ওয়েবসাইট সমূহ আপনার কম্পিউটারে যে সকল তথ্য সংরক্ষণ করেছে তা পরিষ্কার করতে কুকি মুছুন
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 71946
- নির্মিত:
- রচয়িতা: Rashik Ishrak Nahian
- মন্তব্য: Updated
- পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
- পর্যালোচনা অবস্থা:
- পর্যালোচনা করেছেন: amit3333
- Is approved? হ্যাঁ
- বর্তমান সংস্করণ? না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
আপনি যে সকল ওয়েবসাইট পরিদর্শন করে থাকেন সেসকল ওয়েবসাইট দ্বারা আপনার কম্পিউটারে কুকিগুলো সংরক্ষণ করা হয়ে থাকে। সাধারণত সাইট অনুযায়ী পছন্দ বা লগইন অবস্থা এর মত তথ্যগুলো এই কুকিজের মধ্যে থাকে। এই নিবন্ধটিতে বর্ণনা করা হয়েছে কিভাবে ফায়ারফক্সে কুকিগুলো মুছতে হয়।
- আপনার ব্রাউজিং ইতিহাস, কুকিগুলো এবং সাময়িক ক্যাশ ফাইল একযোগে পরিষ্কার করতে সাম্প্রতিক ব্রাউজিং, অনুসন্ধান এবং ডাউনলোডের ইতিহাস মুছে ফেলুন নিবন্ধটি দেখুন।
- ওয়েবসাইটগুলোকে আপনার কম্পিউটারে কুকি সংরক্ষণ থেকে প্রতিরোধ করার জন্য, Firefox এ সাইট বৈশিষ্ট্য অথবা লগইন অবস্থা সংরক্ষণ থেকে ওয়েবসাইট কে বাধা দেয়া নিবন্ধটি দেখুন।
একটি নির্দিষ্ট সাইটের কুকিগুলো মুছুন
একটি সাইটের কুকিগুলো মুছতে হলেঃ
- মেনু বাটনে
ক্লিক করে নির্বাচন করুন।
-
প্যানেল নির্বাচন করুন এবং History সেকশনে যান।
- Firefox will, এ ড্রপ-ডাউন মেনুতে গিয়ে Use custom settings for history সেট করুন।
- এ ক্লিক করুন। এরপর কুকিগুলোর উইন্ডোটি খুলবে
- "'Search:" বক্সে আপনি যে সাইটের কুকি মুছতে চান তার নাম টাইপ করুন। আপনার অনুসন্ধানের সাথে যে কুকিগুলো মিলে যাবে তা প্রদর্শিত হবে।
- লিস্টে থাকা যে কুকিগুলোগুলো আপনি মুছতে চান সেগুলো নির্বাচন করুন এবং
- প্রথম কুকিটি নির্বাচন করুন এবং লিস্টে থাকা সবগুলো কুকি নির্বাচন করতে Shift+End চাপুন।
তে ক্লিক করুন। - উইন্ডোটি বন্ধ করার জন্য ক্লিক করুন কুকিগুলো উইন্ডোটি বন্ধ করুন।
সব কুকি মুছে ফেলুন
আপনার কম্পিউটার এ সংরক্ষিত সব কুকি মুছে ফেলতে:
ফায়ারফক্স উইন্ডোর একদম শীর্ষে থাকা বাটনে ক্লিক করুন, এরপর মেনুতে যান (উইন্ডোজ এক্সপিতে মেনুতে ক্লিক করুন) এবং নির্বাচন করুন।মেনু বারে থাকা, মেনু ক্লিক করুন,এবং নির্বাচন করুন।ফায়ারফক্স উইন্ডোর উপরের দিকে থাকা, মেনুতে ক্লিক করুন, এবং নির্বাচন করুন।
ফায়ারফক্স উইন্ডোর উপরের দিকে থাকা বাটনে ক্লিক করুন এবং মেনুতে যান এবং নির্বাচন করুন।মেনুবারে থাকা ক্লিক করুন মেনু ক্লিক করুন,এবং নির্বাচন করুন।}ফায়ারফক্স উইন্ডোর উপরের দিকে থাকা মেনুতে ক্লিক করুন,এবং নির্বাচন করুন।
মেনু বাটনে ক্লিক করুন, নির্বাচন করুন , এবং তারপর .
- Time range to clear এ Everything সেট করুন।
- ইতিহাস আইটেমের তালিকা খুলতে Details এর পাশে থাকা টিক চিহ্নটিতে ক্লিক করুন ।
- Cookies নির্বাচন করুন এবং নিশ্চিত করুন যে অন্যান্য আইটেমগুলো যেগুলো আপনি রাখতে চান সেগুলো নির্বাচন করা হয়নি।
- কুকিগুলো মুছতে এবং সকল নতুন ইতিহাসের উইন্ডো বন্ধ করতে বাটনে ক্লিক করুন ।