"This Connection is Untrusted" বার্তা আসছে - কী করতে পারি

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 62503
  • নির্মিত:
  • রচয়িতা: Ashickur Rahman
  • মন্তব্য: partial complete
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

এই নিবন্ধ বর্ণনা করে কেন This Connection Is Untrusted বার্তা দেখাতে পারে যখন কোন নিরাপদ (https) ওয়েব সাইট ফায়ারফক্স দিয়ে ব্রাউজ করা হয়।

সার্টিফিকেট ও সনাক্তকরণ

আপনি যখন কোন ওয়েব সাইট ব্রাউজ করেন যায় এড্রেস https দিয়ে শুরু, আপনার গোপনীয়তা নিশ্চিৎ করতে সাইটের সাথে আপনার যোগাযোগ এনক্রিপ্ট করা হয়। কোন এনক্রিপটেড যোগাযোগ শুরু করার পূর্বে, ওয়েব সাইট নিজের পরিচয় দেওয়া জন্য ফায়ারফক্সে একটি "সার্টিফিকেট" দিবে।

সার্টিফিকেটটি ফায়ারফক্সকে জানাতে সাহায্য করে যে আপনি যে সাইট ব্রাউজ করতে চাচ্ছেন তা আসলেই সেই সাইট কিনা। যদি সার্টিফিকেট এ কোন সমস্যা থাকে, তাহলে আপনি This Connection Is Untrusted সতর্ক পেজ পাবেন।

Connection Untrusted

এই বার্তাটির অর্থ এই নয় যে আপনি যে ওয়েব সাইটটি ব্রাউজ করতে চেষ্টা করছেন তা আপনাকে ধোঁকা দিয়ে অন্য কোন সাইট প্রকাশ করছে - এটার অর্থ ফায়ারফক্স এই সাইটের পরিচয় সনাক্ত করতে পারছে না, আপনাকে সতর্কতার সাথে ব্রাউজ করতে হবে।

ফায়ারফক্সের একটি সার্টিফিকেট বাতিল করার পিছনে অনেক সমস্যা থাকতে পারে। তার মধ্যে কিছু নিচের প্রযুক্তিগত তথ্য অংশে বর্ণনা করা হল।

এখান থেকে বের হয়ে আসুন!

সবচেয়ে নিরাপদ কাজ হল Get me out of here! বাটনে ক্লিক করা, অথবা ভিন্ন ওয়েব সাইটে যাওয়া। যতক্ষণ না আপনি জানেন এবং বুঝেন কোন প্রযুক্তিগত কারনে ওয়েব সাইটটি ভুল তথ্য দিছে, এবং আপনি ঝুঁকি জানা সত্বেও এমন সংযোগ দিয়ে যোগাযোগ করতে চাচ্ছেন, নাহলে আপনার সামনে যাওয়া উচিৎ হবে না।

যদি সম্ভব হয়, ওয়েব সাইটের মালিকের সাথে যোগাযোগ করুন এবং ত্রুটি সম্পর্কে তাদের জানান।

প্রযুক্তিগত তথ্য

ওয়েব সাইটের সনাক্তকারী তথ্য কেন ভুল তা জানতে Technical Details এ ক্লিক করুন। কিছু প্রচলিত ভুল নিচে বর্ণনা করা হল।

Certificate will not be valid until (date)

(site name) uses an invalid security certificate. The certificate will not be valid until (date). (Error code: sec_error_expired_issuer_certificate)

This error can occur if your computer clock has the wrong date, in which case the date given in the error message will be in the past. To fix the problem, set your system clock to today's date and time (double-click the clock icon on the Windows Taskbar).

The certificate expired on (date)

(site name) uses an invalid security certificate. The certificate expired on (date). (Error code: sec_error_expired_certificate)

This error occurs when a website's identity certification has expired.

This error can also occur if your computer clock has the wrong date. To fix the problem, set your system clock to today's date and time (double-click the clock icon on the Windows Taskbar).

Certificate is only valid for (site name)

(site name) uses an invalid security certificate. The certificate is only valid for (site name). (Error code: ssl_error_bad_cert_domain)

This error is telling you that the identification sent to you by the site is actually for another site. While anything you send would be safe from eavesdroppers, the recipient may not be who you think it is.

A common situation is when the certificate is actually for a different part of the same site. For example, you may have visited https://example.com, but the certificate is for https://www.example.com. In this case, if you access https://www.example.com directly, you should not receive the warning.

The certificate is not trusted because the issuer certificate is unknown

(site name) uses an invalid security certificate. The certificate is not trusted because the issuer certificate is unknown. (Error code: sec_error_unknown_issuer)

The file cert8.db in your profile folder may have become corrupted. Delete this file while Firefox is closed.

  1. আপনার প্রোফাইল ফোল্ডার খুলুন:

    Fx57menuমেনু বাটনে ক্লিক করে Help হেল্প-এ ক্লিক করুন এবং Troubleshooting Information নির্বাচন করুন। মেনু Help হতে, Troubleshooting Information নির্বাচন করুন। ট্রাবলশুটিং ইনফরমেশন ট্যাব খুলবে।

    • Application Basics এর নিচে Open FolderShow in FinderOpen Directory এ ক্লিক করুন। আপনার প্রোফাইলসহ একটি উইন্ডো খুলবে।আপনার প্রোফাইল ফোল্ডারটি খুলবে।
    দ্রষ্টব্যঃ আপনি যদি Firefox চালু বা ব্যবহার করতে না পারেন তবে Finding your profile without opening Firefox দেখুন।

  2. মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

  3. Click on the file named cert8.db.
  4. Press command+Delete.
  5. Restart Firefox.
    cert8.db will be recreated when you restart Firefox. This is normal.

The certificate is not trusted because no issuer chain was provided

(site name) uses an invalid security certificate. The certificate is not trusted because no issuer chain was provided. (Error code: sec_error_unknown_issuer)

You may have enabled SSL scanning in your security software such as ESET or BitDefender. Try to disable this option.

The certificate is not trusted because it is self-signed

(site name) uses an invalid security certificate. The certificate is not trusted because it is self-signed. (Error code: sec_error_untrusted_issuer)

Self-signed certificates make your data safe from eavesdroppers, but say nothing about who the recipient of the data is. This is common for intranet websites that aren't available publicly.

Bypassing the warning

You should only bypass the warning if you're confident in both the identity of the website and the integrity of your connection - even if you trust the site, someone could be tampering with your connection. Legitimate public sites will not ask you to add connection rule exceptions - an invalid certificate can be an indication of a web page that will defraud you or steal your identity.

  1. On the warning page, click I Understand the Risks.
  2. Click Add Exception.... The Add Security Exception dialog will appear.
  3. Read the text describing the problems with this site.
  4. Click Confirm Security Exception if you want to trust the site.