ওয়েবে কীভাবে নিরাপদ থাকা যায়

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 79202
  • নির্মিত:
  • রচয়িতা: prome
  • মন্তব্য: ১০০% শেষ
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

এসব ক্ষেত্রে বিভিন্ন ধরণের স্কেম, ভাইরাস এবং আরো অনেক ধরণের বিপ্ততি আছে। আপনার কম্পিউটার এবং ব্যক্তিগত তথ্য সংরক্ষণে আপনার করণীয় সহজ কিছু উপায় এখানে আছে।

আপনার সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম হাল-নাগাদ করে রাখুন

সফটওয়্যার হাল-নাগাদ করণে বিভিন্ন ধরণের দুর্বলতা দূরকরণের প্যাচ থাকে যা আপনার কম্পিউটার এবং ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করে।

  • ফায়ারফক্স হাল-নাগাদ করাঃ ফায়ারফক্স হাল-নাগাদ নিরীক্ষার জন্য, ফায়ারফক্স উইন্ডোর উপরে যান, ক্লিক করুন Help মেনু এবং সিলেক্ট করুন About Firefoxফায়ারফক্স হাল-নাগাদ নিরীক্ষার জন্য, ফায়ারফক্স উইন্ডোর একদম উপরে যান, ক্লিক করুন Firefox বাটনে, মেনু Helpএ যান এবং সিলেক্ট করুন About Firefoxফায়ারফক্স হাল-নাগাদ নিরীক্ষার জন্য, ফায়ারফক্স উইন্ডোর একদম উপরে যান, ক্লিক করুন Firefox মেনু এবং সিলেক্ট করুন About Firefoxক্লিক করুন মেনূ বাটনে New Fx Menu, ক্লিক করুন হেল্প Help-29 এবং সিলেক্ট করুন About Firefoxমেনু বারে, ক্লিক করুন Firefox মেনু এবং সিলেক্ট করুন About Firefox বিস্তারিত জানতে দেখুন Update Firefox to the latest version
  • প্লাগইন হাল-নাগাদ করাঃ আমাদের Plugin Check পেজে যান এবং যেকোন পুরোনো প্লাগইন হাল-নাগাদ করতে লিঙ্কসমূহ অনুসরণ করুন।
  • উইন্ডোজ হাল-নাগাদ করাঃহাল-নাগাদ করুন OS Xআপনার সিস্টেম হাল-নাগাদ করাঃ আপনার সকল নিরাপত্তা এবং stability fix এর সর্বশেষ সংস্করণ আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হন। মেনু Start এ যান এবং সিলেক্ট করুন All Programs এবং এরপর Windows Updateমেনু Apple এ যান এবং সিলেক্ট করুন Software Update...মেনু System এ নিচের দিকে যান, Administration এবং সিলেক্ট করুন Update Manager

ফায়ারফক্স সেটিং নিরীক্ষা করা

ফায়ারফক্সে অনেকগুলো উপায় আছে আপনাকে সাহায্য করার জন্য যাতে আপনি ওয়েবে নিরাপদ থাকতে পারেন।

তথ্য সংরক্ষণে সবচেয়ে ভাল পথটি অনুসরণ করুন

আপনার নিরাপত্তার জন্য কিছু সহজ পরামর্শ এখানে আছে।

  • মনে রাখবেন, নিজের সম্পর্কে কোন তথ্য, কখন, কেন, কার কাছে প্রকাশিত হয় তা নিজেরই সিদ্ধান্ত নিতে হয়ঃ ব্যক্তিগত-সনাক্তক্ষম তথ্য সহজে দেয়া থেকে বিরত থাকুন; আপনার সামাজিক যোগাযোগ অ্যাকাউন্টে প্রাইভেসি সেটিং নির্ধারণ করুন; যেসব সাইট কোন ধরণের পুরস্কার বা উপহার দিয়ে থাকে, সেসবের ব্যাপারে সতর্ক থাকুন।
  • ওয়েব নিরাপত্তার ব্যাপারে সচেতন হনঃ আপনার ইন্টারনেট সংযোগ যথেষ্ট নিরাপদ কিনা তা নিশ্চিত না হয়ে ক্রেডিট কার্ড নাম্বার অথবা অন্য কোন নিতান্ত ব্যক্তিগত তথ্য কখনোই প্রকাশ করবেন না। secure; be on the lookout for "spyware"; use secure passwords এবং protect them with a master password
  • একটি "clean" ই-মেইল অ্যাড্রেস রাখুনঃ কোন বানানো বা বিকল্প ঠিকানা ব্যবহার করুন এবং আপনার প্রধান অথবা ব্যবহৃত অ্যাড্রেস শুধুমাত্র বিশ্বস্ত, পরিচিত এবং সংক্ষিপ্ত পরিসরে সীমাবদ্ধ রাখুন।
  • যেকোন কারণেই হোক, কখনোই স্প্যামারদের প্রত্যুত্তর দিবেন না
  • খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে আপনি নজরবন্দী হতে পারেনঃ নিতান্ত ব্যক্তিগত ই-মেইল মেইলিং লিস্টে পাঠানো থেকে বিরত থাকুন, এবং আপনার সংবেদনশীল ফাইল বাড়ির কম্পিউটারে রাখুন।
  • বাড়ির কম্পিউটারের নিরাপত্তার ব্যাপারে সচেতন হনঃ যখন আপনি ইন্টারনেট সংযোগ ব্যবহার করছেন না তখন কম্পিউটার বন্ধ রাখুন; একটি শক্তিশালী এনক্রিপশন এর সাহায্যে আপনার ওয়াই-ফাই নেটওয়ার্ক সুরক্ষিত রাখুন (WPA অথবা WPA2) ; firewall ব্যবহার করুন ।
  • নিরাপত্তা বিধান এবং সীলসমূহ নিরীক্ষা করাঃ সাইটটি কি অফলাইনে যোগাযোগের তথ্য দেয়? তাদের কি সুস্পষ্ট গোপনীয়তা নীতি প্রকাশিত আছে? যদি থেকে থাকে, তবে তাতে কী বলা আছে? এটি কী বিশ্বাসযোগ্য? এই কোম্পানির নাম কী আপনি আগে কখনও শুনেছেন? তাদের সুনাম কেমন? আর তারা কী তাদের নিরাপত্তা-বিবরণ কোন সীল প্রোগ্রামের সাহায্যে অন্য জায়গায় সংরক্ষণ করছে? যদি আপনি কোন সীল দেখতেও পান, এটি কি আসল?

অন্যান্য উৎস