Firefox OS এ নতুন কি আছে?
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 73939
- নির্মিত:
- রচয়িতা: Nandita
- মন্তব্য: Full Complete
- পর্যালোচনা অবস্থা: না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
এখানে ফায়ারফক্স ওএস ডিভাইসের সম্পর্কে সব নতুন বিভাগ গুলো বর্ণনা করা আছে।
- ঠিক বলতে পারছেন না Firefox OS এর কোন ভার্সনটি আপনার? এখানে দেখুন জানতে।
- জানুন কিভাবে আপডেট এবং ইন্সটল পরীক্ষা করতে হবে।
নোটঃ আপনার ডিভাইসের প্রস্তুতকারক এবং আপনার ডিভাইসের সেবাদাতা উভয়েই আপনার ফায়ারফক্স ওএস এর সিস্টেম আপডেট দেওয়ার জন্য দায়বদ্ধ।
সূচীপত্র
- 1 আপনার ফোনের ইস্ক্রিনে স্মার্ট কালেকশন যুক্ত করুন
- 2 নতুন জিমাইল বিভাগ – অ্যাটসমেন্ট, নোটিফিকেশন এবং POP3 আকাউন্ট
- 3 ভালো ম্যাসেজিং – সাবজেক্ট লাইন যুক্ত করুন এবং ম্যাসেজ ফরওয়ার্ড করুন
- 4 আরও কলের অপশন – রিডায়াল, কনফারেনস কল, এবং ডুআল SIM বিভাগ
- 5 উন্নত সঙ্গীত নিয়ন্ত্রণ এবং স্ট্রিমিং মিডিয়া ক্ষমতা
- 6 ক্যামেরা এবং চিত্র বিভাগ - ফ্ল্যাশ, ধারাবাহিক ফোকাস এবং একটি সংগঠিত গ্যালারি
- 7 কন্টাক্ট শেয়ার করুন এবং বাদ দিন – ব্লুটুথ প্লাস এর মাধ্যমে কন্টাক্ট সিম অথবা মেমরি কার্ডে নিন
- 8 সহজ ভাবে ফাইলে পাঠান ব্লুটুথ অথবা NFC দিয়ে
- 9 উন্নত বার্তা অ্যাপে এখন MMS বিভাগ আছে
- 10 ব্রাউজার থেকে ফাইল ডাউনলোড করতে
- 11 হোম পর্দায় অনুসন্ধান
- 12 আপনার মিউজিকগুলো খুঁজুন
- 13 কন্টাক্ট যুক্ত করুন বিভিন্ন স্থান থেকে
- 14 ব্লুটুথ এর মাধ্যমে ফাইল শেয়ার
আপনার ফোনের ইস্ক্রিনে স্মার্ট কালেকশন যুক্ত করুন
আপনার প্রিয় অ্যাপ সাজান অথবা আপনার পছন্দমতো খুঁজুন নতুন একটি।
- একটি তৈরি স্মার্ট কালেকশন খুঁজুন: ট্যাপ করুন এবং ধরে রাখুন হোম ইস্ক্রিনটি এবং তারপরে
পছন্দ করুন। - আপনার নিজের স্মার্ট কালেকশন বানান: হোম ইস্ক্রিনে, যেকোনো কিছু খুঁজুন আপনার পছন্দমতো (যেমন: রেসিপি, খেলা, খবর) এবং ফায়ারফক্স ওএস ও আপনাকে অ্যাপ এর জন্য সাজেশন দিবে। স্টার্ট আইকনের নিচে সার্চ বারে আপনার সার্চ স্মার্ট কালেকশন হিসেবে সেভ করতে ট্যাপ করুন।
নতুন জিমাইল বিভাগ – অ্যাটসমেন্ট, নোটিফিকেশন এবং POP3 আকাউন্ট
- আপনার ইমেইলে অডিও অথবা ভিডিও যুক্ত করুন।
- ইমেইল নোটিফিকেশন অন করুন: ইমেইল অ্যাপ সেটিংস খুলুন, যে আকাউন্ট টি দিয়ে নোটিফিকেশন পেতে চান সেটি ট্যাপ করুন এবং Display notifications for new messagesএনাবল করুন।
- আরও তথ্য জানতে, দেখুন আমি কিভাবে ইমেইল নোটিফিকেশন এবং সিঙ্কের বিস্তারিত সেট আপ করব?.
- POP3 ইমেইল আকাউন্ট আপনার ফোনে অ্যাড করতে: ইস্ক্রিনে নতুন আকাউন্ট লিঙ্ক করতে Manual setup ট্যাপ করুন। Account typeএর নিচে, ট্যাপ করুন।
- আরও জানতে, দেখুন ইমেইল পাঠান এবং পরিচালনা করুন.
POP3 ইমেইল আকাউন্ট ফায়ারফক্স ১.৩ এবং তার বেশি যারা তাদের সাপোর্ট করবে
ভালো ম্যাসেজিং – সাবজেক্ট লাইন যুক্ত করুন এবং ম্যাসেজ ফরওয়ার্ড করুন
- ফরওয়ার্ড করে পাঠান অথবা ম্যাসেজ রিসিভ করুন।
- সাবজেক্ট লাইন ম্যাসেজ যুক্ত করুন: ম্যাসেজ ইস্ক্রিনের ডান পাশে উপরে কর্নারে মেনু ট্যাপ করন। পছন্দ করুন।
- আরও তথ্য জানতে কিভাবে Message অ্যাপ ব্যবহার করবেন দেখুন।
আরও কলের অপশন – রিডায়াল, কনফারেনস কল, এবং ডুআল SIM বিভাগ
- কল করা সর্বশেষ নাম্বারটি রিডায়াল করতে, সবুজ কল বাটনটি ট্যাপ করুন নাম্বারটি লোড হতে এবং তারপরে দ্বিতীয় বার আবার ট্যাপ করুন কল করার জন্য।
- ৫ জনকে যুক্ত করতে পারবেন একটি কল দিয়ে।participants to a call. যখন আপনি একজনকে কল করে ফেলেছেন,
- আরও জানতে, দেখুন Firefox OS এ কল করুন এবং ভয়েসমেইল এক্সেস করুন।
- যদি আপনার ফোন দুইটি সিম থাকে, নতুন Dual SIM (DSDS) বিভাগ কল গ্রহন করে যখন তারা সম্পূর্ণরূপে কাজ করে একটিভ থাকে না। আরও জানতে Firefox OS এ ডুয়াল SIM ব্যবস্থাপনা করা দেখুন।
DSDS বিভাগগুলো ফায়ারফক্স ওএস ১.৩ এবং তার থেকে বেশিদের জন্য পাওয়াযাবে।
উন্নত সঙ্গীত নিয়ন্ত্রণ এবং স্ট্রিমিং মিডিয়া ক্ষমতা
- আপনি এখন গান সরাসরি ইস্কিপ এবং পস করতে পারবেন বিজ্ঞপ্তি ট্রে থেকে অথবা আপনার ইস্ক্রিন থেকে – এমনকি যখন ইস্ক্রিন লক থাকবে তখনও।
- হেডফোন না পরে রেডিওর বিল্ট ইন গান শুনতে চান? ফায়ারফক্স ওএস আপনাকে ইস্পিকার আউট অপশন ব্যবহার করে রেডিও শুনতে দিচ্ছে। শুধুমাত্র ইস্পিকার আইকনটি টগল অফ করতে ট্যাপ করুন।
- আরও জানতে Firefox OS এ রেডিও শোনাদেখুন।
- রেডিও সিগ্নাল পেতে এখনও আপনাকে হেডফোন প্লাগিন চাচ্ছে, কিন্তু যখন ইস্পিকার অন করা তখন দরকার নেই।
- ফায়ারফক্স ওএস এখন Real Time Streaming Protocol (RTSP) সাপোর্ট করে, সুতরাং আপনি এখন ফোন আলাদা কন সফটওয়্যার ছাড়াই অডিও অথবা ভিডিও সরাসরি দেখতে পারবেন।
ক্যামেরা এবং চিত্র বিভাগ - ফ্ল্যাশ, ধারাবাহিক ফোকাস এবং একটি সংগঠিত গ্যালারি
- ফায়ারসক্স ওএস এই কাজগুলো অফার করবে যদি আপনার হার্ডঅএয়ার তা সাপোর্ট করে:
- আপনার ফ্ল্যাশ অন করুন, অফ অথবা স্বয়ংক্রিয় ভাবে সেট করুন।
- ক্রমাগত ফোকাস পরিস্কার ছবি অথবা ইস্থির না এমন বস্তুর ছবি তুলতে সাহায্য করবে।
- অনেক ফটো পেছেন? গ্যালারী অ্যাপ আপনাকে মাসিকভাবে চিত্র দেখাবে।আপনি ফাইলের তথ্য ও দেখতে পারবেন – শুধুমাত্র একবার ক্লিক করুন সব তথ্য দেখতে।
কন্টাক্ট শেয়ার করুন এবং বাদ দিন – ব্লুটুথ প্লাস এর মাধ্যমে কন্টাক্ট সিম অথবা মেমরি কার্ডে নিন
- কন্টাক্ট অ্যাপ থেকে, উপরে ডান পাশে কর্নারে গিয়ার বাটনটি ট্যাপ করুন এবং তারপরে
নির্বাচন করুন।
- আরও জানতে, দেখুন Firefox OS এ কিভাবে পরিচিতি যোগ, শেয়ার এবং ব্যাবস্থাপনা করা যায়.
- এখন আপনি একটি সিমে অনেক কন্টাক্ট যুক্ত করতে পারবেন যদি আপনার ডিভাইসটি ডুয়াল সিমের হয়।
সহজ ভাবে ফাইলে পাঠান ব্লুটুথ অথবা NFC দিয়ে
- অনেল ফাইল পাঠান ব্লুটুথের মাধ্যমে : অনুসরণ করুন এই পদক্ষেপগুলো আপনার ফাইল স্থানান্তর করার জন্য। যখন আপনার প্রথম ফাইলটি স্থানাতর হতে থাকবে, পুনরায় আগার কাজ গুলো করুন নতুন ফাইলে স্থানাতর করতে।
- Near Field Communication (NFC) এর ক্ষমতা: আলাদা অ্যাপ অথবা পেয়ারিং ছাড়া তথ্য স্থানাতর করতে পারবেন।শুধুমাত্র আপনার ফোনটি ট্যাপ করুন NFC ডিভাইসটি অথবা ট্যাগ আনাবল করতে।
উন্নত বার্তা অ্যাপে এখন MMS বিভাগ আছে
- ছবি, অডিও এবং ভিডিও আপনার বার্তায় যুক্ত করতে – বার্তা ফিল্ডের বাম পাশে শুধুমাত্র পেপারক্লিপ
বাটনটি ট্যাপ করুন।
- পুরো গুরুপের সাথে কথা বলতে – একটি বার্তায় সবাইকে যুক্ত করতে কন্টাক্ট
বাটনটিতে ক্লিক করুন।
- বার্তায় একটি URL টাইপ করুন এবং আতি স্বয়ংক্রিয় ভাবে লিঙ্কের মত কাজ করবে যা ব্রাউজারে খুলবে।
আরও জানতে, দেখুন কিভাবে Message অ্যাপ ব্যবহার করবেন।
ব্রাউজার থেকে ফাইল ডাউনলোড করতে
- গান, ছবি অথবা ভিডিও ফাইল মিউজিক, গ্যালারী অথবা ভিডিও অ্যাপ থেকে ডাউনলোড করতে লংট্যাপ করুন।বিস্তারিত জানতে, দেখুন কিভাবে ব্রাউজার হতে সঙ্গীত, ছবি ও ভিডিও ডাউনলোড করব?
হোম পর্দায় অনুসন্ধান
ফায়ারফক্স ওএস এর ১.১ সংষ্করণের কিছু ডিভাইসে, অভিযোজিত অনুসন্ধান হোম স্ক্রিনে স্থানান্তরিত হয়েছে। আনলক করলেই আপনি সেটি দেখতে পারবেন - ডানদিকে সোয়াইপ করতে হবে। শিখুন কিভাবে কাজ করে।
আপনার মিউজিকগুলো খুঁজুন
- নতুন সার্চ বার প্রকাশ করতে মিউজিক অ্যাপ এর পর্দাটি নিচে টানুন।আরও, দেখুন Firefox OS এ সংগীত বাজান.
কন্টাক্ট যুক্ত করুন বিভিন্ন স্থান থেকে
- এখন আপনি জিমেইল, আউটলুক অথবা হটমেইল থেকেই কন্টাক্ট যুক্ত করতে পারেন।
- সহজেই ফোনকল, বার্তা অথবা ইমেইল দিয়ে নতুন কন্টাক্ট যুক্ত করতে পারেন।
আরও শিখতে, দেখুন Firefox OS এ কিভাবে পরিচিতি যোগ, শেয়ার এবং ব্যাবস্থাপনা করা যায়.
ব্লুটুথ এর মাধ্যমে ফাইল শেয়ার
- ব্লুটুথ এর মাধ্যমে এখন মেনু গ্যালারী এবং ভিডিও অ্যাপ ও শেয়ার করা যায়।
ডিভাইস পেয়ার এবং ফাইল শেয়ার কিভাবে করে তা জানতে, Firefox OS ব্লুটুথ চালু করে ফাইন অাদান প্রদান করাদেখুন।