ফায়ারফক্স স্বাস্থ্য প্রতিবেদন (FHR) আপনার ব্রাউজারের কর্মদক্ষতা সম্পর্কে তথ্য প্রদান করে। আপনার ব্রাউজারের কর্মদক্ষতার তথ্য বিশ্লেষণ করে, ফায়ারফক্স স্বাস্থ্য প্রতিবেদন ফায়ারফক্স থেকে সেরা সেবাটি পেতে আপনাকে পরামর্শ প্রদান করতে সক্ষম। আমরা আপনার তথ্য কীভাবে পরিচালনা করি সে সম্পর্কে আরও জানতে, আমাদের গোপনীয়তার নীতি দেখুন।
সূচীপত্র
কিভাবে ফায়ারফক্স স্বাস্থ্য প্রতিবেদন দেখতে হয়?
- বাটনটি ট্যাপ করুন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) তারপর বাটনটি ট্যাপ করুন। (আপনাকে প্রথমে হয়তো স্পর্শ করতে হবে) .
- বাটনটি ট্যাপ করুন.
- View my Health Report লিঙ্কটি ট্যাপ করুন।
- বাটনটি ট্যাপ করুন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) তারপর বাটনটি ট্যাপ করুন। (আপনাকে প্রথমে হয়তো স্পর্শ করতে হবে) .
- বাটনটি ট্যাপ করুন।
- ডাটা চয়েজ অংশের View my Health Report লিংঙ্কটিতে ট্যাপ করুন।
কিভাবে ডাটা শেয়ারিং চালু অথবা বন্ধ করবেন
ডাটা শেয়ারিং পূর্ব নির্ধারিত ভাবে চালু থাকে কিন্তু আপনি চাইলেই এটি চালু অথবা বন্ধ করতে পারবেন:
- বাটনটি ট্যাপ করুন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) তারপর বাটন টি ট্যাপ করুন (আপনাকে প্রথমে হয়তো স্পর্শ করতে হবে) ।
- বাটনটি ট্যাপ করুন।
- Firefox Health Report এর পরের বক্সে টিক চিহ্ন দিতে পারেন কিংবা উঠিয়ে দিতে পারেন।
আপনি যখন বিনিময় বন্ধ করে দিবেন তখন ফায়ারফক্স মজিলার সার্ভারে আপনার ব্রাউজার সম্পর্কে তথ্য পাঠানো বন্ধ করে দিবে। ফায়ারফক্স, মজিলার সার্ভারে আগের জমাকৃত তথ্য অপসারণ করার জন্য একটি অনুরোধ পাঠাবে। এই অনুরোধটি সফলভাবে প্রেরিত হলে খুব দ্রুত তা প্রক্রিয়াজাত হবে। যদি ব্রাউজার জানতে না পারে যে আপনার অনুরোধটি সফলভাবে প্রক্রিয়া করা হয়েছে (উদাহরণস্বরূপ, ইন্টানেটের অভাবের কারণে), তবে ব্রাউজার অনুরোধটি সফল ভাবে গৃহিত না হওয়া পর্যন্ত অপসারণ করার অনুরোধটি পাঠাতেই থাকবে।
যদি আপনি বিনিময় বন্ধ না করেন, কিন্তু ব্রাউজার আর কোন ডাটা পাঠাচ্ছে না(আনইন্সস্টল করার কারণে কিংবা আর ব্যবহার না করার জন্য), আপনার ব্রাউজার থেকে আগে প্রেরিত ডাটাগুলো ১৮০দিন পর অপসারিত হবে।
এমনকি আপনি যদি মজিলার সাথে ডাটা শেয়ার না করে থাকেন, তারপরেও ফায়ারফক্স স্বাস্থ্য প্রতিবেদন পেজে গেলে আপনি আপনার ব্রাউজার সম্পর্কে তথ্য দেখতে পারবেন। তুলনামূলক ডাটার ভিত্তি আপনার ব্রাউজারের ডাটা উপর হবে না কারণ এটি মজিলার সঙ্গে শেয়ার করা হয়েছিল না।
কোন তথ্য মোজিলার সঙ্গে শেয়ার হয়?
ফায়ারফক্স স্বাস্থ্য প্রতিবেদনের Important Metrics অংশে মোজিলার সঙ্গে শেয়ার করা সকল ডাটা অাছে। মোজিলার সঙ্গে শেয়ার হওয়া নিদিষ্ট ডাটাগুলো দেখতে, Important Metrics এর অন্তর্ভুক্ত লিংকটিতে থাকা বাটনটিতে ট্যাপ করুন ।