কেন আমি আমার পাসওয়ার্ড সিঙ্ক করতে পারছি না?

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

সিঙ্ক পছন্দ উইন্ডোতে যদি Passwords চেকবক্স টি অকার্যকর করা থাকে তবে তার একমাত্র কারন হচ্ছে আপনি একটি মাস্টার পাসওয়ার্ড দিয়ে রেখেছেন।

একটি মাস্টার পাসওয়ার্ড দেওয়া থাকলে আপনার ফায়ারফক্সের সিঙ্ক অপশনটি পাসওয়ার্ডসমূহ সিঙ্ক করবে না। আপনি যদি আপনার পাসওয়ার্ড সমূহ সিঙ্ক করতে চান তবে তা করার পূর্বে আপনার মাস্টার পাসওয়ার্ড মুছুন নিবন্ধনটি দেখুন।

গুরুত্বপূর্নঃ আপনার ফায়ারফক্সে মাস্টার পাসওয়ার্ড দেওয়া না থাকলে কেউ যদি আপনার কম্পিউটারে প্রবেশের সুযোগ পাই তবে সে আপনার ফায়ারফক্সে সংরক্ষিত সকল পাসওয়ার্ড সে দেখতে পাবে।

 

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন