Firefox, Privacy and Security
Firefox, Privacy and Security
শেষ আপডেট:
80% of users voted this helpful
এসব ক্ষেত্রে বিভিন্ন ধরণের স্ক্যাম, ভাইরাস এবং আরো অনেক ধরণের বিপজ্জনক বিষয় আছে। আপনার কম্পিউটার এবং ব্যক্তিগত তথ্য সংরক্ষণে আপনার করণীয় সহজ কিছু উপায় এখানে আছে।
সূচীপত্র
আপনার সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম হালনাগাদ করে রাখুন
সফটওয়্যার হালনাগাদ করলে বিভিন্ন ধরণের দুর্বলতা দূরকরণ প্যাচ থাকে যা আপনার কম্পিউটার এবং ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করে।
- Firefox হালনাগাদ করা: 'Firefox হালনাগাদ নিরীক্ষার জন্য, Firefox উইন্ডোর উপরে যান, মেনু ক্লিক করুন এবং নির্বাচন করুন ।Firefox হালনাগাদ নিরীক্ষার জন্য, ফায়ারফক্স উইন্ডোর একদম উপরে যান, বাটনে ক্লিক করুন , মেনু এ যান এবং নির্বাচন করুন।Firefox হালনাগাদ নিরীক্ষার জন্য, ফায়ারফক্স উইন্ডোর একদম উপরে যান, মেনু ক্লিক করুন এবং নির্বাচন করুন ।মেনু বাটনে ক্লিক করুন , Help ক্লিক করুন এবং নির্বাচন করুন ।মেনু বারে, বিস্তারিত জানতে মেনু ক্লিক করুন এবং নির্বাচন করুন ।Firefox নতুন সংস্করণে আপডেট করুন দেখুন।
- প্লাগইন হালনাগাদ করা আমাদের Plugin Check পেজে যান এবং যেকোন পুরোনো প্লাগইন হালনাগাদ করতে লিঙ্ক অনুসরণ করুন।
- Windows হালনাগাদ করাঃOS X হালনাগাদ করুন আপনার সিস্টেম হালনাগাদ করা: আপনার সকল নিরাপত্তা এর সর্বশেষ সংস্করণ আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হন। মেনু তে যান এবং নির্বাচন করুন এবং এরপর । মেনুতে যান এবং নির্বাচন করুন। মেনু এ নিচের দিকে যান, এবং নির্বাচন করুন ।
Firefox সেটিং নিরীক্ষা করা
Firefox এ অনেকগুলো উপায় আছে আপনাকে সাহায্য করার জন্য যাতে আপনি ওয়েবে নিরাপদ থাকতে পারেন।
- আমি কিভাবে বলব কোন ওয়েবসাইটে আমার সংযোগ নিরাপদ কিনা?
- বিজ্ঞাপনদাতার দ্বারা কিছু ধরণের ট্র্যাকিং বন্ধ করার জন্য Firefox এর মধ্যে থার্ড পার্টি কুকিজ নিষ্ক্রিয় করুন
- আপনার পরিচয় নিরাপদ রাখতে সাবধানী পাসওয়ার্ড তৈরি করুন
- আমার লগইন কোথায় সংরক্ষণ করা হয়?
- এখানে আরো অনেক উপায় আছে Firefox extensions যা আপনার কাজে লাগতে পারে।
তথ্য সংরক্ষণে সবচেয়ে ভাল পথটি অনুসরণ করুন
আপনার নিরাপত্তার জন্য কিছু সহজ পরামর্শ এখানে আছে।
- মনে রাখবেন, নিজের সম্পর্কে কোন তথ্য, কখন, কেন, কার কাছে প্রকাশিত হয় তা নিজেরই সিদ্ধান্ত নিতে হয়: ব্যক্তিগত সনাক্তক্ষম তথ্য সহজে দেয়া থেকে বিরত থাকুন; আপনার সামাজিক যোগাযোগ অ্যাকাউন্টে প্রাইভেসি সেটিং নির্ধারণ করুন; যেসব সাইট কোন ধরণের পুরস্কার বা উপহার দিয়ে থাকে, সেসবের ব্যাপারে সতর্ক থাকুন।
- ওয়েব নিরাপত্তার ব্যাপারে সচেতন হন: আপনার ইন্টারনেট সংযোগ যথেষ্ট নিরাপদ কিনা তা নিশ্চিত না হয়ে ক্রেডিট কার্ড নাম্বার অথবা অন্য কোন নিতান্ত ব্যক্তিগত তথ্য কখনোই প্রকাশ করবেন না যতক্ষণ না আপনি নিশ্চিৎ হচ্ছেন আপনার সংযোগটি নিরাপদ; "স্পাইওয়্যার" থেকে সাবধান; নিরাপদ পাসওয়ার্ড ব্যবহার এবং মাস্টার পাসওয়ার্ড দিয়ে তা সুরক্ষিত।
- একটি "পরিস্কার" ই-মেইল অ্যাড্রেস রাখুন: কোন বানানো বা বিকল্প ঠিকানা ব্যবহার করুন এবং আপনার প্রধান অথবা ব্যবহৃত অ্যাড্রেস শুধুমাত্র বিশ্বস্ত, পরিচিত এবং সংক্ষিপ্ত পরিসরে সীমাবদ্ধ রাখুন।
- যেকোন কারণেই হোক, কখনোই স্প্যামারদের প্রত্যুত্তর দিবেন না
- খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে আপনি নজরবন্দী হতে পারেন: নিতান্ত ব্যক্তিগত ই-মেইল মেইলিং লিস্টে পাঠানো থেকে বিরত থাকুন, এবং আপনার সংবেদনশীল ফাইল বাড়ির কম্পিউটারে রাখুন।
- বাড়ির কম্পিউটারের নিরাপত্তার ব্যাপারে সচেতন হন: যখন আপনি ইন্টারনেট সংযোগ ব্যবহার করছেন না তখন কম্পিউটার বন্ধ রাখুন; একটি শক্তিশালী এনক্রিপশন এর সাহায্যে আপনার ওয়াই-ফাই নেটওয়ার্ক সুরক্ষিত রাখুন (WPA অথবা WPA2) ; ফায়ারওয়াল ব্যবহার করুন ।
- নিরাপত্তা বিধান এবং সীলসমূহ নিরীক্ষা করা: সাইটটি কি অফলাইনে যোগাযোগের তথ্য দেয়? তাদের কি সুস্পষ্ট গোপনীয়তা নীতি প্রকাশিত আছে? যদি থেকে থাকে, তবে তাতে কী বলা আছে? এটি কী বিশ্বাসযোগ্য? এই কোম্পানির নাম কী আপনি আগে কখনও শুনেছেন? তাদের সুনাম কেমন? আর তারা কী তাদের নিরাপত্তা-বিবরণ কোন সীল প্রোগ্রামের সাহায্যে অন্য জায়গায় সংরক্ষণ করছে? যদি আপনি কোন সীল দেখতেও পান, এটি কি আসল?