আপনার বুকমার্ক গুলোর ব্যাকআপ রাখতে বা তা স্থানান্তর করতে বুকমার্ক গুলো একটি HTML ফাইলে নেওয়া যায়
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 58774
- নির্মিত:
- রচয়িতা: Ashickur Rahman
- মন্তব্য: typo fixed
- পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
- পর্যালোচনা অবস্থা:
- পর্যালোচনা করেছেন: ashickurnoor
- Is approved? হ্যাঁ
- বর্তমান সংস্করণ? হ্যাঁ
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
এই নিবন্ধটি বর্ননা করে কিভাবে আপনি আপনার বুকমার্ক গুলো একটি HTML ফাইলে নেওয়া যায়। এই ফাইলটি ব্যাবহার করে আপনি বুকমার্ক এর ব্যাকআপ রাখতে বা তা অন্য ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত করতে পারেন।
- অন্যান্য ব্রাউজারের জন্য সুনির্দিষ্ট দিক নির্দেশনার জন্য, Internet Explorer এ বুকমার্ক নিয়ে যান, Export bookmarks to Opera এবং সাফারি তে বুকমার্কস এক্সপোর্ট করুন নিবন্ধগুলো দেখুন।
এখানে লাইব্রেরি বাটনে
ক্লিক করুন, তারপর ক্লিক করুন। স্ক্রল করে নিচে যান এবং ক্লিক করুন। বুকমার্ক বাটনে ক্লিক করুন
এবং লাইব্রেরী উইন্ডো ওপেন করতে সিলেক্ট করুন।
- লাইব্রেরি উইন্ডোর টুলবার থেকে,
- বুকমার্ক এক্সপোর্ট ফাইল উইন্ডো যেটা খোলা আছো, নথি সংরক্ষণ করার জন্য একটি স্থান খুজুন, যা প্রাথমিকভাবে bookmarks.html নামে থাকবে। ডেস্কটপ সবচেয়ে ভালো জায়গা, কিন্তু যেকোন জায়গা যা সহজে মনে আসবে তা দিয়েই কাজ হবে।
- বাটনে ক্লিক করুন। বুকমার্ক এক্সপোর্ট ফাইল ব্রাউজার বন্ধ হয়ে যাবে।
- লাইব্রেরি উইন্ডো বন্ধ করে দিন।
এর মধ্য দিয়েই আপনার বুকমার্ক গুলো সফলতার সাথে ফায়ারফক্স হতে রপ্তানি করা হয়েছে। আপনার সংরক্ষণ করা বুকমার্কের HTML ফাইলটি এখন অন্য ওয়েব ব্রাউজারে স্থানান্তর এর জন্য সম্পুর্নভাবে প্রস্তুত।