচার আপনার প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত রেখে Firefox কে প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারে। দীর্ঘ ও জটিল ট্রাবলশুটিং পদ্ধতি অবলম্বন করার আগে এটি চেষ্টা করে দেখতে পারেন।

কুকিস এবং ক্যাশে পরিস্কার করুন

Firefox ওয়েবসাইট সংরক্ষণ করে, তার মানে এটি আপনার যন্ত্রে কিছু ফাইল সংরক্ষণ করে যাতে করে আপনি যখন সাইটে প্রবেশ করেন তখন একে বারবার সবকিছু পুনরায় ডাউনলোড করতে না হয়। যদি কোন ওয়েবসাইটের কোড হালনাগাদ করা হয়ে থাকে, তাহলে Firefox হয়তো নতুনের সাথে পুরাতন কিছু কোডও ব্যবহার করতে পারে যার কারণে একটি ওয়েবপেজ অশুদ্ধভাবে প্রদর্শিত হতে পারে। এটি ঠিক করতে আপনাকে কুকিস এবং ক্যাশে পরিস্কার করতে হবে:

  1. লাইব্রেরি বাটনে ক্লিক করুন 57 library icon,History তে ক্লিক করুন এবং Clear Recent History… নির্বাচন করুণ।
  2. Time Range to clear: থেকে Everything বেছে নিন।
  3. Details এর পাশে যে তীর চিহ্ন আছে, সেটি ক্লিক করলে যেসব আইটেম আপনি মুছে ফেলতে চান তার একটি তালিকা আসবে।
  4. Cookies এবং Cache দুটোই নির্বাচন করুন।
  5. Clear Now এ ক্লিক করুন।

}

  1. লাইব্ররি বাটনে 57 library icon ক্লিক করুন, History ক্লিক করুন এবং Clear Recent History... নির্বাচন করুন।
  2. Time Range to clear: থেকে Everything বেছে নিন।
  3. ড্রপ ডাউন মেনুর নিচে Cookies এবং Cache দুটোই নির্বাচন করুন।
  4. Clear Now এ ক্লিক করুন।
এখন আপনার কুকিস এবং ক্যাশে পরিস্কার হয়ে গেছে, তাই আবারও ওয়েবসাইটে ঢুকে দেখুন সমস্যার সমাধান হয়েছে কিনা।

Reset Zoom

কিছু ওয়েবসাইট বিভিন্ন জুম লেভেলে সঠিক দেখাতে নাও পারে। জুম সেটিং পুনরায় ঠিক করতে, সাইটের জন্য, প্রেস করুন Ctrl + 0command + 0 এবং সব সাইটের জন্য, আপনি যে জুম অ্যাড-অন ব্যবহার করেন তার নথিপত্র দেখুন।

সর্বনিম্ন ফন্ট সাইজ পুনরায় ঠিক করুন

কিছু সাইট সর্বনিম্ন ফন্ট সাইজে সঠিকভাবে দেখায় না। সর্বনিম্ন ফন্ট সাইজ ঠিক করতে:

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন। .
  2. Content প্যানেল বাছাই করতে ক্লিক করুন।
  3. Fonts & Colors অংশে, ক্লিক করুন Advanced….
  4. Minimum font size কে None এ পরিবর্তন করুন।

Reset the page style

You may have inadvertently set the page style to "No Style". To ensure Firefox is set to use the page's default style:

  • Press the Alt key to temporarily bring up the traditional Firefox menusOn the menu barAt the top of the Firefox window, click on the View menu, then select Page Style, then click Basic Page Style.

Now that the page is using its default style, it may be displayed correctly.

Check that JavaScript is enabled and not blocked

Some sites require JavaScript to display properly. JavaScript is enabled by default in Firefox, but to check its status:

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন। .
  2. Click to select the Content panel.
  3. Make sure that Enable JavaScript is checked.
  4. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে। .

You should also check whether you have an extension (such as NoScript) or Internet security program (such as a firewall, antivirus, or anti-spyware program) that can block JavaScript.

Check that JavaScript is not blocked

You should check whether you have an extension (such as NoScript) or Internet security program (such as a firewall, antivirus, or anti-spyware program) that can block JavaScript.

Disable problematic extensions or hardware acceleration

Some extensions may interfere with the way websites are displayed or your graphics card and drivers don't display some web content correctly when hardware acceleration is turned on. Follow the instructions in the এক্সটেনশন, থিম এবং হার্ডওয়্যার এক্সিলারেশন সম্পর্কিত সমস্যার সমাধান article to see if one of these is causing the problem.

Report the website

মাঝে মাঝে আপনি এমন কিছু পাতা পেতে পারেন যেগুলো ফায়ারফক্সে কাজ করে না। যদি এমন হয় তবে নিম্নোক্ত পদ্ধতিতে মজিলাকে সমস্যাটি সম্পর্কে অবগত করুনঃ

  1. New Fx Menu মেনু বাটনে ক্লিক করে Help-29 এ ক্লিক করুন এবং Submit Feedback... নির্বাচন করুন। একটি নতুন ট্যাবে Submit Your Feedback নামক পাতাটি খুলবে।
  2. "Firefox makes me sad" এ ক্লিক করুন।
  3. যে বিস্তারিত পাতাটি আসবে, পাতায় ওয়েব সাইটের ঠিকানাসহ ওয়েব সাইটটি নিয়ে আপনার সমস্যা বর্ণনা করুন।
  4. Submit এ ক্লিক করুন।




Based on information from Websites look wrong (mozillaZine KB)