অনুসন্ধান বার - সহজেই আপনার পছন্দের অনুসন্ধান ইঞ্জিন নির্বাচন করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 59437
  • নির্মিত:
  • রচয়িতা: Raiyad Raad
  • মন্তব্য: অনুবাদ করা হয়েছে। রিভিউ প্রয়োজন।
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

সার্চ বারটি এড্রেস বারের ডান দিকে পাওয়া যাবে। এটি আপনাকে জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলোর ওয়েবপেইজ ভিসিট না করেই ব্যবহার করতে সাহায্য করে।

Search Bar - Win1Search Bar - Mac1Search Bar - Lin1Search1 29 - WinSearch1 29 - MacSearch1 29 - Lin
  • অনুসন্ধান করতে, সার্চ বারে যেকোন কিছু লিখুন Enter ক্লিক করুন Return এবং ফায়ারফক্স আপনাকে অনুসন্ধান ফলাফল পেইজে নিয়ে যাবে।

সার্চ ইঞ্জিন পরিবর্তন করা

সার্চ বারে প্রদর্শন করা আইকনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন সার্চ ইজিন ব্যবহার করা হচ্ছে। স্বয়ংক্রীয়ভাবে এটি গুগল থাকে, কিন্তু আপনি এটি পরিবর্তন করতে পারবেন।

  • সার্চ ইঞ্জিন পরিবর্তন করতে, বর্তমান অনুসন্ধান আইকনের নিচের বাটনে ক্লিক করুন।
    Search Bar - Win3 Fx8Search Bar - Lin3Search2 29 - WinSearch2 29 - MacSearch2 29 - Lin

স্বয়ংক্রীয়ভাবে, ফায়ারফক্স নিম্নোক্ত সার্চ ইঞ্জিনগুলো যোগ করে দেয়, প্রত্যেকটি ভিন্ন ভিন্ন অনুসন্ধানের কাজে ব্যবহার করা হয়।

  • Google গুগলের মাধ্যমে অনুসন্ধান করার জন্য।
    Note: গুগলের স্বয়ংক্রীয় সার্চ হলো encrypted to prevent eavesdropping.
  • Yahoo ইয়াহুর মাধ্যমে অনুসন্ধান করার জন্য।
  • Bing বিং এর মাধ্যমে অনুসন্ধান করার জন্য।
  • Amazon.com আমাজন ডট কমের মাধ্যমে অনুসন্ধান করার জন্য।
  • eBay ই-বে এর আইটেমগুলো অনুসন্ধান করার জন্য।
  • Twitter টুইটারে ইউজার অনুসন্ধান করার জন্য।
  • Wikipedia (en) উইকিপিডিয়া অনলাইন বিশ্বকোষ অনুসন্ধান করার জন্য।
Note: আপনি পরিবর্তন না করা পর্যন্ত নির্বাচিত সার্চ ইঞ্জিনটি ব্যবহার হবে।

একটি ওয়েবসাইট থেকে সার্চ ইঞ্জিন যোগ করুন

কিছু ওয়েবসাইট ফায়ারফক্সে যোগ করার জন্য সার্চ ইঞ্জিন প্রদান করে থাকে। এই সার্চ ইঞ্জিনগুলো ওয়েবসাইটের সাথে সম্পর্কযুক্ত।

  1. উদাহরনস্বরুপ, আপনি যখন YouTube ওয়েবসাইট ভিসিট করেন, তখন ওয়েবসাইটটি একটি সার্চ ইঞ্জিন ফায়ারফক্সে যোগ করার জন্য প্রদান করে।
  2. এই সাইট সম্পর্কীয় ইঞ্জিন যোগ করতে, সার্চ ইঞ্জিন লিস্ট খুলুন এবং নির্বাচন করুন Add "YouTube Video Search"। তখন এটি এক্টিভ লিস্টে যোগ হবে এবং প্রদর্শন করবে।
    Search Bar - Win6 Fx8Search Bar - Lin6Search3 29 - WinSearch3 29 - MacSearch3 29 - Lin
Note: Mycroft Project আপনাকে শতাধিক সার্চ ইঞ্জিন পাবার সুবিধা দিয়ে থাকে। উদাহরনস্বরুপ, this page যেকোন ভাষা-সম্পর্কীয় সার্চ ইঞ্জিন যোগ করার সুবিধা দিয়ে থাকে (like google.ca, google.ch or google.fr).

সার্চ ইঞ্জিন ম্যানেজারের সাহায্যে সার্চ ইঞ্জিন যোগ করুন

সার্চ ইঞ্জিন ম্যানেজারে, ফায়ারফক্সের জন্য উন্মুক্ত হওয়া সার্চ ইঞ্জিনগুলো ব্যবহার করতে পারেন।

  1. সার্চ ইঞ্জিন ম্যানেজার খুলতে, সার্চ আইকনে ক্লিক করুন এবং নির্বাচন করুন Manage Search Engines...
  2. একটি সার্চ ইঞ্জিন যোগ করতে, Get more search engines... ক্লিক করুন। Mozilla Add-ons Search Tools page প্রদর্শিত হবে।
  3. প্রদর্শিত সার্চ ইঞ্জিগুলোর মাঝে একটি যোগ করতে, Add to Firefox বাটোনে ক্লিক করুন। সার্চ ইঞ্জিন যোগ করুন ডায়ালগ প্রদর্শিত হবে।
  4. সার্চ ইঞ্জিন যোগ করার সাথে সাথেই তা ব্যবহার করার জন্য, Start using it right away ক্লিক করুন।
  5. নির্বাচিত সার্চ ইঞ্জিনটি যোগ করতে, Add ক্লিক করুন।
  6. সার্চ ইঞ্জিনটি এখন সার্চ বারে প্রদর্শিত হবে।

একটি সার্চ ইঞ্জিন মুছুন

  1. সার্চ ইঞ্জিন আইকনে ক্লিক করুন এবন Manage Search Engines... নির্বাচন করুন, সার্চ ইঞ্জিন ম্যানেজার খুলতে।
  2. সার্চ ইঞ্জিন মুছতে, লিস্ট থেকে নির্বাচন করুন, এবং Remove ক্লিক করুন।

আপনি যদি দুর্ঘটানাবশত একটি সার্চ ইজিন মুছে ফেলেন তবে, Restore Defaults ক্লিক করুন আগের সার্চ ইঞ্জিন ফিরিয়ে আনতে।

  • আপনি যদি দুর্ঘটানাবশত আপনার ইন্সটল করা একটি সার্চ ইজিন মুছে ফেলেন তবে, তা পুনরায় ইন্সটল করতে হবে।

সার্চ ইঞ্জিনগুলো ক্রমবিন্যাশ করুন

  1. সার্চ আইকনে ক্লিক করুন এবং Manage Search Engines... নির্বাচন করুন, সার্চ ইঞ্জিন ম্যানেজার খুলতে।
  2. সার্চ ইঞ্জিন ম্যানেজারে যে ইঞ্জিনগুলো বিন্যাশ করতে চান তা উপর-নিচ করুন। ক্লিক করুন Move Up উপরে যেতে। নিচে নামাতে ক্লিক করুন Move Down

টিপস ও ট্রিকস