ফাইল, এডিট এবং ভিউ মেনু এর কি হল?
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 60662
- নির্মিত:
- রচয়িতা: Sunnat
- মন্তব্য: শেষ
- পর্যালোচনা অবস্থা: না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
যদি ফাইল, এডিট আর ভিউ মেনু না থাকে, এর মানে মেনুবারটি লুকায়িত রয়েছে, ফাইয়ারফক্স পূর্ণ পর্দায় রয়েছে অথবা আপনার টুলবারের তথ্য নষ্ট হয়ে গেছে। এগুলো কিভাবে ঠিক করতে হবে, তা আমরা দেখাব।
If the File, Edit and View menus are missing, it is usually because Firefox is in full screen mode or not the selected application. We'll show you how to fix these.
সূচীপত্র
পুনরায় মেনুবার দেখুন
উইন্ডোজ এর উপরের দিকে বামে ফাইল, এডিট এবং ভিউ মেনুর জায়গায় যদি আপনার
বাটন থাকে, এর মানে মেনুবার লুকায়িত আছে। বাটনটি মেনুর প্রায় সব সাধারণ সুবিধাগুলো এক সাথে রেখে দেয়। আর যদি পুরোতন বৈশিষ্ট্য ফিরে আনতে চান, তাও পারবেন।- ট্যাব স্ট্রিবের খালি জায়গায় রাইট-ক্লিক করে পপআপ মেনুতে
- মেনু বাটনে ক্লিক করুন "new fx menu" ছবি বিদ্যমান নয়। এবং নির্বাচন করুন।
- পর্দার নিচে ড্রপডাউন মেনু
- সবুজ বাটনে ক্লিক করুন
পূর্ণ পর্দা বন্ধ করতে
কিভাবে পূর্ণ পর্দা বন্ধ করবেন এবং মেনুবার দেখবেন তা দেখানো হল।
- আপনার পর্দার উপরে পয়েন্টারটি নিন এবং পূর্ণ পর্দার আইকন্টি
ক্লিক করুন, এতে ফায়ারফক্স মেনুটি সাধারণ সাইজে ফিরে আসবে এবং মেনুবার দেখাবেন।
- আপনার পর্দার উপরে পয়েন্টারটি নিন।
- ট্যাব স্ট্রিবের খালি জায়গায় রাইট-ক্লিক করুন।
- এ ক্লিক করুন।
- টুল্বারটি পুনরায় আনতে আপনার পর্দার উপরে পয়েন্টারটি নিন।
- টুনবারের ডানে মেনু বাটনটি "new FX menu" ছবি বিদ্যমান নয়। চাপুন এবং
- মেনু বাটনে "new FX menu" ছবি বিদ্যমান নয়। on the right side of the toolbar and select
ফায়ারফক্স নির্বাচিত অ্যাপ্লিকেশন না
আপনার ম্যাক সবসময় নির্বাচিত প্রোগ্রামটির মেনুবার দেখায়। পর্দার উপরের বামে অ্যাপেল মেনুর পাশে নামটি দেখুন। যদি এটি "ফাইয়ারফক্স" না বলে, তাহলে এটি আবার নির্বাচন করতে ফাইয়ারফক্স পর্দার যেকোন জায়গায় চাপুন।
নষ্ট টুলবার এবং এর নিয়ন্ত্রণ
যদি আপনার তথ্য সংরক্ষণ করার ফাইল নষ্ট হয়, তাহলে নষ্ট টুলবার এবং এর নিয়ন্ত্রণ করতে ফাইয়ারফক্স এর reset feature ব্যবহার করুন।
- যদি আপনি Firefox এ এই পেজ দেখেন তাহলে সরাসরি Firefox রিফ্রেশ করুন বাটনে ক্লিক করুন।
যদি আপনি অন্য ব্রাউজারে থাকেন অথবা মোবাইল ডিভাইসে থাকেন তাহলে এটা কাজ করবে না।- আপনি Firefox এর about:support Troubleshooting Information পাতার উপরের ডান কোণে Refresh টি বাটন পাবেন।
- চালিয়ে যেতে, কনফার্মেশন উইন্ডোর বাটনে ক্লিক করুন।
- Firefox বন্ধ হয়ে যাবে এবং রিফ্রেশ হবে। শেষ হওয়ার পর, একটি উইন্ডোতে নিয়ে আসা তথ্যগুলোর তালিকা দেখা যাবে। বাটনে ক্লিক করুন। Firefox চালু হবে।