টুলবার ও উইন্ডোর মাপ পরিবর্তন সংরক্ষন করা হয়নি

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 79629
  • নির্মিত:
  • রচয়িতা: Rashik Ishrak Nahian
  • মন্তব্য: done
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

কিছু দৃষ্টান্তে, আপনি আপনার টুলবারের সেটিংস বা অন্য কিছু কনফিগারেশন পরিবর্তন তৈরি করেছেন টা Firefox মনে না রাখতে পারে ।


এই নিবন্ধটি নিম্নলিখিত এক বা একাধিক উপসর্গে যে অন্তর্নিহিত সমস্যা হতে পারে তার কিভাবে সমাধান করা যায় টা ব্যাখ্যা করে :

  • আপনি আপনার টুলবারে যে পরিবর্তন করেছেন টা আপনার Firefox রিস্টার্ট এর সময় সংরক্ষন করা হয়নি ।
  • ব্রাউজার উইন্ডো এর আকার এবং অবস্থান এর করা পরিবর্তন আপনার Firefox রিস্টার্ট এর সময় মনে রাখা হয় না ।
  • আপনি নতুন বুকমার্ক সংরক্ষণ করতে পারছেন না ।

সমস্যাটি সমাধানের জন্য ফায়ারফক্স রিসেট করুন

Firefox এর রিসেট ফিচার টুলবার এর প্রিফারেন্স রিসেট করবে এবং হস্তক্ষেপ করা হতে পারে সে অ্যাড অনটি অক্ষম করবে ।

দ্রষ্টব্য: যখন রিফ্রেশ ফিচার ব্যবহার করবেন, আপনার বুকমার্ক, ব্রাউজিং ইতিহাস, খোলা ট্যাব , উইন্ডো, পাসওয়ার্ড, কুকি এবং ওয়েব ফর্মে স্বয়ংক্রিয় পূর্ণ হওয়া তথ্য সংরক্ষণ করা হবে। যদিও, আপনার এক্সটেনশন এবং থিম মুছে ফেলা হবে এবং আপনার পছন্দ রিসেট করা হবে। যদিও, আপনার এক্সটেনসন এবং থিম মুছে ফেলা হবে এবং আপনার পছন্দসমূহ রিসেট করা হবে।
  1. যদি আপনি Firefox এ এই পেজ দেখেন তাহলে সরাসরি Firefox রিফ্রেশ করুন বাটনে ক্লিক করুন।
    যদি আপনি অন্য ব্রাউজারে থাকেন অথবা মোবাইল ডিভাইসে থাকেন তাহলে এটা কাজ করবে না।
    • আপনি Firefox এর about:support Troubleshooting Information পাতার উপরের ডান কোণে Refresh টি বাটন পাবেন।
  2. চালিয়ে যেতে, কনফার্মেশন উইন্ডোর Refresh Firefox বাটনে ক্লিক করুন।
  3. Firefox বন্ধ হয়ে যাবে এবং রিফ্রেশ হবে। শেষ হওয়ার পর, একটি উইন্ডোতে নিয়ে আসা তথ্যগুলোর তালিকা দেখা যাবে। Finish বাটনে ক্লিক করুন। Firefox চালু হবে।

লক্ষ্য করুন: যদি স্বাভাবিকভাবে Firefox চালু করতে না পারেন, তবে Firefox Safe Mode উইন্ডোতেও Refresh Firefox বাটন রয়েছে।creating a new profile and transferring your important data to the new profile আপনি এটার সাহায্যে ম্যানুয়াল রিফ্রেশও করতে পারেন

কারণসমূহ

উপরোক্ত উপসর্গটি সাধারণত আপনার Firefox ব্যবহারকারীদের তথ্য এর একটি ক্ষতিগ্রস্ত ফাইল দ্বারা সৃষ্ট হয় , localstore.rdf নামক । আপনার কিছু কনফিগারেশন সেটিংস এর পরিচালনার জন্য এই ফাইলটি Firefox দ্বারা পরিচালিত হয় ।

অন্য আরেকটি সম্ভাব্য কারণ হতে পারে একটি মিসবিহেভিং Firefox এক্সটেনশন ।

সমস্যা ফিক্সিং

localstore.rdf রিসেট করে

  1. New Fx Menuমেনু বাটনে ক্লিক করুন, Help-29 হেল্পে ক্লিক করুন
    New Fx Menuমেনু বাটনে ক্লিক করুন, Help-29 হেল্পে ক্লিক করুন এবং Restart with Add-ons Disabled... নির্বাচন করুন। Firefox সেফ মোড ডায়লগ নিয়ে শুরু হবে।
    নোট: আপনি Firefox শুরু করার সময় shift কী চেপে ধরে সেফ মোডে Firefox শুরু করতে পারেন।কী চেপে ধরুন option Firefox খোলা পর্যন্ত। Firefox বন্ধ করুন এবং তারপর আপনার Terminal এ: firefox -safe-mode কোড চালান,
    আপনাকে Firefox ইনস্টলেশন পাথ উল্লেখ করে দিতে হতে পারে (e.g. /usr/lib/firefox)
  2. Firefox এর Safe Mode ডায়লগে, Reset toolbars and controls সিলেক্ট করুন এবং Make Changes and Restartএ ক্লিক করুন

    50c17976d1bd6a4a7608e862ce87cf56-1259976743-499-1.png 50c17976d1bd6a4a7608e862ce87cf56-1238098942-151-2.jpg 50c17976d1bd6a4a7608e862ce87cf56-1263704014-536-1.png

এখন আপনার customize your toolbar settings and controls , ব্রাউজার উইন্ডোর আকার বা অবস্থান পরিবর্তন এবং নতুন বুকমার্ক সংরক্ষণ করতে সক্ষম হওয়া উচিত, এবং আপনি Firefox রিস্টার্ট করলেও এই পরিবর্তনগুলো মনে রাখা হবে ।

এক্সটেনশানগুলি অক্ষম করা

পূর্ববর্তী সমাধান যদি সাহায্য না করে থাকে, তাহলে আপনি সাময়িকভাবে সকল এক্সটেনশান অক্ষম করুন এবং তারপর ফায়ারফক্স পুনরায় চালু করুন । যদি উপসর্গটি চলে যায় তাহলে আপনার এক্সটেনশানগুলির মধ্যে কোন একটিতে সমস্যা ছিল । আরো তথ্যের জন্য, এক্সটেনশন, থিম এবং হার্ডওয়্যার এক্সিলারেশন সম্পর্কিত সমস্যার সমাধান পড়ুন ।



Corrupt localstore.rdf (mozillaZine KB) থেকে তথ্যের উপর ভিত্তি করে ।