ফায়ারফক্সকে এন্ড্রয়েড এর ডিফল্ট ব্রাউজার করুন

এই প্রবন্ধটি হয়তো তারিখের বাইরের।

যার ওপরে এটি ভিত্তি করে আছে সেই ইংরাজী প্রবন্ধে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। যতক্ষণ না এই পেজটি আপডেট হচ্ছে, ততক্ষণ আপনি হয়তো এটাকে সাহায্যকর পাবেন: Make Firefox the default browser on Android

Firefox for Android Firefox for Android শেষ আপডেট: 08/11/2018 67% of users voted this helpful

ফায়ারফক্সে আপনার লিঙ্ক ডিফল্ট ভাবে খুলতে চান? কিভাবে করবেন তা আমরা আপনাকে দেখাচ্ছি।

আপনার Android সংস্করণ নম্বর বের করুন: নির্দেশনা আপনার অ্যান্ড্রয়েড সংস্করণের উপর নির্ভর করে। Android সংস্করণ বের করতে ফোনের Settings মেনুতে গিয়ে "About" এর উপর চাপ দিন।(নির্দিষ্ট নির্দেশনা পাবার জন্য ফোন প্রস্তুতকারকের ওয়েবসাইট দেখুন)।

Android 6 (মার্শম্যালো) অথবা তার উপরে

  1. ফোনের Settings আইকনের উপর চাপ দিন।
  2. "Apps" এ চাপ দিন।
  3. গিয়ার আইকনের উপর চাপ দিন (সচরাচর পর্দার ডান পাশে উপরের দিকে থাকে)।
  4. Default Apps এর উপর চাপ দিন।
  5. বাছাই করার তালিকা দেখতে Browser app এ চাপ দিন।
  6. তারপর ফায়ারফক্সের উপর চাপ দিন।

আপনি ঠিক ভাবেই করতে পেরেছেন!

Android এর পুরাতন সংস্করণ গুলোতে

১ম পদক্ষেপ : বর্তমানে যে ব্রাউজারটি লিঙ্ক ওপেন করে তাকে ক্লিয়ার করুন

  1. সেটিংস অ্যাপ্লিকেশন খুলুন এবং Apps চাপুন। ( এন্ড্রয়েড এর কিছু সংস্করণে এই বোতামটি "Applications" লেবেল করা এবং পরবর্তী পদক্ষেপ এর আগে আপনাকে হয়তো Manage applications চাপতে হতে পারে । )
  2. এখানে ট্যাবটি All চাপুন।
    Android ICS Manage Apps - Cropped just showing stock
  3. বর্তমানে যে ব্রাউজারটি লিঙ্ক ওপেন করে তাকে চাপুন। এটা সাধারণত পূর্বনির্ধারিত ব্রাউজার যাকে "Browser" বা "Internet" বলা হয় ।
  4. এই ব্রাউজারকে পূর্বনির্ধারিত ভাবে লিঙ্ক খোলা থেকে বন্ধ করতে Clear defaults চাপুন । যদি "Clear defaults" ধূসর করা থাকে , তাহলে হয় আপনি অন্য ব্রাউজার ইনস্টল করেন নি অথবা আপনি অপেরার মত অন্য ব্রাউজার ইনস্টল করেছেন এবং এটি ডিফল্ট ব্রাউজার হিসাবে সেট করা হয়েছে । আপনি যদি অন্য ব্রাউজার ইনস্টল করে থাকেন, পূর্ববর্তী ধাপে ফিরে যান এবং পূর্বনির্ধারিত ব্রাউজার থেকে পুনরাবৃত্তি করুন ।
    Android ICS Clear defaults - Cropped

২য় পদক্ষেপ: লিঙ্ক খোলার জন্য ফায়ারফক্সকে ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করুন

  1. একটি এন্ড্রয়েড অ্যাপ্লিকেশনে মেইল অ্যাপ্লিকেশন এর মত একটি লিঙ্ক খুলুন ।
  2. Firefox চাপুন এবং তারপর Always চাপুন ।
    Fennec_Default

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন