"UpdateAndroid" টেম্পলেটটি হয় উপলব্ধ নয় না হয় কোনো অনুমোদিত সংস্করণ নেই।
Android এর জন্য Firefox আপনাকে ভিডিও দেখার জন্য অনেক বিকল্প উপায় দিবে। নতুন পর্দা সমন্বিত সুবিধা এখন আপনাকে স্ট্রিমিং প্লেয়ারস e ভিডিও পাঠানোর সুযোগ দিবে,যেমন Roku তে, ফলে আপনি আপনার টিভিতে এগুলো দেখতে পারবেন।
একবার যখন আপনি ভিডিওটি আপনার টিভিতে চালানো শুরু করবেন, তখন আপনি অন্য সাইট ব্রাউজ করতে পারবেন এমনকি আপনার Android ডিভাইসটি বন্ধ করতেও পারবেন ভিডিওতে ব্যাঘাত না ঘটিয়ে । ভালো লাগলো? আমরা আপনাকে দেখাবো এটা কিভাবে করতে হয়।
- নিশ্চিত করুন যে আপনার Roku ও Android ডিভাইস একই Wifi নেটওয়ার্ক এর মধ্যে আছে।
- আপনার Android ডিভাইসে Firefox চালু করুন, এরপর একটা ওয়েবসাইটে যান video formats that Roku supports এর সাথে। যদি আপনার ডিভাইসে Adobe Flash Player সক্রিয় থাকে,এটি নিষ্ক্রিয় বা আনইন্সটল করুন আপনার Android এর সেটিংস মেন্যু এর মাধ্যমে।
- কোন একটি ভিডিও চালানোর জন্য তাতে ট্যাপ করুন।
- Send to অাইকনটিতে ট্যাপ করুন
যেটি এড্রেস বার অথবা ভিডিও প্লেয়ারে দৃশ্যমান থাকবে (কোন বিজ্ঞাপন যদি ভিডিও বন্ধ করে দেয়):
- Roku Streaming Player নির্বাচন করুন Cast to Device মেন্যু থেকে।Send to Device মেন্যু থেকে নির্বাচন করুন।
- ভিডিওটি সংক্ষিপ্ত লোড সময় এর পর শুরু হবে।
- ভিডিওটি আপনি সরাসরি আপনার Android ডিভাইস থেকে চালু অথবা বন্ধ করতে পারবেন ,আপনার ডিভাইসের পর্দার নিচের দিকের নিয়ন্ত্রণ ব্যবহার করে: