অনুসন্ধান বার - সহজেই আপনার পছন্দের অনুসন্ধান ইঞ্জিন নির্বাচন করুন

এই প্রবন্ধটি হয়তো তারিখের বাইরের।

যার ওপরে এটি ভিত্তি করে আছে সেই ইংরাজী প্রবন্ধে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। যতক্ষণ না এই পেজটি আপডেট হচ্ছে, ততক্ষণ আপনি হয়তো এটাকে সাহায্যকর পাবেন: Search with the Firefox address bar

Firefox Firefox শেষ আপডেট: 11/07/2015 84% of users voted this helpful

Firefox এর সাথে আসা সার্চ ইঞ্জিন ব্যবহার করে সুবিধামত পছদের সার্চ ইঞ্জিন এ প্রবেশ করুন। সার্চ বার সহজেই পরিবর্তন করা যায়, তাই কিছু ক্লিক করার মধ্যমেই আপনি নতুন সার্চ ইঞ্জিন যুক্ত, অপসারন এবং পুনর্বিন্যাস করতে পারেন।

Firefox এর বিল্ড-ইন সার্চ ইঞ্জিন ব্যবহার করে সুবিধামত পছদের সার্চ ইঞ্জিন এ প্রবেশ করুন।

"উল্লেখ্য:যদি আপনি Firefox এর লোকালাইজড ভার্সন ব্যাবহার করেন, সার্চ বারটি এবং OptionsPreferences নীচে বর্ণিত আপনার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। এই পরিবর্তনগুলো পাওয়া যাবে Firefox এর ভবিষ্যত সংস্করণে।"

সার্চ বারের ব্যবহার

ব্রাউজারের উপরে সার্চ বারের মধ্যেঅথবা নতুন ট্যাব পৃষ্ঠাতে আপনি যা সার্চ কর্তে চান তা লিখুন। Firefox আপনাকে সার্চ ইঞ্জিনের নির্বাচিত অনুসন্ধান ফলাফলের পৃষ্ঠাতে নিয়ে যাবে।

Search Bar - Win1Search Bar - Mac1Search Bar - Lin1Search1 29 - WinSearch1 29 - MacSearch1 29 - Linsearch bar 31

সার্চ ইঞ্জিন পরিবর্তন করা

অনুসন্ধান বারের পাশে প্রদর্শন করা আইকনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন সার্চ ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। আপনি যেকোন সময় সার্চ ইঞ্জিন যেকোনো সময় পরিবর্তন করতে পারবেন।

  • Tool বার থেকে: আইকনের পাশের তীর চিহ্নতে ক্লিক করুন এবং তালিকা থেকে আপনার পছন্দের সার্চ ইঞ্জিন নির্বাচন করুন:
Search Bar - Win3 Fx8Search Bar - Lin3Search2 29 - WinSearch2 29 - MacSearch2 29 - Linswitch search 33
  • নতুন পেজ থেকে: সার্চ ইঞ্জিন লোগোতে ক্লিক করুন এবং তালিকা থেকে আপনার কাঙ্খিত সার্চ ইঞ্জিন নির্বাচন করুন:
change search tab 31search new page 33
উল্লেখ্য: আপনার অনুসন্ধান বারের যে কোন পরিবর্তন অন্য অনুসন্ধান বারের জন্য ও প্রযোজ্য হবে।

Firefox এর সাথে এই সকল সার্চ ইঞ্জিন পূর্বনির্ধারিতভাবে আসে:

  • Yahoo Yahoo মাধ্যমে অনুসন্ধান করার জন্য
  • Google Google এর মাধ্যমে অনুসন্ধান করার জন্য।
    দ্রষ্টব্য:হ্যাকিং প্রতিরোধে ডিফল্ট Google সার্চ এনক্রিপ্ট করা থাকে।
  • Bing Microsoft Bing এর মাধ্যমে অনুসন্ধান করার জন্য।
  • Amazon.com Amazon.com ওয়েবসাইটে খুচরা পণ্যের অনুসন্ধান করার জন্য।
  • DuckDuckGo এইটি সেসব ব্যবহারকারীদের যারা সার্চ করার সময় ট্র্যাক হতে চান না।
  • eBay eBay এর আইটেম অনুসন্ধান করার জন্য।
  • Twitter Twitter ইউজার অনুসন্ধান করার জন্য।
  • Wikipedia (en) ইংরেজি Wikipedia অনলাইন বিশ্বকোষ অনুসন্ধান করার জন্য।
উল্লেখ্য: আপনি পরিবর্তন না করা পর্যন্ত নির্বাচিত সার্চ ইঞ্জিনটি সচল থাকবে।
আপনার অনুসন্ধান সেটিং পরিবর্তন করা: আপনার জন্য যদি সেটিং ঠিক না থাকে, সেটিং পরিবর্তন করা অনেল সহজ। আরও জানতে Change your default search settings in Firefox অথবা Add or remove a search engine in Firefox দেখুন।


সার্চ বার এর ব্যাবহার

আপনার টুলবারে থাকা সার্চ বারে বা নতুন ট্যাব পৃষ্ঠাতে অনুসন্ধান বারের মধ্যে টাইপ করুন।

new search 34
  • যখনি আপনি টুলবার অনুসন্ধান এ টাইপ করবেন, আপনার ডিফল্ট প্রদানকারী সার্চ ইঞ্জিন আপনার অনুসন্ধান এর সুবিধার জন্য পরামর্শ দিবে। এই পরামর্শ জনপ্রিয় অনুসন্ধান বা আপনার পূর্ববর্তী অনুসন্ধানের উপর ভিত্তি করে হয় (যদি সচল করা থাকে)।
search suggestions 34
  • আপনার ডিফল্ট প্রদানকারী ইঞ্জিন এ অনুসন্ধান করার জন্য returnEnter চাপুন,অথবা ইহার লোগোতে ক্লিক করে আরেকটি সার্চ ইঞ্জিন নির্বাচন করুন।

সহজলভ্য সার্চ ইঞ্জিন

Firefox এ পূর্বনির্ধারিত হিসেবে সার্চ ইঞ্জিনে আসে:

  • Yahoo Yahoo মাধ্যমে অনুসন্ধান করার জন্য।
  • Google Google এর মাধ্যমে অনুসন্ধান করার জন্য।
    দ্রষ্টব্য:হ্যাকিং প্রতিরোধে ডিফল্ট Google সার্চ এনক্রিপ্ট করা থাকে।
  • Bing Microsoft Bing এর মাধ্যমে অনুসন্ধান করার জন্য।
  • Amazon.com Amazon.com ওয়েবসাইটে খুচরা পণ্যের অনুসন্ধান করার জন্য।
  • DuckDuckGo এইটি সেসব ব্যবহারকারীদের যারা সার্চ করার সময় ট্র্যাক হতে চান না।
  • eBay eBay এর আইটেম অনুসন্ধান করার জন্য।
  • Twitter Twitter ইউজার অনুসন্ধান করার জন্য।
  • Wikipedia (en) ইংলিশ Wikipedia অনলাইন বিশ্বকোষ অনুসন্ধান করার জন্য।
আপনার অনুসন্ধান সেটিং পরিবর্তন করা: আপনার জন্য যদি সেটিং ঠিক না থাকে, সেটিং পরিবর্তন করা অনেল সহজ। আরও জানতে Change your default search settings in Firefox অথবা Add or remove a search engine in Firefox দেখুন।

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন