থান্ডারবার্ড এর File, Edit, এবং View মেনুর কী হয়েছে?

সাধারণত থান্ডারবার্ড এর মেনু বার আপনার অপারেটিং সিস্টেম উপর নির্ভর করে প্রদর্শন করা হয়।

লিনাক্স এবং উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য সাধারণত দুটি সমস্যা দেখা দেয়:

  • যেসকল ব্যবহারকারী ইতিমধ্যেই থান্ডারবার্ড ব্যাবহার করে থাকেন, তাদের ক্ষেত্রে যদি Menu Bar অনুপস্থিত থাকে , তাহলে এটা সাধারণত হয় কারণ Menu Bar টি অনিচ্ছাকৃতভাবে লুকানো হয়েছে।
  • যেসকল নতুন ব্যবহারকারী নভেম্বর ২০১২ বা পরবর্তীতে থান্ডারবার্ড ব্যাবহার করা শুরু করেছেন তাদের ক্ষেত্রে পূর্বনির্ধারিতভাবেই Menu Bar লুকানো থাকে।

ম্যাক ব্যবহারকারীদের জন্য মেনু বার টি আড়াল করা সম্ভব নয়, তাই ম্যাক ব্যবহারকারীরা সব সময় Menu Bar দেখে থাকবে।

লুকানো মেনু বার

আপনি যদি নভেম্বর ২০১২ বা পরবর্তীতে মুক্তি পাওয়া থান্ডারবার্ড এর কোন সংস্করণ ব্যবহার করে থাকেন তাহলে আপনার থান্ডারবার্ডের উপরে ডানদিকে একটি মেনু বাটন আছে যেটিতে সাধারণ ফাংশনগুলো দেওয়া রয়েছে ও তাদের সবগুলোকে একটি মেনুতে রাখা হয়েছে। নতুন ব্যবহারকারীদের জন্য, পূর্বনির্ধারিতভাবে এই মেনু বারটি লুকানো থাকে।

Menu Button Menu Button Menu

  • সাময়িকভাবে মেনু বারটিকে প্রদর্শন করতে হলে শুধুমাত্র Alt কী চাপুন।
  • সাময়িকভাবে মেনু বারটিকে প্রদর্শন করতে হলে, F10 কী চাপুন।

* মেনু বারটিকে সব সময় প্রদর্শন করার জন্য, ট্যাব স্ট্রিপ এর কোন খালি জায়গায় রাইট ক্লিক করুন এবং পপ আপ মেনুতে Menu Bar এর উপর টিক চিহ্ন দিন।

View Menu Bar

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন