ওয়েবসাইট ভুল কিংবা যেরকম হওয়ার কথা তার চেয়ে ভিন্নভাবে প্রদর্শিত হয়

Firefox Firefox নির্মিত: 100% of users voted this helpful

এই নিবন্ধ Firefox এ ঠিকভাবে প্রদর্শিত না হওয়া ওয়েবসাইট নিয়ে আলোচনা করে।

নোট: আপনার যদি কোন সাইটে সমস্য হয়ে থাকে, তা দেখতে এড্রেসবারে Fx57GreenPadlock আইকনে ক্লিক করুন যদি Firefox পেজের কিছু অংশ নিরাপদ না মনে করে ব্লক করে থাকে।

Note: Refresh Firefox ফিচার আপনার প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত রেখে Firefox কে প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারে। দীর্ঘ ও জটিল ট্রাবলশুটিং পদ্ধতি অবলম্বন করার আগে এটি চেষ্টা করে দেখতে পারেন।

কুকিস এবং ক্যাশ পরিষ্কার করুন

Firefox ওয়েবসাইট সংরক্ষণ করে, তার মানে এটি আপনার যন্ত্রে কিছু ফাইল সংরক্ষণ করে যাতে করে আপনি যখন সাইটে প্রবেশ করেন তখন একে বারবার সবকিছু পুনরায় ডাউনলোড করতে না হয়। যদি কোন ওয়েবসাইটের কোড হালনাগাদ করা হয়ে থাকে, তাহলে Firefox হয়তো নতুনের সাথে পুরাতন কিছু কোডও ব্যবহার করতে পারে যার কারণে একটি ওয়েবপেজ ভুল ভাবে প্রদর্শিত হতে পারে। এটি ঠিক করতে আপনাকে কুকিস এবং ক্যাশ পরিষ্কার করতে হবে:

  1. লাইব্রেরি বাটনে ক্লিক করুন 57 library icon,History তে ক্লিক করুন এবং Clear Recent History… নির্বাচন করুণ।
  2. Time Range to clear: থেকে Everything বেছে নিন।
  3. Details এর পাশে যে তীর চিহ্ন আছে, সেটি ক্লিক করলে যেসব আইটেম আপনি মুছে ফেলতে চান তার একটি তালিকা আসবে।
  4. Cookies এবং Cache দুটোই নির্বাচন করুন।
  5. Clear Now এ ক্লিক করুন।

}

  1. লাইব্ররি বাটনে 57 library icon ক্লিক করুন, History ক্লিক করুন এবং Clear Recent History... নির্বাচন করুন।
  2. Time Range to clear: থেকে Everything বেছে নিন।
  3. ড্রপ ডাউন মেনুর নিচে Cookies এবং Cache দুটোই নির্বাচন করুন।
  4. Clear Now এ ক্লিক করুন।
এখন আপনার কুকিস এবং ক্যাশ পরিস্কার হয়ে গেছে, তাই আবারও ওয়েবসাইটে ঢুকে দেখুন সমস্যার সমাধান হয়েছে কিনা।

জুম রিসেট করুন

কিছু ওয়েবসাইট বিভিন্ন জুম লেভেলে সঠিক দেখাতে নাও পারে। জুম সেটিং পুনরায় ঠিক করতে, সাইটের জন্য, প্রেস করুন Ctrl + 0command + 0 এবং সব সাইটের জন্য, আপনি যে জুম অ্যাড-অন ব্যবহার করেন তার নথিপত্র দেখুন।

সর্বনিম্ন ফন্ট সাইজ পুনরায় ঠিক করুন

কিছু সাইট সর্বনিম্ন ফন্ট সাইজে সঠিকভাবে দেখায় না। সর্বনিম্ন ফন্ট সাইজ ঠিক করতে:

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন। .
  2. Content প্যানেল বাছাই করতে ক্লিক করুন।
  3. Fonts & Colors অংশে, ক্লিক করুন Advanced….
  4. Minimum font size কে None এ পরিবর্তন করুন।

