প্লাগিন সক্রিয় করতে আমাকে কেন ক্লিক করতে হবে?
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 86918
- নির্মিত:
- রচয়িতা: Md.Khairul Basher Sujon
- মন্তব্য: অনুবাদ শেষ করা হয়েছে
- পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
- পর্যালোচনা অবস্থা:
- পর্যালোচনা করেছেন: ashickurnoor
- Is approved? হ্যাঁ
- বর্তমান সংস্করণ? না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
অতীতে ,নিরাপত্তা বা স্থায়িত্ব ত্রুটিপ্ল্যাগিন হতে সুরক্ষা প্রদানের জন্য, ফায়ারফক্স শুধুমাত্র সেই সমস্যা দ্বারা আক্রান্ত প্লাগইন বন্ধ রাখত। কিন্তু এখন সমস্যা দ্বারা আক্রান্ত এসব প্ল্যাগিনগুলোকে স্বয়ংক্রিয়ভাবে চালু হতে ফায়ারফক্স বাধা প্রদান করতে পারে। এই বাধা প্রদান করার ফলেই আপনি নানা ধরনের সমস্যা হতে মুক্তি পান। বাধা প্রদান করার পর ফায়ারফক্স আপনাকে নির্ধারন করতে দেয় যে আপনি সেই প্লাগইনটি চালাবেন নাকি তা হালনাগাদ করবেন। এটি যেভাবে কাজ করে তা নিচে বর্ননা করা হল।
সূচীপত্র
কিভাবে ক্লিক করলেই চালু হয়?
- যখন ফায়ারফক্স কোন প্লাগইন কে ব্লক করে দেয় তখন আপনি একটি মেসেজ পান যা দেখতে এটার মতঃ
- তখন আপনি আপনার প্লাগইন চালু বা হালনাগাদ করার জন্য নির্বাচন করতে পারবেন ।(যদি এর কোন হালনাগাদ থেকে থাকে)
- যদি আপনি প্লাগইন চালু করতে ক্লিক করেন তাহলে অনুপস্থিত কন্টেন্টগুলো সাধারণভাবেই প্রদর্শন হওয়া শুরু করবে। যাইহোক পরবর্তি সময়ে যদি আপনি সেই সাইটটি আবার প্রদর্শন করেন বা অন্য কোন সাইট ভিজিট করেন যা সেই প্লাগইনটি ব্যাবহার করে তাহলে আপনি এই মেসেজটি আবারও দেখতে পাবেন।
- যদি মেসেজটিতে "Check for updates..." থাকে ও আপনি তাতে ক্লিক করেন...
- তাহলে আপনাকে মোজিলার প্লাগইন পরীক্ষার পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে যেখানে আপনাকে মেয়াদঊত্তীর্ণ প্ল্যাগিনগুলোর হালানাগদের জন্য লিংক দেওয়া হবে।
- তাহলে আপনাকে মোজিলার প্লাগইন পরীক্ষার পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে যেখানে আপনাকে মেয়াদঊত্তীর্ণ প্ল্যাগিনগুলোর হালানাগদের জন্য লিংক দেওয়া হবে।
- যদি আপনি প্লাগইন চালু করতে ক্লিক করেন তাহলে অনুপস্থিত কন্টেন্টগুলো সাধারণভাবেই প্রদর্শন হওয়া শুরু করবে। যাইহোক পরবর্তি সময়ে যদি আপনি সেই সাইটটি আবার প্রদর্শন করেন বা অন্য কোন সাইট ভিজিট করেন যা সেই প্লাগইনটি ব্যাবহার করে তাহলে আপনি এই মেসেজটি আবারও দেখতে পাবেন।
কখন কোন প্লাগিনকে হালনাগাদ না করে তা চালু করা ঠিক?
প্ল্যাগিন হালনাগাদ করা সবসময়েই সবচেয়ে উত্তম সুরক্ষিত কাজ, কিন্তু কোন কোন সময় এটা করা সম্ভব হয় না।যেমন ধরুন: আপনার কাজের ক্ষেত্রের বা স্কুলের কম্পিউটারটি হালনাগাদ করার কোন অনুমতি হয়ত আপনার নেই। ঠিক এই রকম অবস্থায় আপনি আপনার সেই সময়ের কাজের উপর নির্ভর করে একটি বুদ্ধিমান সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনঃ
- যদি আপনি একটি বিশ্বস্ত সাইট ব্যাবহার করতে থাকেন যেমন ইউটিউব অথবা কর্মক্ষেত্রের বা স্কুলের জন্য বিশেষ কোন সাইট , যদি সাইটের কনটেন্ট প্রদর্শনের জন্য আপনি মনে করেন যে আক্রান্ত প্লাগইন ব্যবহার সুরক্ষিত তাহলে আপনি সেটা সক্রিয় করতে পারেন।
- আপনি যদি সাইটকে সম্পুর্নভাবে বিশ্বস্ত মনে না করেন যেমন কোন ফরম প্রদর্শন হচ্ছে..যেমন, কোন লিংক, আপনি সম্ভবত তাই প্ল্যাগিনটি সক্রিয় করতে চাচ্ছেন না।
কিভাবে বিশ্বস্ত কোন ওয়েবসাইটের জন্য একটি প্লাগইন সবসময় সক্রিয় রাখা যায়?
যদি আপনি কোন প্লাগইন হালনাগাদ করতে অক্ষম হন এবং যদি আপনি একটি বিশ্বস্ত ওয়েবসাইট ব্যবহার করছেন তাহলে আপনি সেট করতে পারেন যে যখনই সেই সাইটটি আপনি ব্যবহার করবেন তখনই প্লাগইনটি স্বয়ংক্রীয়ভাবে চালু হয়ে যাবে ।
- অ্যাড্রেসবারের প্লাগইন এর লাল রং আইকনে ক্লিক করলে একটি ম্যাসেজ উইন্ডো খুলবে।
- ম্যাসেজ এর উইন্ডোটির এর নিচের দিকে থাকা ড্রপডাউন মেনু { menu Activate All Plugins} ক্লিক করুন এবং
- আড্রেসবারের প্ল্যাগিন এর লাল রং আইকনে ক্লিক করুন এবং একটি ম্যাসেজ এর উইন্ডো খুলবে।
- ম্যাসেজ প্যানেলে থাকা
মেনুতে ক্লিক করুন।
- এখন, যখনই আপনি সেই সাইটটি পরিদর্শন করবেন তখনই প্লাগইন নিজে থেকেই স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে এবং "Click to activate" এই মেসেজটি আর প্রর্দশিত হবে না।