Firefox হালনাগাদ হচ্ছে না? - যেভাবে নিজে আপডেট করবেন।

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

Firefox সম্প্রতি সর্বশেষ সংস্করণে হালনাগাদ করার চেষ্টা করছে, কিন্তু কিছু কিছু সমস্যা হচ্ছে। আপনি ডাউনলোড এবং ইনস্টল করে একটি নতুন Firefox কপি সহজেই পেতে পারেন। কিভাবে সেটা করবেন, এখানে আমরা সেটাই আলোচনা করবো।

নিজে Firefox ডাউনলোড এবং ইনস্টল করুন

  1. Firefox এর নতুন কপির জন্য এখানে ক্লিক করুন download firefox win 32x32 https://download.mozilla.org/?product=firefox-stub&os=win&lang=en...
  2. Firefox এর ঠিক উপরের ডান দিকের কোণায় Blue Download Fx 20 Mac ডাউনলোড ম্যানেজারের আইকনে ক্লিক করুন এবং ইনস্টলার শুরু করার জন্য আপনার নতুন ডাউনলোড করা ফাইল নির্বাচন করুন।
  3. Firefox বন্ধ করুন, তারপর ইনস্টলারের Run বাটন চাপুন।
    run installer
  4. Firefox ইনস্টল করার নির্দেশাবলী অনুসরণ করুন। Firefox এর নতুন সংস্করণ স্বয়ংক্রিয়ভাবে শুরু হবে এবং পুরোনো সংস্করণটি প্রতিস্থাপন করবে।
  1. Firefox এর নতুন কপির জন্য এখানে ক্লিক করুন mac download 32x32 [http://www.mozilla.org/firefox/new/#download-fx।
  2. ডায়লগ উইন্ডো অনুরোধ করা হলে এটা ক্লিক করুন Open with
    runfirefox mac
  3. যে উইন্ডোটি খোলা হয়েছে , 'Applications ফোল্ডারে Firefox আইকন টেনে আনুন।
    firefox mac folder
  4. Firefox আগে থেকেই ঐ ফোল্ডারে আছে এমন একটা সতর্কবার্তা আপনাকে দিতে পারে। পুরাতন Firefoxটি নতুনটি দ্বারা প্রতিস্থাপন করতে Replace বাটনে ক্লিক করুন।
  5. মনে করে সহজে ব্যবহারের জন্য আপনার ডকে Firefox এর একটি শর্টকাট যোগ করবেন।

প্রথমে আপনার পরিবেশক প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে Firefox ইনস্টল করার চেষ্টা করুন ( দয়া করে তাদের ডকুমেন্টেশনের সাহায্য নিন). যদি সেটা কাজ না করে, তাহলে এই ধাপগুলো অনুসরণ করুন:

  1. Firefox এর নতুন কপির জন্য এখানে ক্লিক করুন download linux 32x32 http://www.mozilla.org/firefox/new/#download-fx
  2. ডায়লগ উইন্ডোতে Open with নির্বাচন করুন:
    open firefox linux
  3. পূর্বনির্ধারিত আর্কাইভ ম্যানেজার থেকে, একটি ফোল্ডারের মধ্যে আর্কাইভ কন্টেন্ট বাহির করুন (যেমন আপনার হোম ফোল্ডার)। সেখানে Firefox নামে একটি নতুন ফোল্ডার তৈরি হবে।
  4. Firefox ব্রাউজারটি বন্ধ করুন, তারপর নতুন Firefox চালু করতে Firefox ফোল্ডারে, Firefox আইকনে ডাবল ক্লিক করুন।
  5. Firefox ভবিষ্যতে আরও সহজে খুঁজে পেতে আপনার ডেস্কটপ বা টাস্ক বারে যোগ করে নিন।
Firefox স্বয়ংক্রিয়ভাবে আপনার বুকমার্ক, ইতিহাস এবং পছন্দের সাইট নতুন ভার্সনে স্থানান্তর করবে। তথ্য আদান প্রদানের কোন প্রয়োজন নেই।
সঠিক ফাইল নয়? অন্যান্য অপারেটিং সিস্টেম এবং ভাষার জন্য Firefox ডাউনলোড করতে এখানে ক্লিক করুন Firefox ডাউনলোড পাতা

আপনার কি এখনো সমস্যা হচ্ছে?

আমাদের সহায়তা টিম আপনাকে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত আছে। নিচের বাটনে ক্লিক করে আমাদের সহায়তা ফোরামে আপনার প্রশ্ন জমা দিন।
Get Help

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন