Firefox কে ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করা কাজ করছে না - এখন কী করনীয়

এই নিবন্ধটি বর্ণনা করে থাকে Firefox কে পূর্বনির্ধারিত ব্রাউজার হিসেবে সেট করার বিকল্প উপায় যখন setting it from the Firefox optionspreferences window সুবিধাটি কাজ করে না।

এই সমস্যার লক্ষণ:

  • Firefox রিপোর্ট করে যে এটি আপনার পূর্বনির্ধারিত ব্রাউজার নয় যখন আপনি optionspreferences দিয়ে Firefox পরীক্ষা করেন।
  • প্রতিবার শুরুর সময় Firefox পূর্বনির্ধারিত ব্রাউজার হিসেবে সেট করার জন্য অনুরোধ করে।
  • অন্য কোন প্রোগ্রামের লিংকে ক্লিক করার পরও Firefox চালু হয়না।


Firefox ব্যবহার করা

Firefox কে আপনার পূর্বনির্ধারিত ব্রাউজার হিসেবে সেট করার প্রক্রিয়াটি Firefox কে আপনার পূর্বনির্ধারিত ব্রাউজার বানান নিবন্ধে দেওয়া রয়েছে। প্রায় সকল বহিরাগত প্রোগ্রামগুলোর লিংকে ক্লিক করলে তা Firefox এর মাধ্যমে চালু করবে।

নিচের নির্দেশগুলো অনুসরণ করুন যদি Firefox কে আপনার পূর্বনির্ধারিত ব্রাউজার বানান নিবন্ধটি দেখেও আপনি পূর্বনির্ধারিত ব্রাউজার সেট করতে না পারেন।

অপারেটিং সিস্টেম ব্যবহার করে

Windows 7 এবং Vista

  1. Start Menu খুলতে Windows Logo তে ক্লিক করুন, তারপর Control Panel নির্বাচন করুন। এবার কন্ট্রোল প্যানেল চালু হবে।
  2. Programs লেখা লিংকটিতে ক্লিক করুন। প্রোগ্রাম প্যানেল চালু হবে।

    113f7b1b820e1b71faeb5aa77e042443-1259804950-833-1.png
  3. Set your default programs এ ক্লিক করুন। এই প্যানেল চালু হবে।

    113f7b1b820e1b71faeb5aa77e042443-1259801252-815-1.png
  4. প্রোগ্রাম লিস্টে বাম দিকের উইন্ডো থেকে নির্বাচন করুন, Firefox চাপুন ।
  5. ডানদিকের উইন্ডো থেকে, Set this program as defaultচাপুন।

    113f7b1b820e1b71faeb5aa77e042443-1259530556-775-4.png

Windows XP

  1. Start Button এ ক্লিক করুন, তারপর কন্ট্রোল প্যানেলের আইকনে ক্লিক করুন কন্ট্রোল প্যানেল চালু করার জন্য।
  2. Add or Remove Programs আইকন ক্লিক করুন প্রোগ্রাম যুক্ত করতে অথবা বাদ দিতে।
  3. উইন্ডোর বামদিকে, Set Program Access and Defaults আইকনে ক্লিক করুন।
  4. Custom রেডিও বাটনে ক্লিক করুন বিস্তারিত দেখার জন্য।
  5. Choose a default Web browser এর নিচে Mozilla Firefox এর পরবর্তী রেডিও বাটনে ক্লিক করুন।

    113f7b1b820e1b71faeb5aa77e042443-1259802070-748-1.png
  6. উইন্ডর নিচের OK ক্লিক করুন।

Ubuntu Linux

  1. System মেনুতে, Preferences খুলুন,তারপরPreferred Applications
  2. Internet ট্যাবের নিচে Web Browser, নির্বাচন করুন Firefox ড্রপ ডাউন থেকে।
  3. Close চাপুন।

Mandriva Linux + KDE 4

  1. KDE Systemsettings থেকে, Advanced ট্যাবে যান, তারপর File associations আইকনে যান।
  2. html ট্যাবে ক্লিক করুন text এর নিচে, মেনু থেকে Firefox নির্বাচন করুন, সেটিকে ধরে লিস্টের উপরে আনুন।
  3. Apply চাপুন।

Fedora Linux + KDE 4

  1. Applications মেনুতে, System Setting ট্যাব খুলুন, তারপর Default Applications আইকনে যান।
  2. Web Browser ক্লিক করুন এবং উপরের লিস্টের লাইনে টাইপ করুন firefox Default Component মেনুতে।
  3. Apply চাপুন।
  1. Dock থেকে , Safari চালু করুন।
  2. মেনু বার থেকে, Safari মানু ক্লিক করুন এবং Preferences... চাপুন ।
  3. General আইকন ক্লিক করুন, General প্রিফারেন্স প্যানেল প্রদর্শনের জন্য।
  4. Default Web Browser: থেকে ড্রপ ডাউন লিস্টে, নির্বাচন করুন Firefox

    113f7b1b820e1b71faeb5aa77e042443-1259803440-200-1.jpg
  5. Safari বন্ধ করুন।

ঝামেলাপূর্ণ প্রোগ্রাম

কিছু প্রোগ্রাম ডিফল্ট ব্রাউজারের বদলে স্বয়ংক্রিয়ভাবে Internet Explorer চালু করার জন্য কোড করা হয়ে থাকে। এরকম কিছু প্রোগ্রামের তালিকা নিচে দেওয়া হল। সম্ভাব্য সমাধান সহ:

  • MSN Messenger
  • AIM 5.9 - AIM সর্বশেষ সংস্করনে আপডেট করুন।


এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন