ইউজার নেম এবং পাসওয়ার্ড বিশিষ্ট ওয়েব সাইটে লগিন সমস্যার সমাধান

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 78881
  • নির্মিত:
  • রচয়িতা: Forhad Hossain
  • মন্তব্য: অর্ধেক শেষ। বাকী অর্ধেক কাল করব।
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

যে সকল ওয়েব সাইটে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয়, সেই সকল ওয়েব সাইটে যদি আপনি লগইন করতে না পারেন তাহলে নিচের অণুচ্ছেদটির ধাপগুলো অনুসরণ করুন।


ওয়েব সাইটের জন্য কুকি চালু করুন

এটি নিশ্চিত করুন যে cookies সমস্যাজনিত পেজের জন্য কুকি চালু করা আছে:

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন। .
  2. Privacy & Security প্যানেল নির্বাচন করুন এবং History সেকশনে যান।

  3. Firefox will, এ ড্রপ-ডাউন মেনুতে গিয়ে Use custom settings for history সেট করুন।
    Fx60HistorySettings-UseCustomFx63CustomHistory
  4. এটি নিশ্চিত করুন যে Accept cookies from sites অপশনটিতে টিক চিহ্ন দেওয়া আছে।
  5. এটি নিশ্চিত করুন যে Accept third party cookies অপশনটিতে টিক চিহ্ন দেওয়া আছে।
  6. Exceptions…তে ক্লিক করুন।
  7. আপনি যে সাইটে প্রবেশ করার চেষ্টা করছেন তা যেন তালিকায় না থাকে।
    • যদি তালিকায় থাকে, entry তে ক্লিক করুন,তারপর Remove Siteতে ক্লিক করুন।
  8. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে। .
  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন। .
  2. Privacy & Security প্যানেল নির্বাচন করুন এবং History সেকশনে যান।

  3. Firefox will, এ ড্রপ-ডাউন মেনুতে গিয়ে Use custom settings for history সেট করুন।
    Fx60HistorySettings-UseCustomFx63CustomHistory
  4. এটি নিশ্চিত করুন যে Accept cookies from sites অপশনটিতে টিক চিহ্ন দেওয়া আছে।
  5. এটি নিশ্চিত করুন যে Accept third party cookies অপশনটি Always নির্ধারণ করা আছে।
    • Disabling third party cookies can cause problems with some websites. Always accept third party cookies to rule it out as a cause for your problem.
  6. Exceptions…তে ক্লিক করুন।
  7. আপনি যে সাইটে প্রবেশ করার চেষ্টা করছেন তা যেন তালিকায় না থাকে।
    • যদি তালিকায় থাকে, entry তে ক্লিক করুন,তারপর Remove Siteতে ক্লিক করুন।
  8. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে। .

আপনি যদি কোন সেটিং পরিবর্তন করে থাকেন তাহলে ওই সাইটে পুনরায় প্রবেশ করার চেষ্টা করুন।

ওই ওয়েব সাইটের জন্য ব্রাউজিং ইতিহাস মুছে ফেলুন

ইতিমধ্যে আপনার কম্পিউটারে সঞ্চিত কুকি এবং অস্থায়ী তথ্য এই সমস্যার কারণ হতে পারে। সেগুলো চিহ্নিত করুন, তারপর আপনার সমস্যার জন্য সেগুলো পরীক্ষা করুন:
  1. লাইব্রেরি বাটনে 57 library icon ক্লিক করুন এবং তারপর History ক্লিক করে Show All History বারে যান। এতে লাইব্রেরি পর্দা খুলবে। মেনু বাটনে New Fx Menu এবং তারপর History বাটনে ক্লিক করে নিচে Show All History বারে ক্লিক করলে লাইব্রেরি পর্দা প্রদর্শিত হবে।
  2. ডানদিকে সবার উপরের দিকে, আপনি যে ওয়েবসাইটের জন্য Search History ভুলে যেতে চান তার নাম লিখুন, এবং EnterReturn ক্লিক করুন।
  3. In the resulting list, right-clickhold down the Ctrl key while you click on the site you wish to forget, and select Forget About This Site.
    History Win6

    History Mac6

    History Lin6
  4. Close the Library window.

সব কুকি এবং ক্যাশ মুছুন

যদি সমস্যাযুক্ত সাইটের জন্য কুকি মুছে ফেলার পরও সমস্যার সমাধান না হয়, তা হলে আপনার কম্পিউটারে সঞ্চিত সব কুকি এবং ফায়ারফক্সের ক্যাশ মুছে ফেলুন:

  1. লাইব্রেরি বাটনে ক্লিক করুন 57 library icon,History তে ক্লিক করুন এবং Clear Recent History… নির্বাচন করুণ।
  2. Time Range to clear: থেকে Everything বেছে নিন।
  3. Details এর পাশে যে তীর চিহ্ন আছে, সেটি ক্লিক করলে যেসব আইটেম আপনি মুছে ফেলতে চান তার একটি তালিকা আসবে।
  4. Cookies এবং Cache দুটোই নির্বাচন করুন।
  5. Clear Now এ ক্লিক করুন।

}

  1. লাইব্ররি বাটনে 57 library icon ক্লিক করুন, History ক্লিক করুন এবং Clear Recent History... নির্বাচন করুন।
  2. Time Range to clear: থেকে Everything বেছে নিন।
  3. ড্রপ ডাউন মেনুর নিচে Cookies এবং Cache দুটোই নির্বাচন করুন।
  4. Clear Now এ ক্লিক করুন।


এক্সেটশন এবং প্লাগইনসগুলো চেক করুন

Some extensions can cause problems with logging in to websites, বিশেষ করে ওই এক্সটেনশনগুলো যেগুলো ওই ওয়েব সাইটের সংঙ্গে সংযুক্ত। উদাহরণস্বরূপ:

Some plugins can also cause problems logging in to websites. See the ফায়ারফক্স এর সাধারণ সমস্যা সমাধানের জন্য ফ্ল্যাশ বা জাভার মত প্লাগিন ফিক্স করা article for instructions on how to determine whether a plugin is causing your problem.

Security application is blocking cookies

Some Internet security and privacy applications have features that block cookies. Check the documentation that came with your software or visit the software provider's support site, to see if your application includes a cookie control feature and how you can change those settings.

Remove corrupt cookies file

If you can't log in to websites after removing the cookies associated with it, clearing your Firefox cache, and trying with your extensions and plugins disabled, and have checked security software, you may have a corrupt cookies file in your Firefox profile folder.

This will remove all your stored cookies and essentially log you out of all saved sessions on all websites.
  1. আপনার প্রোফাইল ফোল্ডার খুলুন:

    "Fx57menu" ছবি বিদ্যমান নয়।মেনু বাটনে ক্লিক করে Help হেল্প-এ ক্লিক করুন এবং Troubleshooting Information নির্বাচন করুন। মেনু Help হতে, Troubleshooting Information নির্বাচন করুন। ট্রাবলশুটিং ইনফরমেশন ট্যাব খুলবে।

    • Application Basics এর নিচে Open FolderShow in FinderOpen Directory এ ক্লিক করুন। আপনার প্রোফাইলসহ একটি উইন্ডো খুলবে।আপনার প্রোফাইল ফোল্ডারটি খুলবে।
    দ্রষ্টব্যঃ আপনি যদি Firefox চালু বা ব্যবহার করতে না পারেন তবে Finding your profile without opening Firefox দেখুন।

  2. মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

  3. Delete the cookies.sqlite file and any cookies.sqlite-journal files.
  4. Restart Firefox.




Includes information from Websites report cookies are disabled (mozillaZine KB)