Mozilla Services এ প্রবেশ করতে কিভাবে Firefox Account খুলব এবং তা ব্যবহার করব

এই প্রবন্ধটি হয়তো তারিখের বাইরের।

যার ওপরে এটি ভিত্তি করে আছে সেই ইংরাজী প্রবন্ধে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। যতক্ষণ না এই পেজটি আপডেট হচ্ছে, ততক্ষণ আপনি হয়তো এটাকে সাহায্যকর পাবেন: Access Mozilla services with a Mozilla account

Firefox, Mozilla Account Firefox, Mozilla Account শেষ আপডেট: 05/29/2015 84% of users voted this helpful

Firefox Accounts আপনার সকল ডিভাইসে Firefox ব্রাউজার অথবা Firefox OS ব্যবহার করে Mozilla Service এ প্রবেশ করতে দেয়। Firefox Account তৈরি করতে আপনার একটি ইমেইল এড্রেস লাগবে আর একটি পাসওয়ার্ড লাগবে।

কিভাবে Firefox Accounts খুলব?

প্রতিটি Mozilla Service পৃষ্ঠা থেকে একাউন্ট খোলার সুবিধা পাবেন, অথবা Firefox Accounts সাইন আপ পৃষ্ঠায় যান এবং নিচের পদক্ষেপগুলো অনুসরন করুন:

  1. আপনার ইমেইল এড্রেস, পাসওয়ার্ড এবং জন্ম তারিখ দিন, তারপর Sign up ক্লিক করুন।
  2. যখন নিশ্চিতকরণ ইমেইল আসবে, যাচাইকরণ লিংকে ক্লিক করুন।
  3. আপনার একাউন্ট যাচাই করা হয়ে গেলে, আপনার নতুন একাউন্ট দিয়ে Mozilla Service এ লগিন করুন।
আপনার একাউন্ট যাচাই করতে সমস্যা হলে, আমার নতুন Firefox Account নিশ্চিৎ করতে সমস্যা হচ্ছে দেখুন।

Firefox Accounts ব্যবহার করে আমি কোন কোন সেবা ব্যবহার করতে পারবো?

নিচের Mozilla Services এখন ব্যবহার করা যাবে:

  1. Firefox সিঙ্ক: Firefox Accounts লগিন করে একাধিক ডিভাইস থেকে আপনার ব্রাউজকৃত ডাটা পাবেন, যেমন বুকমার্ক, ইতিহাস, পাসওয়ার্ড এবং খোলা ট্যাব।
  2. Firefox Marketplace: যেসকল অ্যাপ্লিকেশন কিনতে হয় তা নিরাপদে কিনতে পারবেন, অ্যাপে মন্তব্য এবং অনুসরন করতে পারবেন, এবং আপনার সকল ডিভাইসের অ্যাপ লাইব্রেরিতে ঢুকতে পারবেন।


  1. Firefox Hello: ফায়ারফক্স ভিডিও এবং ভয়েস চ্যাট ফিচার ব্যবহার করে আপনার বন্ধুদের সাথে যোগাযোগ করুন। একটি ফায়ারফক্স অ্যাকাউন্ট আপনাকে পারসোনালাইজ ফিচারসমূহ,যেমন কন্ট্রাক্ট লিস্টসমূহ,কিন্তু এটিতে সাধারণ ফিচারসমূহ প্রয়োজন হয় না।
  2. Find My Device: খুজুন,লক করুন অথবা মুছে ফেলুন একটি ফায়ারফক্স ওএস ডিভাইস আপনার কম্পিউটার থেকে।
  1. Firefox Sync: আপনার ব্রাউজিং ডাটা,যেমন বুকমার্কসমূহ,ইতিহাসপাসওয়ার্ডসমূহতে প্রবেশ করুন এবং খুলুন ট্যাবসমূহ একাধিক ডিভাইসসমূহে শুধুমাত্র একটি ফায়ারফক্স অ্যাকাউন্ট লগইন করে।
  1. Firefox Marketplace: পেইড অ্যাপসমূহ নিরাপদভাবে কিনুন, যোগ করুন এবং অ্যাপ রিভিউসমূহ ট্যাক করে,এবং আপনার সকল ডিভাইসসমূহ থেকে আপনার অ্যাপ লাইব্রেরিতে প্রবেশ করে।
  2. Firefox Hello: ফায়ারফক্স ভিডিও এবং ভয়েস চ্যাট ফিচার ব্যবহার করে আপনার বন্ধুদের সাথে যোগাযোগ করুন। একটি ফায়ারফক্স অ্যাকাউন্ট আপনাকে পারসোনালাইজ ফিচারসমূহ,যেমন কন্ট্রাক্ট লিস্টসমূহ,কিন্তু এটিতে সাধারণ ফিচারসমূহ প্রয়োজন হয় না।
  3. Find My Device: হারিয়ে যাওয়া Firefox OS ডিভাইস আপনার কম্পিউটার থেকে অনুসন্ধান করতে, লক করতে অথবা মুছে ফেলার মত সুবিধা পাবেন।
  4. Pocket on Firefox: আপনার রিডিং লিস্ট থেকে ওয়েব পৃষ্ঠাসমূহ সংরক্ষণ করে।

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন