Firefox 3.6.28 এবং Firefox 12 হচ্ছে Windows 2000 এর সাথে কাজ করতে পারা সর্বশেষ সংস্করণ। এই পুরাতন সংস্করণ এ নিরাপত্তা এবং স্থিতিশীলতার সংশোধন সহ হালনাগাদ করা হয়নি। নিজের কম্পিউটার এবং ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে, আমরা সুপারিশ করবো সম্ভব হলে আপনার উইন্ডোজ হালনাগাদ করুন এবং সর্বশেষ সংস্করণ এর Firefox ব্যবহার করুন।
যেহেতু মাইক্রোসফট আর Windows 2000 কে কোন সহায়তা দেয়না, তাই সম্ভব হলে Windows 7 (কিংবা তার বেশী) তে হালনাগাদ করার পরামর্শ দিচ্ছি। এটা সবচেয়ে নিরাপদ উপায় এবং আপনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ Firefox চালাতে পারবেন।