যদি File, Edit এবং View মেনু না থাকে, এর মানে Menu Bar টি লুকায়িত রয়েছে, Firefox পূর্ণ পর্দায় রয়েছে অথবা আপনার টুলবারের তথ্য নষ্ট হয়ে গেছে। এগুলো কিভাবে ঠিক করতে হবে, তা আমরা দেখাব।
যদি File, Edit এবং View মেনু না থাকে, এর মানে মেনুবারটি লুকায়িত রয়েছে, ফায়ারফক্স পূর্ণ পর্দায় রয়েছে অথবা এটি এখন নির্বাচিত এপ্লিকেশন নয়। এগুলো কিভাবে ঠিক করতে হবে, তা আমরা দেখাব।
সূচীপত্র
পুনরায় মেনুবার দেখুন
উইন্ডোজ এর উপরের দিকে বামে File, Edit এবং View মেনুর জায়গায় যদি আপনার
বাটন থাকে, এর মানে Menu Bar লুকায়িত আছে। বাটনটি মেনুর প্রায় সব সাধারণ সুবিধাগুলো এক সাথে রেখে দেয়। আর যদি পুরাতন বৈশিষ্ট্য ফিরে আনতে চান, তাও পারবেন।- Tab Strip এর খালি জায়গায় রাইট-ক্লিক করে পপআপ মেনুতে
- মেনু বাটনে ক্লিক করুন "new fx menu" ছবি বিদ্যমান নয়। এবং নির্বাচন করুন।
- পর্দার নিচে ড্রপডাউন মেনু
- সবুজ রঙের বাটনে ক্লিক করুন।
পূর্ণ পর্দা বন্ধ করতে
কিভাবে পূর্ণ পর্দা বন্ধ করবেন এবং মেনুবার দেখবেন তা দেখানো হল।
- আপনার পর্দার উপরে পয়েন্টারটি নিন এবং পূর্ণ পর্দার আইকনটি ক্লিক করুন, এতে Firefox মেনুটি সাধারণ সাইজে ফিরে আসবে এবং মেনুবার দেখাবেন।
- আপনার পর্দার উপরে পয়েন্টারটি নিন।
- Tab Strip এর খালি জায়গায় রাইট-ক্লিক করুন।
- এ ক্লিক করুন।
- টুলবারটি পুনরায় আনতে আপনার পর্দার উপরে পয়েন্টারটি নিন।
- টুনবারের ডানে মেনু বাটনটি "new FX menu" ছবি বিদ্যমান নয়। চাপুন এবং
- মেনু বাটনে "new FX menu" ছবি বিদ্যমান নয়। on the right side of the toolbar and select
Firefox নির্বাচিত অ্যাপ্লিকেশন না
আপনার Mac সবসময় নির্বাচিত প্রোগ্রামটির মেনুবার দেখায়। পর্দার উপরের বামে Apple মেনুর পাশে নামটি দেখুন। যদি এটি "Firefox " না বলে, তাহলে এটি আবার নির্বাচন করতে Firefox পর্দার যেকোন জায়গায় চাপুন।
নষ্ট টুলবার এবং এর নিয়ন্ত্রণ ত্রুটিমুক্ত করন
যদি আপনার তথ্য সংরক্ষণ করার ফাইল নষ্ট হয়ে থাকে, তাহলে reset feature ফিচারটি ব্যাবহার করে পূর্বনির্ধারিত টুলবার সেটিংস এবং নিয়ন্ত্রণ পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে পারেন।
- যদি আপনি Firefox এ এই পেজ দেখেন তাহলে সরাসরি Firefox রিফ্রেশ করুন বাটনে ক্লিক করুন।
যদি আপনি অন্য ব্রাউজারে থাকেন অথবা মোবাইল ডিভাইসে থাকেন তাহলে এটা কাজ করবে না।- আপনি Firefox এর about:support Troubleshooting Information পাতার উপরের ডান কোণে Refresh টি বাটন পাবেন।
- চালিয়ে যেতে, কনফার্মেশন উইন্ডোর বাটনে ক্লিক করুন।
- Firefox বন্ধ হয়ে যাবে এবং রিফ্রেশ হবে। শেষ হওয়ার পর, একটি উইন্ডোতে নিয়ে আসা তথ্যগুলোর তালিকা দেখা যাবে। বাটনে ক্লিক করুন। Firefox চালু হবে।