Firefox এ আপনাকে স্বাগতম! এই নিবন্ধে আমরা Firefox এর সকল মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যা পড়ে আপনি Firefox ব্যবহারের জন্য প্রস্তুত হবেন। এছাড়া এতে আরও অনেক প্রয়োজনীয় নিবন্ধের লিঙ্ক রয়েছে যেগুলো হয়তো আপনি পরে দেখতে চাইবেন।
সূচীপত্র
- 1 নতুন ট্যাব পাতা: আপনার সামনে চমৎকার কনটেন্ট
- 2 উনিফাইড সার্চ/অ্যাড্রেস বারের মাধ্যমে সবকিছু সার্চ করতে পারেন
- 3 পাতার একসন মেনু: বুকমার্ক, স্ন্যাপ সংরক্ষণ অথবা শেয়ার করুন
- 4 ট্রাকিং সুরক্ষা সহ প্রাইভেট ব্রাউজিংঃ বিনামূল্যে এবং নিরাপদে ব্রাউজ করুন
- 5 আপনার সিঙ্কে Firefox রাখুন
- 6 নীড় পাতা শুধু একটি ক্লিক দূরে
- 7 মেনু অথবা টুলবার কাস্টমাইজ করুন
- 8 হোম পেজ নির্ধারন অথবা পরিবর্তন করুন
- 9 ওয়েবে অনুসন্ধান করুন
- 10 ওয়েবসাইটকে বুকমার্ক করা
- 11 অসাম বারের সাহায্যে যেকোন কিছু খুঁজে বের করুন
- 12 প্রাইভেট ব্রাউজিং
- 13 মেনু অথবা টুলবার সম্পাদন করুন
- 14 অ্যাড-অন এর সাহায্যে Firefox এ নতুন বৈশিষ্ট্য যোগ করুন
- 15 Firefox সিঙ্ক করার পদ্ধতি
- 16 সহায়তা পান
নতুন ট্যাব পাতা: আপনার সামনে চমৎকার কনটেন্ট
ডিফল্টভাবে,প্রতি নিয়ত নতুন ট্যাব খোলার মাধ্যমে Firefox আপনাকে ভালো কনটেন্টে প্রবেশের সুযোগ দিবে। পাতাটিকে কাস্টমাইজ করতে সেকশন এবং থাম্বনেইলের উপর হোভার করুন অথবা আরও আপশন পেতে গিয়ার আইকনে ক্লিক করুন।
উনিফাইড সার্চ/অ্যাড্রেস বারের মাধ্যমে সবকিছু সার্চ করতে পারেন
যখন আপনি ঠিক কোন ওয়েব এড্রেস অথবা শুধু সার্চিং করবেন, তখন ইউনিফাইড Awesome Bar সবকিছু নিয়ন্ত্রণ করবে। Firefox's URL বার আপনার বুকমার্ক এবং ট্যাগ, ইতিহাস, খোলা ট্যাব এবং জনপ্রিয় সার্চ এর উপর ভিত্তিকরে আপনাকে পরামর্শ দিবে। এটা কেমন হবে? শুধু সার্চ অথবা url টাইপ করে দেখুন কি জাদুটাই ঘটে।
পাতার একসন মেনু: বুকমার্ক, স্ন্যাপ সংরক্ষণ অথবা শেয়ার করুন
সত্যিই ভাল মানের ওয়েব পেজ খুঁজছেন? সেসব সংরক্ষণ অথবা শেয়ার করুন। এড্রেস বারে পেজ একসন মেনু আপনাকে ওয়েব পেজটি bookmark করতে, লিঙ্ক অথবা ইমেইল কপি করতে, screenshots নিতে, এবং send pages to your phone অথবা আপনার Pocket লিস্টে রাখতে দিবে যাতে আপনি যে কোন জায়গায় যে কোন সময় পড়তে পারেন।
ট্রাকিং সুরক্ষা সহ প্রাইভেট ব্রাউজিংঃ বিনামূল্যে এবং নিরাপদে ব্রাউজ করুন
আপনার কম্পিউটারে যেসব সাইটে এবং পেজে গেছেন সে সম্বন্ধে কোন তথ্য সংরক্ষণ ছাড়াই ইন্টারনেট ব্রাউজ করুন। যে সব ক্রিপি ট্রাকার ওয়েবে আপনার ব্যবহার বিধি ফলো করে Firefox সে গুলোকেও ব্লক করবে।
- মেনু বাটনে ক্লিক করুন এবং তারপর right-clickcontrol + click করতে পারেন, তারপর এ ক্লিক করুন।) ক্লিক করুন। (পরামর্শ: আপনি ওয়েব পেজে
আপনার সিঙ্কে Firefox রাখুন
এমনভাবে Firefox অ্যাকাউন্ট সেট আপ করুন যাতে আপনি যেখানেই যান আপনার ব্রাউজিং তথ্য আপনার সাথে নিতে পারেন। মেনু বাটনে ক্লিক করুন,
এবং অ্যাকাউন্ট খোলার জন্য নির্দেশনা অনুসরণ করুন। তারপর আপনার অন্য ডিভাইসে নতুন খোলা অ্যাকাউন্ট সাইন করুন!নীড় পাতা শুধু একটি ক্লিক দূরে
Firefox শুরু হলে কোন পেজটি খুলবে তা পছন্দ করুন অথবা নীড় বাটনে ক্লিক করুন।
- আপনি যে পেজটি নীড় পাতা হিসাবে ব্যবহার করতে চান তা নতুন ট্যাবে ওয়েব পেজটি খুলুন।
- হোম বাটনে ট্যাবটি টেনে এনে ছেড়ে দিন।
মেনু অথবা টুলবার কাস্টমাইজ করুন
আমরা সবচেয়ে জনপ্রিয় বৈশিষ্ট্যগুলির সাহায্যে সরঞ্জামদণ্ডটি সুবিন্যস্ত করেছি কিন্তু Firefox এর আরও বৈশিষ্ট্যগুলি টিকিয়ে গেছে। চলুন একটু ঘুরে আসুন!
