Mozilla Services এ প্রবেশ করতে কিভাবে Firefox Account খুলব এবং তা ব্যবহার করব
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 78220
- নির্মিত:
- রচয়িতা: Ashickur Rahman
- মন্তব্য: waiting fro initial review
- পর্যালোচনা অবস্থা: না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
Firefox Accounts আপনার সকল ডিভাইসে Firefox ব্রাউজার অথবা Firefox OS ব্যবহার করে Mozilla Service এ প্রবেশ করতে দেয়। Firefox Account তৈরি করতে আপনার একটি ইমেইল এড্রেস লাগবে আর একটি পাসওয়ার্ড লাগবে।
কিভাবে Firefox Accounts খুলব?
প্রতিটি Mozilla Service পৃষ্ঠা থেকে একাউন্ট খোলার সুবিধা পাবেন, অথবা Firefox Accounts সাইন আপ পৃষ্ঠায় যান এবং নিচের পদক্ষেপগুলো অনুসরন করুন:
- আপনার ইমেইল এড্রেস, পাসওয়ার্ড এবং জন্ম তারিখ দিন, তারপর ক্লিক করুন।
- যখন নিশ্চিৎকরন ইমেইল আসবে, যাচাইকরণ লিংকে ক্লিক করুন।
- আপনার একাউন্ট যাচাই করা হয়ে গেলে, আপনার নতুন একাউন্ট দিয়ে Mozilla Service এ লগিন করুন।
আপনার একাউন্ট যাচাই করতে সমস্যা হলে, আমার নতুন Firefox Account নিশ্চিৎ করতে সমস্যা হচ্ছে দেখুন।
Firefox Accounts ব্যবহার করে আমি কোন কোন সেবা ব্যবহার করতে পারবো?
নিচের Mozilla Services এখন ব্যবহার করা যাবে:
- Firefox সিঙ্ক: Firefox Accounts লগিন করে একাধিক ডিভাইস থেকে আপনার ব্রাউজকৃত ডাটা পাবেন, যেমন বুকমার্ক, ইতিহাস, পাসওয়ার্ড এবং খোলা ট্যাব।
- Firefox Marketplace: যেসকল অ্যাপ্লিকেশন কিনতে হয় তা নিরাপদে কিনতে পারবেন, অ্যাপে মন্তব্য এবং অনুসরন করতে পারবেন, এবং আপানর সকল ডিভাইসের অ্যাপ লাইব্রেরিতে ঢুকতে পারবেন।
ভবিষ্যতে Firefox Accounts ব্যবহার করে এই সকল সুবিধা পাবেন:
- WebRTC: Firefox এর নতুন একটি সুবিধা ব্যবহার করে আপনি আপনার বন্ধুদের সাথে কথা বলতে এবং দেখতে পারবেন। Firefox Account আপনাকে কিছু নিজেস্ব সুবিধা দিবে, যেমন পরিচিতি তালিকা, কিন্তু সাধারন সুবিধার জন্য এটি প্রয়োজন নেই।
- Find My Device: হারিয়ে যাওয়া Firefox OS ডিভাইস আপনার কম্পিউটার থেকে অনুসন্ধান করতে, লক করতে অথবা মুছে ফেলার মত সুবিধা পাবেন।