পেজের স্টাইল পুনরায় ঠিক করুন

আপনি হয়তো পেজ স্টাইলকে অবচেতন মনে "No Style" এ ঠিক করে রেখেছেন। Firefox যে পেজের মৌলিক স্টাইলে ঠিক করা আছে সেটি নিশ্চিত করতে:

  • প্রেস করুন Alt প্রচলিত Firefox মেন্যু মেন্যু বারে অস্থায়ীভাবে নিয়ে আসতে Firefox উইন্ডোর ওপরে, ক্লিক করুন View মেন্যুতে, তারপর নির্বাচন করুন Page Style, এরপর ক্লিক করুন Basic Page Style

এখন যেহেতু পেজ তার মৌলিক স্টাইল ব্যবহার করছে, এটি সঠিকভাবে দেখাবে।

চেক করুন JavaScript সক্রিয় আছে এবং ব্লক করা নেই

কিছু সাইট ঠিকভাবে প্রদর্শিত হতে JavaScript এর প্রয়োজন হয়। Firefox এ JavaScript মৌলিকভাবে সক্রিয় থাকে, কিন্তু এর অবস্থা চেক করতে:

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন। .
  2. ক্লিক করুন Content প্যানেল নির্বাচন করতে।
  3. নিশ্চিত করুন যে Enable JavaScript চেক করা আছে।
  4. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে। .

আপনার আরও চেক করা উচিৎ যে আপনার কাছে এক্সটেনশন (যেমনঃ NoScript) অথবা Internet নিরাপত্তা প্রোগ্রাম (যেমনঃ firewall, antivirus, অথবা anti-spyware program) আছে কিনা যা JavaScript ব্লক করতে পারে।

চেক করুন যে JavaScript ব্লক করা নেই

আপনার আরও চেক করা উচিৎ যে আপনার কাছে এক্সটেনশন (যেমনঃ NoScript) অথবা Internet security program (যেমনঃ firewall, antivirus, অথবা anti-spyware program) আছে কিনা যা JavaScript ব্লক করতে পারে।

ক্রুটিপূর্ণ এক্সটেনশন অথবা হার্ডওয়্যার আক্সেলেরেশন নিষ্ক্রিয় করুন

কিছু এক্সটেনশন ওয়েবসাইট প্রদর্শিত হওয়ার উপায় অথবা আপনার গ্রাফিক্স কার্ড এর কাজে বাধা দিতে পারে এবং ড্রাইভার কিছু ওয়েব উপাদান সঠিকভাবে দেখায় না যখন হার্ডওয়্যার আক্সেলেরেশন চালু থাকে। অনুসরণ করুন এক্সটেনশন, থিম এবং হার্ডওয়্যার এক্সিলারেশন সম্পর্কিত সমস্যার সমাধান নিবন্ধের নির্দেশনা যাতে আপনি দেখতে পারেন এদের কোন একটি সমস্যা করছে কিনা।

ওয়েবসাইট রিপোর্ট করুন

মাঝে মাঝে আপনি এমন কিছু পাতা পেতে পারেন যেগুলো ফায়ারফক্সে কাজ করে না। যদি এমন হয় তবে নিম্নোক্ত পদ্ধতিতে মজিলাকে সমস্যাটি সম্পর্কে অবগত করুনঃ

  1. New Fx Menu মেনু বাটনে ক্লিক করে Help-29 এ ক্লিক করুন এবং Submit Feedback... নির্বাচন করুন। একটি নতুন ট্যাবে Submit Your Feedback নামক পাতাটি খুলবে।
  2. "Firefox makes me sad" এ ক্লিক করুন।
  3. যে বিস্তারিত পাতাটি আসবে, পাতায় ওয়েব সাইটের ঠিকানাসহ ওয়েব সাইটটি নিয়ে আপনার সমস্যা বর্ণনা করুন।
  4. Submit এ ক্লিক করুন।




Websites look wrong (mozillaZine KB) এর তথ্যের ভিত্তিতে তৈরি করা

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন