পাসওয়ার্ড ম্যানেজার - Firefox এর সংরক্ষিত পাসওয়ার্ডগুলো মনে রাখুন, মুছে ফেলুন বা পরিবর্তন করুন

এই প্রবন্ধটি হয়তো তারিখের বাইরের।

যার ওপরে এটি ভিত্তি করে আছে সেই ইংরাজী প্রবন্ধে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। যতক্ষণ না এই পেজটি আপডেট হচ্ছে, ততক্ষণ আপনি হয়তো এটাকে সাহায্যকর পাবেন: Password Manager - Remember, delete and edit logins and passwords in Firefox

Firefox Firefox শেষ আপডেট: 05/29/2015 85% of users voted this helpful

ফায়ারফক্স এর পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করে রাখে। এরপর যখন আপনি বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করেন, তখন ফায়ারফক্স স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড পূরন করে। এই নিবন্ধটি আপনাকে শেখাবে কিভাবে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করে পাসওয়ার্ড মনে রাখতে, দেখতে , মুছে ফেলতে এবং সংরক্ষণ করতে হয়।

ফায়ারফক্সে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড মনে রাখতে

যখন আপনি একটি ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড ফায়ারফক্সে লিখবেন, তখন তা সেই ওয়েবসাইটের জন্যে সংরক্ষিত হয় না। এটি আপনাকে মনে রাখার জন্যে জিজ্ঞাসা করবে। যদি আপনি চান তাহলে ফায়ারফক্স মনে রাখবে।

Remember Password Prompt WinRemember Password Prompt MacRemember Password Prompt LinPassword 29 - WinPassword 29 - MacPassword 29 - Lin
পরামর্শ: পাসওয়ার্ড প্রম্পট টি লুকিয়ে রাখতে বাইরে ক্লিক করুন। এটি ফিরিয়ে আনতে, লোকেশন বারের বাম পাশে আইকনে ক্লিক করুন। ফায়ারফক্সে পাসওয়ার্ড সংরক্ষণ করতে অনুরোধ জানানো না হলে, ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড সেভ করা যাচ্ছে না নিবন্ধটি দেখুন।

মনে রাখুন পাসওয়ার্ড প্রম্পট:

  • ফায়ারফক্সে ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড মনে রাখতে, Remember Password বাটনে ক্লিক করুন। আপনি ওয়েবসাইট দেখার জন্য যখন পরে আবার ঢুকবেন, ফায়ারফক্স স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য আপনার ব্যবহারকারী নাম এবং পাসওয়ার্ড পূরন করে দিবে।
    • যদি আপনি ভুল ব্যবহারকারী নাম এবং পাসওয়ার্ড সংরক্ষণ করে থাকেন, তাহলে ওয়েবসাইটে শুধু সঠিক পাসওয়ার্ডটি টাইপ করুন। ফায়ারফক্স আপনাকে এটি সংরক্ষণ করতে অনুরোধ জানাবে। নতুন ব্যবহারকারী নাম এবং পাসওয়ার্ড সংরক্ষণ করতে, Update Password বাটনে ক্লিক করুন।
  • বর্তমান ওয়েবসাইটের জন্যে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড সংরক্ষন করতে না চাইলে, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করুন এবং Never Remember Password for This Site নির্বাচন করুন। ভবিষ্যতে যখন আপনি ওয়েবসাইটে লগইন করবেন আপনাকে তখন নাম এবং পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে না।
    • যদি পরে আপনি আপনার মন পরিবর্তন করেন। আপনি যদি চান এই সাইটের জন্যে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড সংরক্ষিত হবে কিনা তা ফায়ারফক্স আপনাকে জিজ্ঞাসা করুক, তাহলে সিকিউরিটি ও পাসওয়ার্ড সেটিং এর সাইটের তালিকা থেকে এটি মুছে ফেলতে হবে।যদি পরে আপনি আপনার মন পরিবর্তন করেন। আপনি যদি চান এই সাইটের জন্যে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড সংরক্ষিত হবে কিনা তা ফায়ারফক্স আপনাকে জিজ্ঞাসা করুক, তাহলে Preferences window - Security panel এর সাইটের তালিকা থেকে এটি মুছে ফেলতে হবে।
  • শুধমাত্র এইবার আপনার নাম ও পাসওয়ার্ড সংরক্ষণ এর কাজটি এড়িয়ে যেতে, ড্রপ ডাউন মেনু ক্লিক করুন এবং Not Now নির্বাচন করুন। পরবর্তী বার ওয়েবসাইট দেখার সময় আপনাকে ব্যবহারকারী নাম ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে অনুরোধ জানানো হবে।
দ্রষ্টব্যঃ কিছু ওয়েবসাইটে সাইটের একটি চেক বক্সে ক্লিক করে আপনি লগ ইন থাকতে পারবেন। এটি একটি ওয়েবসাইটগুলোর একটি বৈশিষ্ট এবং আপনি ফায়ারফক্সে পাসওয়ার্ড সংরক্ষণ করলে বা না করলেও এটি কাজ করবে।।

