Android এর জন্য Firefox দিয়ে আমি কিভাবে ফ্ল্যাশ ভিডিও দেখতে পারি?

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

Android এর জন্য Firefox Flash ডিফল্টরূপে চালু করতে ট্যাপ করুন আইকন প্রদর্শন করে। কিভাবে ভিডিও দেখতে এবং কিভাবে Flash মত প্লাগইন এর জন্য আপনার সেটিংস পরিবর্তন করবেন, জানতে এই নিবন্ধটি ব্যবহার করুন।

  1. এখান থেকে একটি সংরক্ষিত সংস্করণে Adobe Flash প্লেয়ার ডাউনলোড করে আপনার Android ডিভাইসের জন্য ইনস্টল করুন Adobe.com । Android এর উন্নয়নের শেষ পর্যন্ত Flash প্লেয়ারের আরও তথ্য জানতে দেখুনঃ Adobe's guide to manually installing Flash
  2. Flash এর বিষয়বস্তু দেখতে নিচের প্লাগিন চিহ্ন দেওয়া বাক্সে চাপ দিন

tap_to_play_native1

চাপ দেওয়া ছাড়াই Flash এর বিষয়বস্তু দেখুন

চাপুন এবং চালু করুন পদ্ধতিতে Flash চালানো আপনার ওয়েব নিরাপত্তার জন্য জরুরী, কারণ এটা নিশ্চিত করে কোন প্লাগিনগুলো বিশ্বস্ত। তবুও, আপনি চাইলে Android এর জন্য Firefox কে স্বয়ংক্রিয় ভাবে Flash চলার জন্য পরিবর্তন করতে পারেনঃ

  • Menu বাটন চাপুন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) , তারপর Settings (আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) , Customize, Display। এরপর নিচে নামুন এবং Plugins চাপুন এবংEnabled নির্বাচন করুন।
  • Menu বাটন চাপুন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) , তারপরে Settings (আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) , এরপর Display। তারপরে Plugins চাপুন এবং Enabled নির্বাচন করুন।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন