Firefox এ আপনার যাত্রা শুরু করুন - প্রধান প্রধান বৈশিষ্টগুলোর বর্ণনা
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 64610
- নির্মিত:
- রচয়িতা: Hossain Al Ikram
- মন্তব্য: updated :)
- পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
- পর্যালোচনা অবস্থা:
- পর্যালোচনা করেছেন: ashickurnoor
- Is approved? হ্যাঁ
- বর্তমান সংস্করণ? না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
ফায়ারফক্সে নতুন? তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন। এই নিবন্ধে ফায়ারফক্সের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যা পড়ে আপনি কয়েক মিনিটের মধ্যেই ফায়ারফক্স ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে উঠবেন। এছাড়া এই নিবন্ধে আরও অনেক প্রয়োজনীয় নিবন্ধের লিঙ্ক রয়েছে যেগুলো হয়তো আপনি পরে দেখতে চাইবেন।
সূচীপত্র
- 1 হোম পেজ নির্ধারন অথবা পরিবর্তন করুন
- 2 ওয়েবে অনুসন্ধান করুন
- 3 ওয়েবসাইটকে বুকমার্ক করা
- 4 অসাম বারের সাহায্যে যেকোন কিছু খুঁজে বের করুন
- 5 প্রাইভেট ব্রাউজিং
- 6 মেনু অথবা টুলবার সম্পাদন করুন
- 7 অ্যাড-অন এর সাহায্যে ফায়ারফক্সে নতুন বৈশিষ্ট্য যোগ করুন
- 8 ফায়ারফক্স সিঙ্ক করার পদ্ধতি
- 9 সহায়তা পান
- 10 ওয়েব ব্রাউজ করুন
- 11 অ্যাড-অন দিয়ে ফায়ারফক্স সম্পাদন করুন
- 12 সর্বদা সিঙ্কের মধ্যে থাকুন
হোম পেজ নির্ধারন অথবা পরিবর্তন করুন
ফায়ারফক্স চালুর সময় যে পাতাটি আসে সেটিতে যান অথবা হোম বাটনে ক্লিক করুন।
- হোম পেজ হিসেবে যে ওয়েবসাইটটি নির্ধারন করতে চান সেটি একটি ট্যাবে খুলুন।
- ঐ ট্যাবটি
হোম বাটনে টেনে এনে ছেঁড়ে দিন।
- হোম পেজ হিসেবে নির্ধারন করতে বাটনে ক্লিক করুন।
হোম পেজ নির্ধারনের আরও কিছু উপায় হোম পেজ নিবন্ধে বর্ণনা করা হয়েছে।
ওয়েবে অনুসন্ধান করুন
ফায়ারফক্সে পূর্বে থেকে থাকা অনুসন্ধান বার থেকে আপনার পছন্দের অনুসন্ধান ইঞ্জিনটি নির্বাচন করুন।
- আপনার পছন্দের অনুসন্ধান ইঞ্জিনটি নির্বাচন করতে অনুসন্ধান বারের বাম পাশে থাকা অনুসন্ধান চিহ্নে ক্লিক করুন।
অনুসন্ধানের আরও কৌশল জানতে অনুসন্ধান বার নিবন্ধটি দেখুন।
ওয়েবসাইটকে বুকমার্ক করা
আপনার পছন্দের সাইটগুলো সংরক্ষণ করুন
- বুকমার্ক তৈরি করতে টুলবারের তারকা চিহ্নে ক্লিক করুন। তারকা চিহ্নটি নীল হয়ে যাবে এবং অনির্বাচিত বুকমার্ক ফোল্ডারে আপনি যে পাতায় আছেন তার বুকমার্ক তৈরি হবে। এতটুকুই!
আরও জানতে বুকমার্ক নিবন্ধটি দেখুন।
অসাম বারের সাহায্যে যেকোন কিছু খুঁজে বের করুন
আমরা ফায়ারফক্সের অ্যাড্রেস বারকে "অসাম বার" বলে ডাকতে পছন্দ করি। কেননা এটি দ্রুততার সঙ্গে আপনার আগে দেখা ঠিকানাগুলো খুঁজে বের করে।
- অ্যাড্রেস বারে লেখা শুরু করলে আপনি আপনার ব্রাউজিং ইতিহাস ও বুকমার্ক হতে একটি তালিকা দেখতে পাবেন। আপনার কাঙ্ক্ষিত পাতাটি খুঁজে পেলে তার উপর ক্লিক করুন।
আরও কৌশল জানতে অসাম বার নিবন্ধটি দেখুন।
প্রাইভেট ব্রাউজিং
ফায়ারফক্সের প্রাইভেট ব্রাউজিং এর সাহায্যে আপনি আপনার দেখা সাইটগুলোর সম্পর্কে কম্পিউটারে কোন তথ্য সংরক্ষণ করা ছাড়াই ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন।
- মেনু
বাটনে ক্লিক করে ক্লিক করুন।
প্রাইভেট ব্রাউজিং কিভাবে কাজ করে সে সম্পর্কে বিস্তারিত জানুন।
মেনু অথবা টুলবার সম্পাদন করুন
মেনু অথবা টুলবারে থাকা উপাদানঙ্গুলো আপনি চাইলে পরিবর্তন করতে পারেন।
- "new fx menu" ছবি বিদ্যমান নয়। মেনু বাটনে ক্লিক করে
- একটি বিশেষ ট্যাব খুলবে যেখান থেকে আপনি মেনু এবং টুলবারে "টানা ও ছেঁড়ে দেওয়া" পদ্ধতিতে উপাদান যোগ করতে বা বাদ দিতে পারবেন।
নির্বাচন করুন।
- সম্পাদন করা হয়ে গেলে সবুজ রঙের বাটনটিতে ক্লিক করুন।
আরও জানতে ফায়ারফক্স নিজের মত করে সাজান নিবন্ধটি দেখুন।
অ্যাড-অন এর সাহায্যে ফায়ারফক্সে নতুন বৈশিষ্ট্য যোগ করুন
অ্যাড-অন এক ধরনের অ্যাপ্লিকেশন, যেগুলো ইন্সটল করে আপনি ফায়ারফক্সে আপনার প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন।
-
মেনু বাটনে
ক্লিক করুন এবং পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।
- অ্যাড-অন ম্যানেজার ট্যাবে প্যানেলটি নির্বাচন করুন।
- কোন শীর্ষস্থানীয় অ্যাড-অন বা থিম সম্পর্কে বিস্তারিত জানতে এর উপর ক্লিক করুন। এরপর আপনি সবুজ রঙের
- আপনি চাইলে উপরে থাকা অনুসন্ধান বক্সের সাহায্যেও কোন নির্দিষ্ট অ্যাড-অন খুঁজতে পারবেন। এরপর আপনার খুঁজে পাওয়া যে কোন অ্যাড-অনের
বাটনে ক্লিক করার মাধ্যমে এটি ইন্সটল করতে পারবেন।
- আপনি চাইলে উপরে থাকা অনুসন্ধান বক্সের সাহায্যেও কোন নির্দিষ্ট অ্যাড-অন খুঁজতে পারবেন। এরপর আপনার খুঁজে পাওয়া যে কোন অ্যাড-অনের
- ফায়ারফক্স অনুরোধকৃত অ্যাড-অনটি ডাউনলোড করবে এবং হয়তো জিজ্ঞেস করবে আপনি এটি ইন্সটল করার ব্যাপারে নিশ্চিত কিনা।
- যদি বাটনটি আসে তবে তাতে ক্লিক করুন। ফায়ারফক্স পুনরায় চালু হওয়ার সময় আপনার খোলা থাকা ট্যাবগুলো সংরক্ষণ করা হবে এবং পুনরায় চালু হওয়ার পর তা পুনরুদ্ধার করা হবে।
অ্যাড-অন সম্পর্কে আরও জানতে ফায়ারফক্সে বৈশিষ্ট্য যোগ করার জন্য অ্যাড-অন খুঁজুন এবং ইনস্টল করুন নিবন্ধটি দেখুন।
ফায়ারফক্স সিঙ্ক করার পদ্ধতি
যেকোন ডিভাইস থেকে আপনার বুকমার্ক, ব্রাউজিং ইতিহাস, পাসওয়ার্ড প্রভৃতিতে প্রবেশ করুন।
- প্রথমে একটি ফায়ারফক্স একাউন্ট তৈরি করুনঃ
মেনু বাটনে ক্লিক করে নির্বাচন করুন এবং একাউন্ট তৈরি করতে নির্দেশনা অনুসরণ করুন।
- এরপর অন্যান্য ডিভাইস যুক্ত করার জন্য কেবল সাইন ইন করুন।
বিস্তারিত নির্দেশনার জন্য কিভাবে ফায়ারফক্স সিঙ্ক সেটাপ করব? নিবন্ধটি দেখুন।
সহায়তা পান
আপনার যদি আরও প্রশ্ন থেকে থাকে কিংবা যদি ফায়ারফক্স সংক্রান্ত কোন সাহায্যের প্রয়োজন হয় তবে আপনি ঠিক ওয়েব সাইটেই এসেছেন।
- এই সাইটে এমন শত শত নিবন্ধ আছে যেখানে ফায়ারফক্স নিয়ে আপনার প্রায় সকল প্রশ্নের সমাধান পাবেন।
ওয়েব ব্রাউজ করুন
হোম পেজ নির্ধারন করুন
ফায়ারফক্সে হোম পেজ নির্ধারন করা একেবারে সহজ। কেবল সাইটের আইকনটি হোম বাটনে টেনে আনুন। হোম পেজ সম্পর্কে এবং ফায়ারফক্স চালুর সময় কোন কোন ট্যাব খুলবে তা নির্ধারন করা সম্পর্কে বিস্তারিত জানতে কিভাবে হোম পেজ নির্ধারন করা যায় নিবন্ধটি দেখুন।
এক ক্লিকেই বুকমার্ক করুন
কোন পাতা বুকমার্ক করতে লোকেশন বারের তারকা চিহ্নে ক্লিক করুন ব্যস এতেই ওই পাতাটি বুকমার্ক হয়ে যাবে। বুকমার্ক ট্যাগিং ও তা সাজানোর উপায় সহ বুকমার্ক ব্যবহার সম্বন্ধে আরও জানতে আপনার পছন্দের ওয়েবসাইট সংরক্ষন করে রাখতে ও ব্যবহারের জন্যে বুকমার্ক এর ব্যবহার নিবন্ধটি দেখুন।
অসাম বারের সাহায্যে যেকোন কিছু খুঁজে বের করুন
আমরা ফায়ারফক্সের লোকেশন বারকে "অসাম বার" বলে ডাকতে পছন্দ করি। কেননা আপনি যখন এমন কোন সাইটের নাম বা ঠিকানা লেখা শুরু করেন যেটা আপনি এর আগেও পরিদর্শন করেছেন তখন এটা তাৎক্ষণিকভাবে আপনার জন্য সেটি খুঁজে বের করে। এবং আপনি এটা যত ব্যবহার করবেন এটা তত ভালো কাজ করবে। আপনার খোলা ট্যাব দিয়ে অনুসন্ধান ও একই ট্যাব দিয়ে ওয়েবে অনুসন্ধান এর মতো আরও অসংখ্য আসাম বারের কৌশল জানতে Awesome Bar - এড্রেস বারে কোন কিছু লেখার সময় বুকমার্ক, ইতিহাস এবং ট্যাব থেকে এড্রেস খুজে দিবে নিবন্ধটি দেখুন।
ওয়েবে অনুসন্ধান করুন
ফায়ারফক্সের বিল্ট-ইন অনুসন্ধান বারে থাকা আপনার পছন্দের যেকোন অনুসন্ধান সাইট দিয়ে ওয়েবে অনুসন্ধান করুন। অনুসন্ধান ইঞ্জিন পরিবর্তন করতে শুধুমাত্র বাম পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন। অনুসন্ধানের আরও নানা ধরনের কৌশল জানতে Search bar - add, change and manage search engines on Firefox নিবন্ধটি দেখুন।
ট্যাব ট্যাব ও ট্যাব!
ট্যাবের মাধ্যমে আপনি একই উইন্ডোর ভিতরে একাধিক ওয়েবসাইট খুলতে পারবেন, এটি আপনার স্ক্রিন পরিষ্কার রাখে এবং সহজেই এক সাইটের পেজ হতে অন্য সাইটের পেজে যেতে পারবেন।
একটি নতুন ট্যাব তৈরী করতে হলে, সর্বশেষ খোলা ট্যাবের ডান পাশে থাকা (+) বাটনটিতে ক্লিক করুন।
ট্যাব নিয়ে নানা ধরনের কাজ করা সম্পর্কে আরও জানতে একটি মাত্র উইন্ডোতে অনেক ওয়েবসাইট সাজানোর জন্য ট্যাব ব্যবহার করুন নিবন্ধটি দেখুন।
পিন করা ট্যাব
পিন করা ট্যাব ব্যবহার করে আপনি ফেসবুক, জিমেইল বা টুইটারের মত আপনার পছন্দের ওয়েব অ্যাপ শুধুমাত্র এক ক্লিকেই খুলতে পারবেন। একটি পিনড ট্যাব খুলতে, ট্যাবের উপর রাইট ক্লিককন্ট্রোল ক্লিক করুন এবং মেনু হতে নির্বাচন করুন। পিনড ট্যাব কিভাবে কাজ করে, তা সম্বন্ধে আরও জানতে পিনড ট্যাব - আপনার প্রিয় ওয়েবসাইটগুলো এক ক্লিকে খুলুন নিবন্ধটি দেখুন।
ব্যক্তিগত ব্রাউজিং
ফায়ারফক্সের ব্যক্তিগত ব্রাউজিং সুবিধাটি ব্যবহারের মাধ্যমে আপনি যে সকল ওয়েবসাইট পরিদর্শন করছেন, তার সম্পর্কে কোন ধরনের তথ্য আপনার কম্পিউটারে সংরক্ষন না করেই ব্রাউজ করতে পারবেন।
ব্যাক্তিগত ব্রাউজিং চালু করতে, ফায়ারফক্স উইন্ডোর একেবারে উপরেরমেনু বারে যেয়ে বাটনটিতে ক্লিক করুন এবং মেনুটিতে ক্লিক করুন নির্বাচন করুন। এ সম্পর্কে আরও জানার জন্য ব্যক্তিগত ব্রাউজিং- আপনি যে সকল সাইট ব্রাউজ করেন তার কোন তথ্য সংরক্ষণ না করেই ব্রাউজ করুন নিবন্ধটি দেখুন।
একটি ব্যক্তিগত ব্রাউজিং উইন্ডো খুলতে, ফায়ারফক্স উইন্ডোর উপরের মেনু বারে যেয়ে বাটনটিতে ক্লিক করুন এবং মেনুতে নির্বাচন করুন। এ সম্পর্কে আরও জানার জন্য ব্যক্তিগত ব্রাউজিং- আপনি যে সকল সাইট ব্রাউজ করেন তার কোন তথ্য সংরক্ষণ না করেই ব্রাউজ করুন নিবন্ধটি দেখুন।
অ্যাড-অন দিয়ে ফায়ারফক্স সম্পাদন করুন
আপনার সাইকেলের বেল কিংবা ঘন্টা যেমনিভাবে এর কার্যকারিতা বাড়িয়ে দেয়, তেমনিভাবে অ্যাড-অনও ফায়ারফক্সের কার্যক্ষমতা বৃদ্ধি করে। আপনি নানা ধরনের অ্যাড-অন পেতে পারেন যেগুলো জিনিসপত্রের দাম তুলনা করে, বা আবহাওয়ার পূর্ভাবাস দেখায় বা ফায়ারফক্স এর চেহারা পাল্টে দেয়, গান শুনায় এমনকি আপনার ফেসবুক প্রোফাইলও হালনাগাদ করে। অ্যাড-অন সম্পর্কে আরও জানতে বা এগুলো ইন্সটল করার নির্দেশনা পেতে ফায়ারফক্সে বৈশিষ্ট্য যোগ করার জন্য অ্যাড-অন খুঁজুন এবং ইনস্টল করুন নিবন্ধটি দেখুন।
থিম
থিমের সাহায্যে সহজেই ফায়ারফক্সের চেহারা বদলে ফেলা যায় মজিলার অ্যাড-অন পেজে থাকা কিছু থিম চেস্টা করে দেখুন।
সর্বদা সিঙ্কের মধ্যে থাকুন
ফায়ারফক্স সিঙ্কের মাধ্যমে আপনি নিরাপদভাবে আপনার সকল ডিভাইস থেকে আপনার ব্রাউজিং ইতিহাস, বুকামার্ক, ট্যাব, পাসওয়ার্ড প্রভৃতিতে প্রবেশ করতে পারবেন। আরও জানতে কিভাবে ফায়ারফক্স সিঙ্ক সেটাপ করব? নিবন্ধটি দেখুন অথবা আপনার কম্পিউটারগুলো সিঙ্ক করা কিংবা আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে বুকামার্ক, পাসওয়ার্ড প্রভৃতি শেয়ার করুন নিবন্ধটিতে যান।