Firefox OS এ ওয়ালপেপার পরিবর্তন করুন

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

নতুন ওয়ালপেপার যোগ করে আপনার Firefox OS ডিভাইসকে আরও আপন করে তুলুন। চলুন দেখা যাক কিভাবে আপনি সহজেই ব্যাকগ্রাউন্ডের ছবি পাল্টাতে পারবেন যেটি লক স্ক্রিন ও হোম স্ক্রিন উভয় জায়গাতেই ব্যবহৃত হবে।

  1. একটি পপ-আপ মেনু না আসা পর্যন্ত হোম স্ক্রিনের ফাঁকা স্থানে ট্যাপ করে ধরে রাখুন।
    Change wallpaper
    • এখান থেকে Change Wallpaper নির্বাচন করুন।
    Firefox OS Wallpaper Select 1
    • Select from মেনু আসবে।
    Firefox OS Wallpaper Select 2
  2. Select from ফর্মে যেখান থেকে আপনি নতুন ওয়ালপেপার আনতে চান সেটি নির্বাচন করুন:
  1. একটি পপ-আপ মেনু না আসা পর্যন্ত হোম স্ক্রিনের ফাঁকা স্থানে ট্যাপ করে ধরে রাখুন।
  2. Change Wallpaper ট্যাপ করুন।
  3. Select from ফর্মে যেখান থেকে আপনি নতুন ওয়ালপেপার আনতে চান সেটি নির্বাচন করুন:
    • Wallpaper: আপনি আগে থেকে দেওয়া সুদৃশ্য ছবিগুলোর একটি নির্বাচন করতে পারবেন।
    • Gallery: আপনি আপনার গ্যালারিতে থাকা যেকোন ছবি নির্বাচন করতে পারবেন।
      পরামর্শ:Gallery ঐসব ছবি লোড করবে যেগুলো আপনি ক্যামেরা দিয়ে তুলেছেন সেই সাথে যে ছবিগুলো আপনি ব্রাউজার ব্যবহার করে গ্যালারিতে ছবি ডাউনলোড করতে পারবেন। অথবা transferred from your computer
    • Camera: আপনি ক্যামেরা থেকে একটি ছবি তুলে সেটিকে ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারবেন।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন