OS এর জন্য Firefox-এ কোন ওয়েবপেজ পাঠ্যতালিকায় (Reading List) যুক্ত করুন

নিবন্ধটি iOS এর জন্য Firefox এর একটি আসন্ন সংস্করণ দেখায়, তাই আপনারটি ভিন্নরকম দেখাতে পারে। সুবিধাগুলি পাওয়ার জন্য অনুগ্রহপূর্বক কয়েক সপ্তাহের মধ্যে হালনাগাদ করুন।

হাতে সময় নেই? আপনার পাঠ্য তালিকা অর্থাৎ Reading List-এ ওয়েব পেজ সংরক্ষণ করুন এবং পরবর্তীতে সেগুলো আপনার iPhone, iPad অথবা iPod দিয়ে পড়ুন, আপনি অফলাইনে (ইন্টারনেট কানেকশন ছাড়া) থাকলেও পড়তে পারবেন ।

আপনার Reading List বা পাঠ্য তালিকায় একটি পাতা যোগ করুন

  1. "shareios" টেম্পলেটটি হয় উপলব্ধ নয় না হয় কোনো অনুমোদিত সংস্করণ নেই।
  2. পপআপ মেন্যু থেকে Firefox-এ চাপ দিন।
  3. Add to Reading List এর পাশে যদি টিকমার্ক না থাকে, তাহলে একটি টিকমার্ক দিন। (ঐচ্ছিক: যদি আপনি পাতাটি বুকমার্ক করতে না চান, তাহলে Add to Bookmarks এর পাশে টিকমার্ক মুছে দিতে পারেন)
  4. প্রক্রিয়া সমাপ্ত করার জন্য Add চাপুন।

Reader View থেকে পাতা যোগ করা

  1. Reader View আইকনে Reader mode চাপ দিন।
  2. স্ক্রিনের উপরে Add to Reading List আইকনে readinglist1 চাপ দিন।
  3. কোন ওয়েব পেজ সরিয়ে ফেলার জন্য ট্র্যাশবিন আইকনে trash icon fx iOS চাপ দিন।

আপনার Reading List (পাঠ্য তালিকা) দেখুন

তাহলে পড়ার জন্য প্রস্তুুত? নিচের ধাপগুলো সম্পন্ন করে আপনার Reading List (পাঠ্য তালিকা) দেখুন:

  1. Address বারে চাপ দিয়ে আপনার হোমস্ক্রিন আনুন।
  2. Reading List আইকনে Reader mode চাপ দিয়ে আপনার পাঠ্য তালিকা দেখুন।
    FxiOS-sample-reading-list
  3. একটি ওয়েব পেজ সরিয়ে ফেলার জন্য, বামে টানুন এবং Remove এ চাপ দিন।
    FxiOS-remove-reading-list-article

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন