কুকি - এমন তথ্য যা কোনো ওয়েবসাইট আপনার কম্পিউটারে সংরক্ষন করে
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 60617
- নির্মিত:
- রচয়িতা: Tapu Afrad
- মন্তব্য: অনুবাদ করা হয়নি
- পর্যালোচনা অবস্থা: না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
"কুকি" কি, কীভাবে তাদের ব্যবহার করা হয় এবং ফায়ারফক্সে তাদেরকে কীভাবে তাদের ব্যবস্থাপনা করতে হয় তা এই নিবন্ধে বর্ননা করা হয়েছে।
কুকি কি?
কুকি হচ্ছে এমন তথ্য যা আপনার পরিদর্শন করা ওয়েবসাইটগুলো আপনার কম্পিউটারে সংরক্ষন করে।
কিছু কিছু ব্রাউজারে, প্রত্যেক কুকিই একটি ছোট ফাইল কিন্তু ফায়ারফক্সে, সবগুলো কুকি একটিমাত্র ফাইলে সংরক্ষিত থাকে, যা পাওয়া যাবে ফায়ারফক্সের প্রোফাইল ফোল্ডারে।
কুকি প্রায়ই ওয়েবসাইটের জন্য সেটিংস সংরক্ষন করে, যেমন আপনার পছন্দের ভাষা কিংবা অবস্থান। যখন আপনি সাইটে ফেরত আসবেন, ফায়ারফক্স এই সাইট সম্পর্কিত কুকি ফেরত পাঠায়। এটি আপনার দেয়া তথ্য অনুযায়ী সাইটটিকে আপনার পছন্দ অনুযায়ী প্রদর্শন করতে অনুমতি প্রদান করে।
কুকি আরো বড় ধরনের তথ্যও সংরক্ষন করে, সাথে ব্যক্তিগতভাবে চিহ্নিত করা যায় এমন তথ্য (যেমন আপনার নাম, বাড়ির ঠিকানা, ই-মেইল ঠিকানা, টেলিফোন নাম্বার)। যদিও, আপনার দেয়া তথ্য অনুযায়িই তা সংরক্ষিত হবে - আপনার না দেয়া তথ্য কখনোই ওয়েবসাইট নিতে পারবে না, এবং তারা আপনার কম্পিউটারের অন্যকোনো ফাইল ব্যবহার করতে পারবে না।
পূর্বনির্ধারিতভাবে, কুকি সংরক্ষন এবং পাঠানো আপনার কাছে লুকানো থাকে। যদিও, আপনি আপনার ফায়ারফক্সের সেটিংস এমনভাবে সংরক্ষন করতে পারবেন যাতে কুকির সংরক্ষনের জন্য আপনার অনুমতির প্রয়োজন হয়, ফায়ারফক্স বন্ধ হবার সময় স্বয়ংক্রিয়ভাবে কুকি মুছে ফেলা হয় এবং আরো অনেক কিছু।
কুকি সেটিংস
Cookie settings in Firefox are managed in the OptionsPreferences window's Privacy panel. এই সেটিংস সংক্রান্ত আরো তথ্যের জন্য দেখুন প্রাইভেসি, ব্রাউজিং ইতিহাস ও do-not-track এর সেটিংস।
একটি নির্দিষ্ট কাজের জন্য কীভাবে সেটিংস ব্যবহার করবে তার নির্দেশনা পেতে দেখুনঃ
- কুকি চালু এবং বন্ধ করা, আপনার পছন্দসমূহ অনুসরণ করতে ওয়েবসাইট যা ব্যবহার করে: ফায়ারফক্সে কীভাবে কুকি সংরক্ষন চালু বা বন্ধ করবেন।
- ওয়েবসাইট সমূহ আপনার কম্পিউটারে যে সকল তথ্য সংরক্ষণ করেছে তা পরিষ্কার করতে কুকি মুছুন: কীভাবে ওয়েবসাইটসমূহের সংরক্ষন করা কুকি মুছে ফেলবেন।
- Firefox এ সাইট বৈশিষ্ট্য অথবা লগইন অবস্থা সংরক্ষণ থেকে ওয়েবসাইট কে বাধা দেয়া: কীভাবে একটি নির্দিষ্ট ওয়েবসাইটের জন্য কুকি সংরক্ষন বন্ধ করবেন।
- বিজ্ঞাপনদাতার দ্বারা কিছু ধরণের ট্র্যাকিং বন্ধ করার জন্য Firefox এর মধ্যে থার্ড পার্টি কুকিজ নিষ্ক্রিয় করুন: কীভাবে আপনার পরিদর্শন করা ওয়েবসাইট ছাড়া অন্য ওয়েবসাইটের জন্য কুকি সংরক্ষন বন্ধ করবান।
Troubleshooting cookies
If you are having a problem with Firefox that involves cookies, see:
- ওয়েবসাইট বলেছে কুকি ব্লক করা আছে - তাদের আনব্লক করুন
- ইউজার নেম এবং পাসওয়ার্ড বিশিষ্ট ওয়েব সাইটে লগিন সমস্যার সমাধান