ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড সেভ করা যাচ্ছে না
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 121305
- নির্মিত:
- রচয়িতা: Modhurima Chowdhury Proma
- মন্তব্য: পরিবর্তন হয়েছে
- পর্যালোচনা অবস্থা: না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
Firefox এর Password Manager আছে যেটি আপনার ওয়েবসাইটে লগ ইন করা পাসওয়ার্ড সেভ করে রাখতে পারে।এই আর্টিকেল এ বর্ণনা করা হবে কেন আপনার পাসওয়ার্ড সেভ করা হয় না।
- ওয়েবসাইটের পাসওয়ার্ড সেভ করে রাখার জন্য Password Manager কিভাবে ব্যবহার করবেন তার সাধারণ নির্দেশিকা পাসওয়ার্ড ম্যানেজার - Firefox এর সংরক্ষিত পাসওয়ার্ডগুলো মনে রাখুন, মুছে ফেলুন বা পরিবর্তন করুন দেখুন।
- Master Password সুবিধা সংক্রান্ত তথ্যের জন্য, যেটি আপনার ব্যক্তিগত তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়, সংরক্ষিত করা লগইনস এবং পাসওয়ার্ড সুরক্ষিত রাখতে Master Password ব্যবহার করুন নিবন্ধটি দেখুন।
সূচীপত্র
Password Manager সেটিং
Firefox পাসওয়ার্ড মনে রাখবে স্বয়ংক্রিয়ভাবে।আপনি হয়তোবা এ ফিচারটি বন্ধ করে রেখেছেন, বা Firefox কে বলেছেন কোন বিশেষ সাইটের ক্ষেত্রে পাসওয়ার্ড মনে করে না রাখতে।
- মেনু বাটনে
ক্লিক করে নির্বাচন করুন। .
- প্যানেল নির্বাচিত করুন।
- যদি এটি ইতিমধ্যে মার্ক করা না থাকে, চেক করুন Remember passwords for sites।
- ওয়েবসাইটের জন্য Remember passwords এর ডানদিকে, ক্লিক করুন বাটন ।
- নিশ্চিত করুন যে আপনি যে সাইটে লগ ইন করতে যাচ্ছেন তা যাতে তালিকায় দেখা না যায়।
- যদি থাকে, এন্ট্রি সিলেক্ট করুন এবং ক্লিক করুন ।
- 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।
এখন আপনি Firefox কনফিগার করেছেন পাসওয়ার্ড মনে রাখার জন্য, আবার সাইটে লগ ইন করার চেষ্টা করুন।
Private Browsing
আপনি যদি ফায়ারফএক্সের এই সুবিধাটি Private Browsing ব্যবহার করেন তাহলে, কোনো পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্যক্তিগত ব্রাউজিং উইন্ডোর বা স্থায়ী ব্যক্তিগত ব্রাউজিং মোডে থাকবে না এবং কোন নতুন পাসওয়ার্ড সংরক্ষিত হবে না। খেয়াল করুন আপনি Private Browsing window তে নেই ।
- এটির উপর একটি বেগুনি মুখোশের চিহ্ন আছে কিনা। যদি থাকে, তবে ব্যক্তিগত ব্রাউজিং উইন্ডো বন্ধ করে দিন।
আপনি স্থায়ী Private Browsing এ থাকতে পারেন:
- মেনু বাটনে
ক্লিক করে নির্বাচন করুন।
- প্যানেল নির্বাচিত করুন।
- যদি Firefox will: সেট হয় Use custom settings for history, নিশ্চিত করুন Always use private browsing mode নির্বাচিত না।
- যদি হয়, uncheck করুন এবং Firefox restart করুন।
- 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।
পাসওয়ার্ড স্বয়ংক্রিয় ভাবে অপসারিত হয়
Firefox কে এমনভাবে সেট করা যায় যাতে বন্ধ অবস্থায় এটি সংরক্ষিত পাসওয়ার্ড মুছে দিতে পারে।এই সেটিং বদলাতে:
- মেনু বাটনে
ক্লিক করে নির্বাচন করুন।
- প্যানেল নির্বাচিত করুন।
- যদি Firefox will: সেট হয় Use custom settings for history and Clear history when Firefox closes নির্বাচিত হয়, ক্লিক করুন বাটন।
- নিশ্চিত করুন যে Saved Passwords নির্বাচিত না।
- 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।
বন্ধ করার সময় আপনার পাসওয়ার্ড অপসারিত না হয় সেভাবে Firefox সাজানো হয়েছে।
পাসওয়ার্ড ম্যানেজার সফটওয়্যার
আপনার পাসওয়ার্ড ম্যানেজার সফটওয়্যার থাকতে পারে ,Security সফটওয়্যার এর সুবিধা হিসেবে এটা অন্তর্ভূক্ত থাকতে পারে,যেটি Firefox কে পাসওয়ার্ড সংরক্ষণ করতে প্রতিরোধ করতে পারে। আপনার পাসওয়ার্ড ম্যানেজার সেটিংস চেক করুন। অধিক তথ্যের জন্য,দেখুন আমার লগইন কোথায় সংরক্ষণ করা হয়?।
Remember Password চিত্রটি দেখালো না
কিছু গ্রাফিক্স ড্রাইভারের সংস্করণে ডিসপ্লেতে সমস্যা থাকতে পারে। এটা আপনার ক্ষেত্রে দেখতেে, দিকগুলো অনুসরণ করুন এক্সটেনশন, থিম এবং হার্ডওয়্যার এক্সিলারেশন সম্পর্কিত সমস্যার সমাধান।
Websites পাসওয়ার্ড সংরক্ষণ করতে দেয় না
কিছু ওয়েবসাইট নিরাপত্তার জন্য পাসওয়ার্ড সংরক্ষণ করতে দেয় না। আপনি যদি উপরের দিকগুলো অনুসরণ করেন,কিন্তু তবুও কোন ওয়েবসাইটে লগ ইন করার সময় পাসওয়ার্ড সংরক্ষণ করতে না পারেন, তাহলে সাইটটি পাসওয়ার্ড সংরক্ষণ বন্ধ করে রেখেছে।
User name and password not remembered (mozillaZine KB) হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে।