কিভাবে Gallery অ্যাপ ব্যবহার করবেন
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 80975
- নির্মিত:
- রচয়িতা: Hossain Al Ikram
- মন্তব্য: updated
- পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
- পর্যালোচনা অবস্থা:
- পর্যালোচনা করেছেন: ashickurnoor
- Is approved? হ্যাঁ
- বর্তমান সংস্করণ? না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
Gallery অ্যাপের মাধ্যমে আপনার Firefox OS সম্বলিত ডিভাইসে খুব সহজেই ছবি ব্যবস্থাপনা ও শেয়ার করতে পারেন। আমরা আপনাকে দেখাবো কি করে আপনি ছবি দেখা, শেয়ার করা, সম্পাদনা করা এবং কম্পিউটারে ব্যাক-আপ রাখবেন।
সূচীপত্র
ছবি দেখা ও সম্পাদনা করা
- আপনার ফোন দিয়ে তোলা ছবিগুলো দেখার জন্য Gallery অ্যাপ
খুলুন। ছবি তোলার মাস অনুযায়ী সেগুলো সাজানো থাকবে।
- যেকোনো একটি ছবি বড় করে দেখতে তার উপর ট্যাপ করুন।
- গ্যালারীতে নেভিগেট করতে ডান বা বামে সুইপ করুন।
- যে ছবি নিয়ে আপনি কাজ করতে চান তা পেয়ে গেলে সম্পাদনা বাটনে ট্যাপ করুন।
- এখান থেকে আপনি এক্সপোজার নিয়ন্ত্রণ, ক্রপ, ফিল্টার কিংবা বর্ডার যোগ করতে পারবেন।
- ছবি সংরক্ষণ করতে উপরে ডান দিকের কোনার অবস্থিত চেকবক্স বাটনে
ট্যাপ করুন। আপনার সম্পাদন করা ছবিটি নতুন একটি ছবি হিসেবে সংরক্ষিত হবে। আসল ছবিটির কোনো পরিবর্তন হবেনা।
- সম্পাদিত ছবি সংরক্ষণ করার পর আপনি গ্যালারীর প্রধান পর্দায় ফিরে আসবেন।
ছবি শেয়ার করা
Firefox OS-এ আপনি বেশ কয়েকভাবে ছবি শেয়ার করতে পারেন।
একটি ছবি শেয়ার করা
- একটি ছবি দেখার সময় শেয়ার বাটনে ট্যাপ করুন।
- আপনি কীভাবে এই ছবিগুলো শেয়ার করতে চান তা বাছাই করুন: Email, Twitter (যদি ইনস্টল করা থাকে), Wallpaper, Message অথবা Bluetooth Transfer.
একাধিক ছবি শেয়ার করা
- নিশ্চিত হোন যে আপনি গ্যালারীর প্রধান পর্দায় আছেন। যদি দরকার হয় তাহলে গ্রিড বাটনে ক্লিক করে এতে ফিরে আসুন।
- পর্দার নিচে নির্বাচন বাটনে ট্যাপ করুন।
- যে ছবিগুলো শেয়ার করতে চান সেগুলো নির্বাচন করুন।
- পর্দার নিচে শেয়ার বাটনে ট্যাপ করুন।
- আপনি কীভাবে এই ছবিগুলো শেয়ার করতে চান তা বাছাই করুন (Email বা Bluetooth)।
- যদি আপনি Email বাছাই করেন, তখন এই ছবিগুলো সংযুক্তি হয়ে নতুন বার্তা তৈরি হবে। আরো তথ্যের জন্য দেখুন ইমেইল পাঠান এবং পরিচালনা করুন।
- যদি আপনি Bluetooth বাছাই করেন, আপনাকে অন্য ডিভাইসের সাথে যুটিবদ্ধ হতে হবে। আরো বিস্তারিত তথ্যের জন্য দেখুন Firefox OS ব্লুটুথ চালু করে ফাইন অাদান প্রদান করা।
- নিশ্চিত হোন যে আপনি গ্যালারীর প্রধান পর্দায় আছেন। যদি দরকার হয় তাহলে গ্রিড বাটনে ক্লিক করে এতে ফিরে আসুন।
- পর্দার নিচে নির্বাচন বাটনে ট্যাপ করুন।
- যে ছবিগুলো শেয়ার করতে চান সেগুলো নির্বাচন করুন।
- পর্দার নিচে শেয়ার বাটনে ট্যাপ করুন।
- আপনি কীভাবে এই ছবিগুলো শেয়ার করতে চান তা বাছাই করুন (Email বা Bluetooth)।
- যদি আপনি Email বাছাই করেন, তখন এই ছবিগুলো সংযুক্তি হয়ে নতুন বার্তা তৈরি হবে। আরো তথ্যের জন্য দেখুন ইমেইল পাঠান এবং পরিচালনা করুন।
- যদি আপনি Bluetooth বাছাই করেন, আপনাকে অন্য ডিভাইসের সাথে যুটিবদ্ধ হতে হবে। আরো বিস্তারিত তথ্যের জন্য দেখুন Firefox OS ব্লুটুথ চালু করে ফাইন অাদান প্রদান করা।
Facebook-এ ছবি শেয়ার করা
Firefox OS v1.0.1 এর জন্য:
- Facebook অ্যাপ খুলুন।
- পর্দার উপরে Photo বাটন বাছাই করুন।
- আপনাকে জানানো হবে যে আপনাকে অবশ্যই ইমেইলের মাধ্যমে ছবি শেয়ার করতে হবে। ইমেইল ঠিকানাটি নোট করে রাখুন (অথবা Facebook photos নামে এটি Contacts অ্যাপে যোগ করুন).
- তারপর, Gallery অ্যাপ খুলুন, যে ছবিটি চান সেটি খুঁজে বের করুন এবং ইমেইলের মাধ্যমে আগের ধাপে নোট করা ফেসবুকের ইমেইলে শেয়ার করুন।
Firefox OS v1.1 বা এর পরবর্তী সংস্করণ এর জন্য:
- Facebook অ্যাপ খুলুন।
- পর্দার উপরে Photo বাটন বাছাই করুন।
- শেয়ার করার জন্য Gallery থেকে একটা ছবি বাছুন বা Camera দিয়ে একটি ছবি তুলুন।
- যদি আপনি Gallery অ্যাপ থেকে ছবি বাছাই করেন, তাহলে ক্রপ সেটিং নিয়ন্ত্রণ করুন এবং পর্দার উপরে ডানদিকে চেকবক্স বাটনে
ট্যাপ করুন।
- যদি আপনি Gallery অ্যাপ থেকে ছবি বাছাই করেন, তাহলে ক্রপ সেটিং নিয়ন্ত্রণ করুন এবং পর্দার উপরে ডানদিকে চেকবক্স বাটনে
- ফেসবুকের যে পর্দাটি খুলবে তার বাটনে ট্যাপ করে ছবি আপলোড করুন।
ছবি মুছে ফেলা
- যখন একটি ছবি দেখছেন তখন মুছে ফেলা বাটনে ট্যাপ করে এটি মুছে ফেলতে পারেন। নিশ্চিত করার জন্য বাটনে ট্যাপ করুন।
একাধিক ছবি মুছে ফেলতে:
- নিশ্চিত হোন যে আপনি গ্যালারীর প্রধান পর্দায় আছেন। যদি দরকার হয় তাহলে গ্রিড বাটনে ক্লিক করে এতে ফিরে আসুন।
- পর্দার নিচে নির্বাচন বাটনে ট্যাপ করুন।
- যে ছবিগুলো মুছে ফেলতে চান সেগুলো নির্বাচন করুন।
- পর্দার নিচে মুছে ফেলা বাটনে ট্যাপ করুন।
- নিশ্চিত করার জন্য বাটনে ট্যাপ করুন।
সতর্কীকরণ: একবার ছবি মুছে ফেললে তা আর ফেরত পাওয়া যাবে না।
আপনার ছবি কম্পিউটারে ব্যাক-আপ রাখা
- USB Storage চালু করুন:
- দেখুন ফায়ারফক্স ওএস এর কোন সংস্করণটি আপনি ব্যবহার করছেন।
- Firefox OS v1.0.1 এর জন্য: Settings অ্যাপ খুলুন, Device অংশে স্ক্রোল করে আসুন এবং এ ট্যাপ করুন। তারপর, Media Storage সেটিংস এ USB mass storage চালু করুন।
- Firefox OS v1.1 বা এর পরবর্তী সংস্করণ এর জন্য: Settings অ্যাপ খুলুন, Storage অংশে স্ক্রোল করে আসুন এবং USB Storage চালু করুন।
- ফোনটি চালু আছে কিনা তা নিশ্চিত হয়ে তা ইউএসবি ক্যাবলের মাধ্যমে আপনার কম্পিউটারে যুক্ত করুন।
- একবার আপনার ফোন সংযুক্ত হয়ে গেলে ছবি ইম্পোর্ট করার জন্য আপনার ফটো সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। যদি না হয়, তাহলে আপনাকে নিজে থেকে এটি চালু করতে হবে এবং ইম্পোর্ট অপশন বাছাই করতে হবে।