Firefox Hello বাটনটি কোথায়?

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 91053
  • নির্মিত:
  • রচয়িতা: Ashiqur Rahman Amit
  • মন্তব্য: রিভিউ
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: amit3333
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

টুলবার কিংবা মেনুতে যদি Firefox Hello hello button বাটনটি খুঁজে না পান তাহলে প্রথমে ড্রয়ারে Additional Tools and Features চেক করুন। এটি যদি আগে থেকেই আপনার সংস্করণের জন্য মুক্তি দেওয়া হয়ে থাকে, আপনি সেখান থেকে এটিকে আপনার সুবিধামত স্থানে নিয়ে যেতে পারবেন।

Additional Tools and Features ড্রয়ারে If you don't see the Hello button ,কয়েক সপ্তাহের মধ্যে আবার চেক করুন। ফিচারগুলো আমাদের সার্ভার পরিকাঠামো চাহিদার সঙ্গে তাল মেলাতে পারবে তা নিশ্চিত করার জন্য ধীরে ধীরে ভিত্তিতে ব্যবহারকারীদের কাছে সহজলভ্য করে তৈরি করা হচ্ছে।

Hello বাটন কিভাবে সরাবেন তা এখানে:

  1. ব্রাউজারের উপরের ডান কোণের মেনু "new fx menu" ছবি বিদ্যমান নয়। বাটনে ক্লিক করুন।
  2. Firefox এর অতিরিক্ত টুলস ও সুবিধাগুলো দেখতে +Customize ক্লিক করুন।
    customize webrtc
  3. অতিরিক্ত টুলস উইন্ডো থেকে Hello আইকনটি টেনে আপনার টুলবার কিংবা মেনুতে নিয়ে যান।
  4. কাজ শেষ করতে Exit Customize এ ক্লিক করুন।