আপনার ফোনে অথবা ট্যাবে Firefox খোলার পর আপনি প্রথম যে জিনিসটি দেখতে পাবেন তা হল "Awesome screen"(অথবা হোম স্ক্রিন) ।এইছাড়াও আপনি এড্রেস বারে ট্যাব করে এই জিনিসটি দেখতে পারেন।
Awesome screen এর সাহায্যে সবকিছু সার্চ করুন
Awesome screen এর উপরে একটি সার্চ বার আছে যার সাহায্যে আপনি সার্চ এবং ওয়েব এড্রেস পরিদর্শন করতে পারেন।আপনার সার্চ বারে যা সার্চ করতে চান তা টাইপ করুন এবং স্ক্রিনের উপর থেকে যে কোন একটি সার্চ ইঞ্জিন নির্বাচন করুন অথবা ডিফল্ট ইঞ্জিন ব্যবহার করতে ট্যাব
ব্যবহার করুন।এইছাড়াও Firefox হিস্টোরি, বুকমার্ক এবং ওপেন ট্যাবের সার্চের সাথে মিলিয়ে আপনাকে পেইজ সাজেস্ট করবে।
বুকমার্ক,রিডিং লিস্ট এবং হিস্টোরিতে প্রবেশ করুন
কয়েক মুহুর্তে আপনার বহুল ব্যবহৃত সাইট, বুকমার্ক এবং রিডিং লিস্টে প্রবেশ করুন। আপনার সার্চ বারের নিচে যে বাটনটি আছে তা দিয়ে আপনি আপনার মূল বিষয়ে প্রবেশ করতে পারবেন । এইটি শুধুমাত্র আপনার বর্তমান ডিভাইসের জন্য সত্য না অনন্যা সকল ডিভাইসের জন্যও এইটি সত্য।(Tip: iPhone অথবা iPad এ আপনার ব্রাউজিং এর তথ্য আদান প্রদানের জন্য ডিভাইসটি কম্পিউটার or এন্ড্রয়েড ডিভাইস এর সাথে sync করুন।))
প্যানেল এর অর্থ কি
- Top sites:
এই প্যানেল আপনার সবচেয়ে বহুল এবং সম্প্রতি প্রদর্শিত সাইটগুলো দেখায়। এই টপ সাইটগুলো অপসারণ করতে দেখুন iOS এর জন্য Firefox এর হোম স্ক্রিন থেকে শীর্ষস্থানীয় সাইট মুছে ফেলুন.
- Bookmarks:
আপনার বুকমার্ক করা পেজগুলোর তালিকা দেখায়। দেখুন iOS এর জন্য Firefox-এ যেভাবে বুকমার্ক যুক্ত করবেন এবং মুছে ফেলবেন.
- History:
আপনার পরিদর্শন করা সাইটগুলো দেখায়। হিস্টোরি মুছে ফেলতে দেখুন iOS এর জন্য Firefox এর ব্রাউজিং ইতিহাস মুছে ফেলুন.
- Synced tabs:
সমস্ত sync ডিভাইস জুড়ে খোলা পেজগুলোর একটি তালিকা প্রদর্শন করা হয়। দেখুন iOS এর জন্য Firefox এ আপনার পূর্বের বুকমার্ক ও ব্রাউজিং ইতিহাস Sync করুন.
- Reading List:
আপনার রিডিং লিস্টে সংরক্ষণ করা পেইজগুলোয় প্রবেশাধিকারের সুযোগ দে। দেখুন OS এর জন্য Firefox-এ কোন ওয়েবপেজ পাঠ্যতালিকায় (Reading List) যুক্ত করুন.