পূর্বনির্ধারিত Smart Bookmarks Folders রিস্টোর করুন
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 78597
- নির্মিত:
- রচয়িতা: Ashiqur Rahman Amit
- মন্তব্য: সম্পন্ন
- পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
- পর্যালোচনা অবস্থা:
- পর্যালোচনা করেছেন: ashickurnoor
- Is approved? হ্যাঁ
- বর্তমান সংস্করণ? হ্যাঁ
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
Firefox এ পূর্বনির্ধারিত ভাবে নিম্নের বুকমার্ক ফোল্ডারসমূহ থাকে:
- Most Visited: Bookmarks টুলবারে থাকা এই ফোল্ডারটি সেইসকল পেজের তালিকা যা আপনি সবচেয়ে বেশিবার পরিদর্শন করেছেন।
- Recently Bookmarked: Bookmarks মেনু থাকা এই ফোল্ডারে রয়েছে সর্বশেষ আপনি যে সকল বুকমার্ক যুক্ত করেছেন তার তালিকা। Recently Bookmarked ফোল্ডার চালু করে আপনি ওয়েবসাইটের তালিকা দেখতে পাবেন।
- Recent tags: Bookmarks মেনু থাকা এই ফোল্ডারে সেই সকল "ট্যাগ" এর তালিকা থাকে যা আপনি সম্প্রতি ব্যবহার করেছেন। Recent Tags ফোল্ডার খুলে আপনি ট্যাগসমূহের তালিকা দেখতে পাবেন তারপর ট্যাগ খুলে দেখতে পাবেন আপনি সেই ট্যাগ ব্যবহার করে সম্প্রতি যে সব সাইট বুকমার্ক করেছেন। আরো তথ্যের জন্য বুকমার্ক ট্যাগ - সহজে খুঁজে বের করতে বুকমার্ক ভাগ করুন দেখুন।
আপনি যদি এক বা একাধিক এরূপ পূর্বনির্ধারিত "Smart Bookmarks" ফোল্ডার অপসারণ করে থাকেন তাহলে আপনি সে সকল ফোল্ডার নিচের ধাপসমূহ অনুসরণ করে রিস্টোর করতে পারবেন:
-
address bar এ, টাইপ করুন about:config এবং প্রেস করুন EnterReturn।
- এই about:config এ "This might void your warranty!" এই সতর্ক বার্তা প্রদর্শিত হতে পারে। about:config page এর সাথে থাকতে ক্লিক করুন ।
- browser.places.smartBookmarksVersion প্রিফারেন্স খুঁজে বের করুন।
- browser.places.smartBookmarksVersion ডাবল ক্লিক করুন এবং মান পরিবর্তন করে 0(শুন্য) করুন।
-
মেনু
বাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuit
এ ক্লিক করুন।
Firefox মেনুতে
ক্লিক করুন, তারপর এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Firefox মেনুতে
ক্লিক করুন, তারপর ক্লিক করুন। এ ক্লিক করুন।
পরবর্তী সময়ে Firefox চালু করলে পূর্বনির্ধারিত Smart Bookmarks ফোল্ডার পুনরায় সৃষ্টি হবে।