Firefox OS এ নতুন কি আছে?

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 73939
  • নির্মিত:
  • রচয়িতা: Nandita
  • মন্তব্য: Full Complete
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

এখানে ফায়ারফক্স ওএস ডিভাইসের সম্পর্কে সব নতুন বিভাগ গুলো বর্ণনা করা আছে।

নোটঃ আপনার ডিভাইসের প্রস্তুতকারক এবং আপনার ডিভাইসের সেবাদাতা উভয়েই আপনার ফায়ারফক্স ওএস এর সিস্টেম আপডেট দেওয়ার জন্য দায়বদ্ধ।

সূচীপত্র

আপনার ফোনের ইস্ক্রিনে স্মার্ট কালেকশন যুক্ত করুন

আপনার প্রিয় অ্যাপ সাজান অথবা আপনার পছন্দমতো খুঁজুন নতুন একটি।

  • একটি তৈরি স্মার্ট কালেকশন খুঁজুন: ট্যাপ করুন এবং ধরে রাখুন হোম ইস্ক্রিনটি এবং তারপরে Add Smart Collectionsপছন্দ করুন।

    smart_collections
  • আপনার নিজের স্মার্ট কালেকশন বানান: হোম ইস্ক্রিনে, যেকোনো কিছু খুঁজুন আপনার পছন্দমতো (যেমন: রেসিপি, খেলা, খবর) এবং ফায়ারফক্স ওএস ও আপনাকে অ্যাপ এর জন্য সাজেশন দিবে। স্টার্ট আইকনের নিচে সার্চ বারে আপনার সার্চ স্মার্ট কালেকশন হিসেবে সেভ করতে ট্যাপ করুন।
    search smart

নতুন জিমাইল বিভাগ – অ্যাটসমেন্ট, নোটিফিকেশন এবং POP3 আকাউন্ট

  • আপনার ইমেইলে অডিও অথবা ভিডিও যুক্ত করুন।
  • ইমেইল নোটিফিকেশন অন করুন: ইমেইল অ্যাপ সেটিংস খুলুন, যে আকাউন্ট টি দিয়ে নোটিফিকেশন পেতে চান সেটি ট্যাপ করুন এবং Display notifications for new messagesএনাবল করুন।

    Email Notifications
আরও তথ্য জানতে, দেখুন আমি কিভাবে ইমেইল নোটিফিকেশন এবং সিঙ্কের বিস্তারিত সেট আপ করব?.
  • POP3 ইমেইল আকাউন্ট আপনার ফোনে অ্যাড করতে: ইস্ক্রিনে নতুন আকাউন্ট লিঙ্ক করতে Manual setup ট্যাপ করুন। Account typeএর নিচে, POP3+SMTP ট্যাপ করুন।
আরও জানতে, দেখুন ইমেইল পাঠান এবং পরিচালনা করুন.
POP3 ইমেইল আকাউন্ট ফায়ারফক্স ১.৩ এবং তার বেশি যারা তাদের সাপোর্ট করবে

ভালো ম্যাসেজিং – সাবজেক্ট লাইন যুক্ত করুন এবং ম্যাসেজ ফরওয়ার্ড করুন

  • ফরওয়ার্ড করে পাঠান অথবা ম্যাসেজ রিসিভ করুন।
  • সাবজেক্ট লাইন ম্যাসেজ যুক্ত করুন: ম্যাসেজ ইস্ক্রিনের ডান পাশে উপরে কর্নারে মেনু ট্যাপ করন। Add subject পছন্দ করুন।
subject fxos msg
আরও তথ্য জানতে কিভাবে Message অ্যাপ ব্যবহার করবেন দেখুন।

আরও কলের অপশন – রিডায়াল, কনফারেনস কল, এবং ডুআল SIM বিভাগ

  • কল করা সর্বশেষ নাম্বারটি রিডায়াল করতে, সবুজ কল বাটনটি ট্যাপ করুন নাম্বারটি লোড হতে এবং তারপরে দ্বিতীয় বার আবার ট্যাপ করুন কল করার জন্য।
  • ৫ জনকে যুক্ত করতে পারবেন একটি কল দিয়ে।participants to a call. যখন আপনি একজনকে কল করে ফেলেছেন, + বাটনটি ট্যাপ করুন অন্যটি যোগ করতে।
    Conference Call
আরও জানতে, দেখুন Firefox OS এ কল করুন এবং ভয়েসমেইল এক্সেস করুন
  • যদি আপনার ফোন দুইটি সিম থাকে, নতুন Dual SIM (DSDS) বিভাগ কল গ্রহন করে যখন তারা সম্পূর্ণরূপে কাজ করে একটিভ থাকে না। আরও জানতে Firefox OS এ ডুয়াল SIM ব্যবস্থাপনা করা দেখুন।
DSDS বিভাগগুলো ফায়ারফক্স ওএস ১.৩ এবং তার থেকে বেশিদের জন্য পাওয়াযাবে।

উন্নত সঙ্গীত নিয়ন্ত্রণ এবং স্ট্রিমিং মিডিয়া ক্ষমতা

  • আপনি এখন গান সরাসরি ইস্কিপ এবং পস করতে পারবেন বিজ্ঞপ্তি ট্রে থেকে অথবা আপনার ইস্ক্রিন থেকে – এমনকি যখন ইস্ক্রিন লক থাকবে তখনও।
music_control_ffos
  • হেডফোন না পরে রেডিওর বিল্ট ইন গান শুনতে চান? ফায়ারফক্স ওএস আপনাকে ইস্পিকার আউট অপশন ব্যবহার করে রেডিও শুনতে দিচ্ছে। শুধুমাত্র ইস্পিকার আইকনটি টগল অফ করতে ট্যাপ করুন।
radio speaker

আরও জানতে Firefox OS এ রেডিও শোনাদেখুন।
রেডিও সিগ্নাল পেতে এখনও আপনাকে হেডফোন প্লাগিন চাচ্ছে, কিন্তু যখন ইস্পিকার অন করা তখন দরকার নেই।
  • ফায়ারফক্স ওএস এখন Real Time Streaming Protocol (RTSP) সাপোর্ট করে, সুতরাং আপনি এখন ফোন আলাদা কন সফটওয়্যার ছাড়াই অডিও অথবা ভিডিও সরাসরি দেখতে পারবেন।

ক্যামেরা এবং চিত্র বিভাগ - ফ্ল্যাশ, ধারাবাহিক ফোকাস এবং একটি সংগঠিত গ্যালারি

  • ফায়ারসক্স ওএস এই কাজগুলো অফার করবে যদি আপনার হার্ডঅএয়ার তা সাপোর্ট করে:
    • আপনার ফ্ল্যাশ অন করুন, অফ অথবা স্বয়ংক্রিয় ভাবে সেট করুন।
    • ক্রমাগত ফোকাস পরিস্কার ছবি অথবা ইস্থির না এমন বস্তুর ছবি তুলতে সাহায্য করবে।
  • অনেক ফটো পেছেন? গ্যালারী অ্যাপ আপনাকে মাসিকভাবে চিত্র দেখাবে।আপনি ফাইলের তথ্য ও দেখতে পারবেন – শুধুমাত্র একবার ক্লিক করুন সব তথ্য দেখতে।
fxos gallery

কন্টাক্ট শেয়ার করুন এবং বাদ দিন – ব্লুটুথ প্লাস এর মাধ্যমে কন্টাক্ট সিম অথবা মেমরি কার্ডে নিন

  • কন্টাক্ট অ্যাপ থেকে, উপরে ডান পাশে কর্নারে গিয়ার বাটনটি ট্যাপ করুন এবং তারপরেExport Contactsনির্বাচন করুন।

    Export Contacts
আরও জানতে, দেখুন Firefox OS এ কিভাবে পরিচিতি যোগ, শেয়ার এবং ব্যাবস্থাপনা করা যায়.
  • এখন আপনি একটি সিমে অনেক কন্টাক্ট যুক্ত করতে পারবেন যদি আপনার ডিভাইসটি ডুয়াল সিমের হয়।

সহজ ভাবে ফাইলে পাঠান ব্লুটুথ অথবা NFC দিয়ে

  • অনেল ফাইল পাঠান ব্লুটুথের মাধ্যমে : অনুসরণ করুন এই পদক্ষেপগুলো আপনার ফাইল স্থানান্তর করার জন্য। যখন আপনার প্রথম ফাইলটি স্থানাতর হতে থাকবে, পুনরায় আগার কাজ গুলো করুন নতুন ফাইলে স্থানাতর করতে।
  • Near Field Communication (NFC) এর ক্ষমতা: আলাদা অ্যাপ অথবা পেয়ারিং ছাড়া তথ্য স্থানাতর করতে পারবেন।শুধুমাত্র আপনার ফোনটি ট্যাপ করুন NFC ডিভাইসটি অথবা ট্যাগ আনাবল করতে।

উন্নত বার্তা অ্যাপে এখন MMS বিভাগ আছে

  • ছবি, অডিও এবং ভিডিও আপনার বার্তায় যুক্ত করতে – বার্তা ফিল্ডের বাম পাশে শুধুমাত্র পেপারক্লিপ MMS attach বাটনটি ট্যাপ করুন।
  • পুরো গুরুপের সাথে কথা বলতে – একটি বার্তায় সবাইকে যুক্ত করতে কন্টাক্ট contact button বাটনটিতে ক্লিক করুন।
  • বার্তায় একটি URL টাইপ করুন এবং আতি স্বয়ংক্রিয় ভাবে লিঙ্কের মত কাজ করবে যা ব্রাউজারে খুলবে।

আরও জানতে, দেখুন কিভাবে Message অ্যাপ ব্যবহার করবেন

ব্রাউজার থেকে ফাইল ডাউনলোড করতে

হোম পর্দায় অনুসন্ধান

ফায়ারফক্স ওএস এর ১.১ সংষ্করণের কিছু ডিভাইসে, অভিযোজিত অনুসন্ধান হোম স্ক্রিনে স্থানান্তরিত হয়েছে। আনলক করলেই আপনি সেটি দেখতে পারবেন - ডানদিকে সোয়াইপ করতে হবে। শিখুন কিভাবে কাজ করে।

Homescreen 1.1

আপনার মিউজিকগুলো খুঁজুন

  • নতুন সার্চ বার প্রকাশ করতে মিউজিক অ্যাপ এর পর্দাটি নিচে টানুন।আরও, দেখুন Firefox OS এ সংগীত বাজান.

    Search music

কন্টাক্ট যুক্ত করুন বিভিন্ন স্থান থেকে

  • এখন আপনি জিমেইল, আউটলুক অথবা হটমেইল থেকেই কন্টাক্ট যুক্ত করতে পারেন।
  • সহজেই ফোনকল, বার্তা অথবা ইমেইল দিয়ে নতুন কন্টাক্ট যুক্ত করতে পারেন।

আরও শিখতে, দেখুন Firefox OS এ কিভাবে পরিচিতি যোগ, শেয়ার এবং ব্যাবস্থাপনা করা যায়.

ব্লুটুথ এর মাধ্যমে ফাইল শেয়ার

  • ব্লুটুথ এর মাধ্যমে এখন মেনু গ্যালারী এবং ভিডিও অ্যাপ ও শেয়ার করা যায়।

ডিভাইস পেয়ার এবং ফাইল শেয়ার কিভাবে করে তা জানতে, Firefox OS ব্লুটুথ চালু করে ফাইন অাদান প্রদান করাদেখুন।