কিভাবে ওয়েব পেজ সংরক্ষণ করবেন

Firefox এর মাধ্যমে আপনি একটি ওয়েব পেজ আপনার কম্পিউটারে সংরক্ষণ করে রাখতে পারবেন। যেন পরবর্তীতে ইন্টারনেটে সংযুক্ত না হয়েও সেটি পড়া সহ অন্যান্য কাজ করতে পারেন। চলুন দেখা যাক কিভাবে।

ওয়েব পেজ সংরক্ষণ করা

  1. Firefox উইন্ডোর একদম ওপরের মেনু বারের , Firefox বাটনে ক্লিক করে Save Page As... নির্বাচন করুন। Save As উইন্ডো আসবে।
  2. Save As উইন্ডোটি ব্যবহার করে ওয়েব পেজটি আপনার কম্পিউটারে সংরক্ষণ করার জন্য একটি স্থান নির্বাচন করুন।
  3. Save As type ড্রপ ডাউন হতে, নির্বাচন করুন কিভাবে আপনি পেজটি সংরক্ষণ করতে চান:

#:Choosing File Type#:"e74673f857a97d39b1c27ff67b9b77a8-1237072529-727-1.PNG" ছবি বিদ্যমান নয়। #:e16d6cccad0b7e534d4e233f2c93c39a-1237167863-544-1.jpg

    • Web page, complete: ছবি সহ পুরো ওয়েব পেজটি সংরক্ষণ করুন। এই পছন্দের মাধ্যমে আপনি এটাকে ছবির সাথে প্রকৃতপক্ষে যেরকম দেখায় তেমন দেখতে পারবেন, কিন্তু এটা মূল পেজের HTML লিংক গঠন হয়ত রাখবে না। Firefox একটি নতুন ডিরেক্টরি তৈরী করে যেখানে পেজটি সংরক্ষিত হয় যেন পুরো ওয়েব পেজটি দেখানোর জন্য প্রয়োজনীয় ছবি এবং ফাইল সংরক্ষণ করা যায়।
    • Web page, HTML only: মূল পেজটি ছবি ছাড়াই সংরক্ষণ করুন। এই বাছাই একটি ফাইলে মূল HTML লিংকের গঠন সংরক্ষণ করে রাখে।
    • Text files: মূল পেজটি একটি টেক্সট ফাইল হিসেবে সংরক্ষণ করুন। এই বাছাই মূল HTML লিংক গঠন সংরক্ষণ করে রাখবে না, কিন্তু যেকোনো টেক্সট এডিটরের মাধ্যমে ওয়েব পেজটির টেক্সট সংস্করণ দেখতে পারবেন।
    • All files: এর সমতুল্য "Web page, HTML only," কিন্তু আপনাকে হয়ত একটি ফাইল এক্সটেনশন উল্লেখ করতে হবে (e.g. ".htm" or ".shtml").
  1. Save বাটনে ক্লিক করুন। পেজ টির একটি কপি আপনার পছন্দ করা স্থানে আপনার নির্দিষ্ট করে দেয়া ধরনে সংরক্ষিত হবে।
  1. "new fx menu" ছবি বিদ্যমান নয়। মেনু বাটনে ক্লিক করুন, এবং তারপর Save Page বাটনে ক্লিক করুন। এরপর Save As ডায়ালগ উইন্ডো খুলবে।
  2. ডায়ালগ উইন্ডোতে, পেজটি যে নামে সংরক্ষণ করতে চান তা লিখুন এবং একটি স্থান নির্বাচন করুন। Format ফর্মেটে ড্রপ ডাউন করুন, choose the type of file that you want to save the page asপেজটি যেভাবে সংরক্ষণ করতে ফাইলের সেই ধরণটি নির্বাচন করুন: Save as type ড্রপ ডাউন করুন, পেজটি যেভাবে সংরক্ষণ করতে ফাইলের সেই ধরণটি নির্বাচন করুন:ডায়লগ উইন্ডোর নিচের দিকে ডান পাশে, ড্রপ-ডাউন থেকে ফাইলের একটি ধরন নির্বাচন করুন।
    Choosing File Typesave webpagesave as linux
    • Web page, complete: ছবি সহ পুরো ওয়েব পেজটি সংরক্ষণ করুন। এই বাছাইএর মাধ্যমে আপনি এটাকে ছবি সহ প্রকৃতপক্ষে যেমন দেখায় তেমন দেখতে পারবেন, কিন্তু এটা হয়ত মূল পেজের HTML লিংকের গঠন রাখবে না। Firefox একটি নতুন ডিরেক্টরি তৈরী করে যেখানে পেজটি সংরক্ষিত হয় যেন পুরো ওয়েব পেজটি দেখানোর জন্য প্রয়োজনীয় ছবি এবং ফাইল সংরক্ষণ করা যায়।
    • Web page, HTML only: মূল পেজটি ছবি ছাড়া সংরক্ষণ করুন। এই বাছাই একটি ফাইলে মূল HTML লিংকের গঠন সংরক্ষণ করে রাখে।
    • Text files: মূল পেজটি টেক্সট ফাইল হিসেবে সংরক্ষণ করুন। কিন্তু এই বাছাই পেজের মূল HTML লিংকের গঠন রাখবে না, কিন্তু যেকোনো টেক্সট এডিটরের মাধ্যমে ওয়েব পেজটির টেক্সট সংস্করণ দেখতে পারবেন।
    • All files: এর সমতুল্য "Web page, HTML only," কিন্তু আপনাকে হয়ত একটি ফাইল এক্সটেনশন উল্লেখ করতে হবে (e.g. ".htm" or ".shtml")।
  3. Save বাটনে ক্লিক করুন। পেজ টির একটি কপি আপনার পছন্দ করা স্থানে আপনার নির্দিষ্ট করে দেয়া ধরনে সংরক্ষিত হবে।

ওয়েব পেজের বিভিন্ন অংশ সংরক্ষণ করা

To save an image: রাইট-ক্লিক করুন যখন ক্লিক করবেন Ctrl বাটন টি চেপে ধরে রাখুন যে ছবিটি সংরক্ষণ করতে চান তার ওপর, এর পর কনট্যাক্স মেন্যু থেকে Save Image As... বাছাই করুন। এর পর ছবিটির কপি সংরক্ষণ করার জন্য কম্পিউটারে একটি স্থান নির্বাচন করুন। Save Image As

পেজে ইমেজ স্ক্রিপ্ট এবং আরও অন্যান্য উপাদান সংরক্ষণ করার জন্য Page Info window's Media panel ব্যাবহার করুন।

 

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন