Firefox Hello বাটনটি কোথায়?
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 80599
- নির্মিত:
- রচয়িতা: Ashfaq Hossain
- মন্তব্য: Done
- পর্যালোচনা অবস্থা: না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
টুলবার কিংবা মেনুতে যদি Firefox Hello বাটনটি খুঁজে না পান তাহলে হয়তো এটি Additional Tools and Features দেরাজে অপেক্ষায় আছে কবে আপনি এটিকে আপনার সুবিধামত স্থানে নিয়ে যাবেন।
চলুন দেখা যাক কিভাবে আপনি এটিকে আপনার পছন্দমত জায়গায় নিয়ে যেতে পারেন:
- ব্রাউজারের উপরের ডান কোণের মেনু "new fx menu" ছবি বিদ্যমান নয়। বাটনে ক্লিক করুন।
- Firefox এর অতিরিক্ত টুলস ও সুবিধাগুলো দেখতে
- অতিরিক্ত টুলস উইন্ডো থেকে Hello আইকনটি টেনে আপনার টুলবার কিংবা মেনুতে নিয়ে যান।
- কাজ শেষ করতে ক্লিক করুন।
যদি Additional Tools and Features দেরাজে Hello বাটনটি দেখতে না পান তাহলে সকল বেটা ব্যবহারকারীদের জন্য সুবিধাটি উন্মুক্ত হওয়া জন্য কয়েক সপ্তাহ অপেক্ষা করুন। অথবা about:config এ যেয়ে loop.throttled এর সেটিংস পরিবর্তন করে false করে দিন। তবে এই সময়ের মধ্যে আপনি Hello ব্যবহারকারীদের কাছ থেকে কল গ্রহণ করতে পারবেন।