পাসওয়ার্ড দেখা বা মুছে ফেলা

ফায়ারফক্স যেসকল ব্যবহারকারী নাম বা পাসওয়ার্ড আপনার জন্যে সংরক্ষণ করে তা আপনি সহজেই ব্যবস্থাপনা করতে পারবেন।

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. Security প্যানেলে ক্লিক করুন।
  3. Saved Passwords... বাটনে ক্লিক করুন এবং Password Manager খুলবে।
Saved Passwords WinSaved Passwords MacSaved Passwords Linsaved passwords 38
  • আপনার সংরক্ষিত পাসওয়ার্ডগুলো দেখতে, Show Passwords বাটনে ক্লিক করুন। যখন আপনি উইন্ডো টি বন্ধ করবেন, তখন আপনার পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে আড়াল হয়ে যাবে।
  • একটি নির্দিষ্ট ওয়েবসাইটে অথবা ব্যবহারকারীর নাম পেতে সার্চ বক্স ব্যবহার করুন। আপনার অনুসন্ধান পরিষ্কার করে আবার পুরো তালিকা পেতে সার্চ বারে পেতে X এ ক্লিক করুন।
  • আপনার কোন ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড মুছে ফেলার জন্য, তালিকা থেকে সেটি নির্বাচন করুন এবং Remove বাটনে ক্লিক করুন।
  • সমস্ত সংরক্ষিত ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড মুছে ফেলার জন্য, Remove All বাটনে ক্লিক করুন। আপনার পছন্দ নিশ্চিত করার পর, আপনার সংরক্ষিত ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড সব মুছে ফেলা হবে।

আপনার পাসওয়ার্ড সুরক্ষিত রাখা

আপনি সবকিছুর জন্য যদি একই সহজ পাসওয়ার্ড ব্যবহার করেন, তবে আপনি সহজেই identity theft এর শিকার হতে পারেন। এই আপনার পরিচয় নিরাপদ রাখতে সাবধানী পাসওয়ার্ড তৈরি করুন নিবন্ধটি আপনাকে সুরক্ষিত পাসওয়ার্ড তৈরি এবং Password Manager ব্যবহার করার জন্য একটি সহজ পদ্ধতি দেখাবে। উপরের বর্ণনা অনুযায়ী,আপনাকে তাদের সব মনে রাখতেও সাহায্য করবে।

যদিও Password Manager আপনার হার্ড ড্রাইভে encrypted ভাবে আপনার নাম ও পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখে, তবুও কেউ আপনার কম্পিউটারে প্রবেশের সাথে সেগুলো দেখতে বা ব্যবহার করতে পারবে। সংরক্ষিত করা লগইনস এবং পাসওয়ার্ড সুরক্ষিত রাখতে Master Password ব্যবহার করুন নিবন্ধটি কিভাবে আপনি আপনার কম্পিউটার হারিয়ে যাওয়া অথবা চুরি হওয়ার ফলে আপনার তথ্যগুলো সুরক্ষিত রাখবেন তা আপনাকে দেখাবে।

নাম ও পাসওয়ার্ড দিয়ে সমস্যা হচ্ছে?

এই নিবন্ধটি আপনাকে সাহায্য করবে যদি আপনি ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড নিয়ে কোন সমস্যায় পরেন:

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন