কুকি - এমন তথ্য যা কোনো ওয়েবসাইট আপনার কম্পিউটারে সংরক্ষন করে

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 60621
  • নির্মিত:
  • রচয়িতা: Tapu Afrad
  • মন্তব্য: পর্যালোচনা প্রয়োজন
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

"কুকি" কি, কীভাবে তাদের ব্যবহার করা হয় এবং ফায়ারফক্সে তাদেরকে কীভাবে তাদের ব্যবস্থাপনা করতে হয় তা এই নিবন্ধে বর্ননা করা হয়েছে।

কুকি কি?

কুকি হচ্ছে এমন তথ্য যা আপনার পরিদর্শন করা ওয়েবসাইটগুলো আপনার কম্পিউটারে সংরক্ষন করে।

কিছু কিছু ব্রাউজারে, প্রত্যেক কুকিই একটি ছোট ফাইল কিন্তু ফায়ারফক্সে, সবগুলো কুকি একটিমাত্র ফাইলে সংরক্ষিত থাকে, যা পাওয়া যাবে ফায়ারফক্সের প্রোফাইল ফোল্ডারে।

কুকি প্রায়ই ওয়েবসাইটের জন্য সেটিংস সংরক্ষন করে, যেমন আপনার পছন্দের ভাষা কিংবা অবস্থান। যখন আপনি সাইটে ফেরত আসবেন, ফায়ারফক্স এই সাইট সম্পর্কিত কুকি ফেরত পাঠায়। এটি আপনার দেয়া তথ্য অনুযায়ী সাইটটিকে আপনার পছন্দ অনুযায়ী প্রদর্শন করতে অনুমতি প্রদান করে।

কুকি আরো বড় ধরনের তথ্যও সংরক্ষন করে, সাথে ব্যক্তিগতভাবে চিহ্নিত করা যায় এমন তথ্য (যেমন আপনার নাম, বাড়ির ঠিকানা, ই-মেইল ঠিকানা, টেলিফোন নাম্বার)। যদিও, আপনার দেয়া তথ্য অনুযায়িই তা সংরক্ষিত হবে - আপনার না দেয়া তথ্য কখনোই ওয়েবসাইট নিতে পারবে না, এবং তারা আপনার কম্পিউটারের অন্যকোনো ফাইল ব্যবহার করতে পারবে না।

পূর্বনির্ধারিতভাবে, কুকি সংরক্ষন এবং পাঠানো আপনার কাছে লুকানো থাকে। যদিও, আপনি আপনার ফায়ারফক্সের সেটিংস এমনভাবে সংরক্ষন করতে পারবেন যাতে কুকির সংরক্ষনের জন্য আপনার অনুমতির প্রয়োজন হয়, ফায়ারফক্স বন্ধ হবার সময় স্বয়ংক্রিয়ভাবে কুকি মুছে ফেলা হয় এবং আরো অনেক কিছু।

কুকি সেটিংস

ফায়ারফক্সের কুকির সেটিংস ব্যবস্থাপনা করা হয় Optionsবৈশিষ্ট্য উইন্ডোর গোপনীয়তা প্যানেলে। এই সেটিংস সংক্রান্ত আরো তথ্যের জন্য দেখুন প্রাইভেসি, ব্রাউজিং ইতিহাস ও do-not-track এর সেটিংস

একটি নির্দিষ্ট কাজের জন্য কীভাবে সেটিংস ব্যবহার করবে তার নির্দেশনা পেতে দেখুনঃ

কুকি সংক্রান্ত সমস্যার সমাধান

ফায়ারফক্সে যদি আপনি কুকি সংক্রান্ত সমস্যায় পড়েন, তাহলে দেখুনঃ