ডেভেলপারের সহায়তার জন্য কোথায় যেতে হবে
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 74243
- নির্মিত:
- রচয়িতা: Ashiqur Rahman Amit
- মন্তব্য: review
- পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
- পর্যালোচনা অবস্থা:
- পর্যালোচনা করেছেন: amit3333
- Is approved? হ্যাঁ
- বর্তমান সংস্করণ? না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
আপনি যদি একজন ডেভেলপার হয়ে থাকেন, তবে আপনার প্রয়োজনীয় সবকিছুই Mozilla Developers Network (MDN) এ খুঁজে পাবেন। MDN আপনাকে নথি, ডেমো এবং একটি Q&A ফোরাম প্রদান করে যেখানে আপনি প্রশ্ন করতে এবং অন্যান্য ডেভেলপারদের সাথে যোগাযোগ করতে পারবেন।
আপনার সাহায্যের দরকার হলে নীচের পৃষ্ঠাগুলো দিয়ে শুরু করতে পারেন:
- ঘুরে আসুন MDN এর documentation থেকে । আপনি সবধরনের স্কিলের জন্য টিউটোরিয়াল, উপাদান এবং নমুনা কোড পাবেন।
- Mozilla Developer Network এর Stack Overflow পৃষ্ঠায় একটি প্রশ্ন করতে পারেন।
MDN এ খুঁজে পাবেন এমন বিষয়ের কয়েকটি এখানে দেয়া হল:
- Open Web-facing technologies:
- HTML
- CSS
- JavaScript
- Web-facing APIs
- Firefox OS:
- Open Web apps
- Building and installing Firefox OS
- Contributing to the Firefox OS project
- Customizing Gaia
- The Mozilla platform:
- Gecko
- Building and configuring Firefox
- XUL
- XPCOM
- Firefox test channels (Nightly, Aurora and Beta)