- মেনু বাটনে ক্লিক করুন এবং পছন্দ করুন।
- টুলবারে অথবা ডান পাশের প্যানেলে যে সব ফিচার রাখতে চান তা টেনে এনে রেখে দিন।
- যখন শেষ হবে তখন বাটনে ক্লিক করুন।
হোম পেজ নির্ধারন অথবা পরিবর্তন করুন
Firefox চালুর সময় যে পাতাটি আসে সেটিতে যান অথবা হোম বাটনে ক্লিক করুন।
- হোম পেজ হিসেবে যে ওয়েবসাইটটি নির্ধারন করতে চান সেটি একটি ট্যাবে খুলুন।
- ঐ ট্যাবটি হোম বাটনে টেনে এনে ছেড়ে দিন।
- হোম পেজ হিসেবে নির্ধারন করতে বাটনে ক্লিক করুন।
হোম পেজ নির্ধারনের আরও কিছু উপায় হোম পেজ নিবন্ধে বর্ণনা করা হয়েছে।
ওয়েবে অনুসন্ধান করুন
Firefox এ পূর্বে থেকে থাকা অনুসন্ধান বার থেকে আপনার পছন্দের অনুসন্ধান ইঞ্জিনটি নির্বাচন করুন।
- অনুসন্ধান বারে শুধু টাইপ করা শুরু করুন এবং যে সার্চ ইঞ্জিনটি চান তা চয়ন করুন।
সার্চ কৌশল নিয়ে আরও জানুন Search bar article।
ওয়েবসাইটকে বুকমার্ক করা
আপনার পছন্দের সাইটগুলো সংরক্ষণ করুন
- বুকমার্ক তৈরি করতে টুলবারের তারকা চিহ্নে ক্লিক করুন। তারকা চিহ্নটি নীল হয়ে যাবে এবং অনির্বাচিত বুকমার্কঅন্যান্য বুকমার্ক ফোল্ডারে আপনি যে পাতায় আছেন তার বুকমার্ক তৈরি হবে। এতটুকুই!
আরও জানতে বুকমার্ক নিবন্ধটি দেখুন।
অসাম বারের সাহায্যে যেকোন কিছু খুঁজে বের করুন
আমরা Firefox এর অ্যাড্রেস বারকে "অসাম বার" বলে ডাকতে পছন্দ করি। কেননা এটি দ্রুততার সঙ্গে আপনার আগে দেখা ঠিকানাগুলো খুঁজে বের করে।
- অ্যাড্রেস বারে লেখা শুরু করলে আপনি আপনার ব্রাউজিং ইতিহাস ও বুকমার্ক হতে একটি তালিকা দেখতে পাবেন। আপনার কাঙ্ক্ষিত পাতাটি খুঁজে পেলে তার উপর ক্লিক করুন।
আরও কৌশল জানতে অসাম বার নিবন্ধটি দেখুন।
প্রাইভেট ব্রাউজিং
Firefox এর প্রাইভেট ব্রাউজিং এর সাহায্যে আপনি আপনার দেখা সাইটগুলোর সম্পর্কে কম্পিউটারে কোন তথ্য সংরক্ষণ করা ছাড়াই ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন।
- মেনু বাটনে ক্লিক করে
প্রাইভেট ব্রাউজিং কিভাবে কাজ করে সে সম্পর্কে বিস্তারিত জানুন।
মেনু অথবা টুলবার সম্পাদন করুন
মেনু অথবা টুলবারে থাকা উপাদানগুলো আপনি চাইলে পরিবর্তন করতে পারেন।
- "new fx menu" ছবি বিদ্যমান নয়। মেনু বাটনে ক্লিক করে
- একটি বিশেষ ট্যাব খুলবে যেখান থেকে আপনি মেনু এবং টুলবারে "টানা ও ছেড়ে দেওয়া" পদ্ধতিতে উপাদান যোগ করতে বা বাদ দিতে পারবেন।
নির্বাচন করুন।
- সম্পাদন করা হয়ে গেলে সবুজ রঙের বাটনটিতে ক্লিক করুন।
আরও জানতে Firefox নিজের মত করে সাজান নিবন্ধটি দেখুন।
অ্যাড-অন এর সাহায্যে Firefox এ নতুন বৈশিষ্ট্য যোগ করুন
অ্যাড-অন এক ধরনের অ্যাপ্লিকেশন, যেগুলো ইন্সটল করে আপনি Firefox এ আপনার প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন।
-
মেনু বাটনে ক্লিক করুন এবং পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।
- অ্যাড-অন ম্যানেজার ট্যাবে প্যানেলটি নির্বাচন করুন।
- কোন শীর্ষস্থানীয় অ্যাড-অন বা থিম সম্পর্কে বিস্তারিত জানতে এর উপর ক্লিক করুন। এরপর আপনি সবুজ রঙের
- আপনি চাইলে উপরে থাকা অনুসন্ধান বক্সের সাহায্যেও কোন নির্দিষ্ট অ্যাড-অন খুঁজতে পারবেন। এরপর আপনার খুঁজে পাওয়া যে কোন অ্যাড-অনের
বাটনে ক্লিক করার মাধ্যমে এটি ইন্সটল করতে পারবেন।
- আপনি চাইলে উপরে থাকা অনুসন্ধান বক্সের সাহায্যেও কোন নির্দিষ্ট অ্যাড-অন খুঁজতে পারবেন। এরপর আপনার খুঁজে পাওয়া যে কোন অ্যাড-অনের
- Firefox অনুরোধকৃত অ্যাড-অনটি ডাউনলোড করবে এবং হয়তো জিজ্ঞেস করবে আপনি এটি ইন্সটল করার ব্যাপারে নিশ্চিত কিনা।
- যদি বাটনটি আসে তবে তাতে ক্লিক করুন। Firefox পুনরায় চালু হওয়ার সময় আপনার খোলা থাকা ট্যাবগুলো সংরক্ষণ করা হবে এবং পুনরায় চালু হওয়ার পর তা পুনরুদ্ধার করা হবে।
-
মেনু বাটনে ক্লিক করুন এবং পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।
- অ্যাড-অন ম্যানেজার ট্যাবে প্যানেলটি নির্বাচন করুন।
- ফিচার অ্যাড-অন ইন্সটল করতে ধূসর টগল বাটনে ক্লিক করুন যেটি সবুজে পরিনত হবে। অ্যাড-অনটি আনইন্সটল করতে আবার টগল বাটনে ক্লিক করুন।
নিচে ফিচার অ্যাড-অনের লিস্ট আছে addons.mozilla.org এ নিয়ে যাবে যেখানে আপনি নির্দিষ্ট অ্যাড-অন খুঁজতে পারবেন।
বাটনে ক্লিক করতে পারেন। এটা আপনাকেঅ্যাড-অন সম্পর্কে আরও জানতে ফায়ারফক্সে বৈশিষ্ট্য যোগ করার জন্য অ্যাড-অন খুঁজুন এবং ইনস্টল করুন নিবন্ধটি দেখুন।
Firefox সিঙ্ক করার পদ্ধতি
যেকোন ডিভাইস থেকে আপনার বুকমার্ক, ব্রাউজিং ইতিহাস, পাসওয়ার্ড প্রভৃতিতে প্রবেশ করুন।
- প্রথমে একটি Firefox একাউন্ট তৈরি করুন:
- মেনু বাটনে ক্লিক করে নির্বাচন করুন এবং একাউন্ট তৈরি করতে নির্দেশনা অনুসরণ করুন।
- এরপর অন্যান্য ডিভাইস যুক্ত করার জন্য কেবল সাইন ইন করুন।
বিস্তারিত নির্দেশনার জন্য কিভাবে ফায়ারফক্স সিঙ্ক সেটাপ করব? নিবন্ধটি দেখুন।
সহায়তা পান
আপনার যদি আরও প্রশ্ন থেকে থাকে কিংবা যদি Firefox সংক্রান্ত কোন সাহায্যের প্রয়োজন হয় তবে আপনি ঠিক ওয়েব সাইটেই এসেছেন।
- এই সাইটে এমন শত শত নিবন্ধ আছে যেখানে Firefox নিয়ে আপনার প্রায় সকল প্রশ্নের সমাধান পাবেন।