Mac এ ফায়ারফক্স ইনস্টল করার পরেও খুলছে না - কিভাবে ঠিক করবেন

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

এই নিবন্ধটি শুধুমাত্র Mac ডিভাইসের জন্যে প্রযোজ্য।

Mac এ Firefox ডাউনলোড এবং ইন্সটল করার পরে আপনি এই ত্রুটি বার্তা দেখতে পারেন, "Firefox.app" can't be opened because the identity of the developer cannot be confirmed আপনি যখন Firefox খোলার চেষ্টা করবেন।

Apple একটি নিরাপত্তা পরিবর্তন করেছে Mac OS X 10.9.5 তে যার কারনে এই ত্রুটি হতে পারে এবং আপনাকে Firefox ব্যবহার করা থেকে বাঁধা প্রদান করছে । যদি আপনি এই সমস্যায় পরেন তাহলে আপনার করণীয় কিছু পদক্ষেপ এখানে দেয়া হল:

উপায় ১ - সুপারিশকৃত

  1. আপনার ডক বা Finder window তে Firefox অ্যাপ্লিকেশন এর Firefox আইকন এ ক্লিক করা অবস্থায় Control কী চেপে ধরুন ।
  2. context menu থেকে Open এ ক্লিক করুন ।
  3. পরবর্তী ডায়ালগ উইন্ডো থেকে Open এ ক্লিক করুন ।

আরও জানতে দেখুন OS X Mavericks: Open an app from an unidentified developer

উপায় ২ - System Preferences থেকে ফায়ারফক্স খোলা

  1. আপনার স্ক্রিন এর উপরের বাম কোণা থেকে Apple আইকন এ ক্লিক করুন এবং System Preferences… খুলুন ।
  2. Security & Privacy ক্লিক করুন, তারপর General ট্যাব এ যান ।
  3. আপনি এরকম একটি বার্তা দেখতে পাবেন Firefox.app ব্লক করা হয়েছে। এবার Open Anyway তে ক্লিক করুন ।
    blocked firefox mac

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন