Persona কি এবং এটি কিভাবে কাজ করে ?
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 79586
- নির্মিত:
- রচয়িতা: orvi
- মন্তব্য: Need Review
- পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
- পর্যালোচনা অবস্থা:
- পর্যালোচনা করেছেন: ashickurnoor
- Is approved? হ্যাঁ
- বর্তমান সংস্করণ? না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
Mozilla Persona ওয়েবসাইটে সাইন ইন করার সব থেকে সহজ পদ্ধতি। প্রতিটি সাইটের ইউজারনেম আর পাসওয়ার্ড মনে রাখার বদলে Persona আপনাকে আপনার ইমেইল আইডি দিয়ে তার সার্পোটেড যে কোন ওয়েবসাইটে সাইন ইন করার সুযোগ দে। এই নিবন্ধটি আপনাকে শিখাবে কিভাবে Personaকাজ করে এবং কিভাবে তা ব্যবহার করতে হয়।
__সূচিপত্র__
এইটি কিভাবে কাজ করে ?
Persona আপনাকে শুধুমাত্র আপনার ইমেইল আইডি ব্যবহার করে ওয়েবসাইটে লগ ইন করার সুযোগ দে! Persona আপনার পরিচয় শুধুমাত্র ইমেইল আইডির মাধ্যমে ওয়েবসাইটে পাঠায় কোন পাসওয়ার্ড না। এইটি অনেকটা কোন মানুষকে আপনার আইডি কার্ড দেখানোর মত কাজ করেঃ ওয়েবসাইট খুব সহজে বুঝতে পারে যে আপনার আইডিটি রিয়েল এবং আপনি সেই ব্যক্তি যে এই আইডিটি ইস্যু করিয়েছিলেন।
Mozilla Persona ব্যবহার করার সুবিধাগুলো কি কি ?
- আপনি খুব সহজে Persona সার্পোটেড সব ওয়েবসাইটে সহজে লগ ইন করতে পারবেন।
- আপনার ওয়েবসাইটকে পাসওয়ার্ড দিয়ে বিশ্বাস করতে হবে না কারণ তারা এইটি জানতেই পারবে না। তাছাড়া আরেকটি সুবিধা হল ওই ওয়েবসাইটগুলোর যে কোন একটি হ্যাক হলেও আপনার পাসওয়ার্ড চুরি হবে না।
- আপনি Personaতে যতগুলো ইচ্ছে ততগুলা মেইল খুলতে পারেন। এর সাহায্যে আপনি আপনার ব্যক্তিগত জিনিস (স্কুল, কর্মস্থান, বাসা ) ইত্যাদি আলাদা করে রাখতে পারবেন।
- Persona আপনার ইমেইল প্রোভাইডারকে আপনি কোন ওয়েবসাইট পরিদর্শন করছেন তা ট্র্যাক করার সুযোগ দিবে না ।
আমি কিভাবে একাউন্ট খুলব ?
Persona আপনাকে স্বয়ংক্রিয়ভাবে একাউন্ট খুলার সুযোগ দিবে যখন আপনি প্রথমবারের মত Persona সার্পোটেড সাইতে লগ ইন করতে যাবেন।
আপনি যদি পূর্বেই কাজটি করতে চান তাহলে এর জন্য আপনি যা করতে পারেন:
- login.persona.org এইখানে যান, বাটনে ক্লিক করুন একটি পপ-আপ উইন্ডো আসবে।
- পপ-আপ উইন্ডোতে আপনার প্রিয় ওয়েবসাইটে লগিন করার সময় যে ইমেইল আইডি ব্যবহার করতে তা লিখুন এবং বাটনে ক্লিক করুন।
- If you have set up Persona with a Yahoo or Gmail email address, পারসোনা আপনার একাউন্ট ভেরিফাই করার জন্য এইটি প্রমোট করবে। এর পর লগ ইন করুন । তাহলেই আপনার পারসোনা একাউন্ট তৈরী হয়ে যাবে ।
- If you have used another email address to set up Persona, Persona তে ব্যবহারের জন্য একটি নতুন পাসওয়ার্ড খুলতে বলা হবে । পাসওয়ার্ড প্রবেশ করান এবং এ ক্লিক করুন। এরপর আপনার মেইল এড্রেসে একটি ভেরিফিকেশন মেইল চলে যাবে। আপনার মেইল আইডি ভেরিফাই করতে লিঙ্কে ক্লিক করুন তাহলে আপনার Persona একাউন্ট তৈরী হয়ে যাবে।.
আমি কিভাবে ওয়েবসাইটে সাইন ইন করব ?
সাইন ইন করার সহজ পদ্ধতিঃ
- আপনি আপনার কাঙ্খিত সাইটে প্রবেশ করার জন্য
- আপনার ইমেল এড্রেস দিন এবং বাটনে ক্লিক করুন।Persona আপনাকে সাইন ইন করিয়ে দিবে।
সাহায্য করুন, Personaর পপ-আপ উইন্ডোতে কিছু নেই!
যদি আপনি ওয়েবসাইটের
বাটনে ক্লিক করেন এবং এইটির পপ-আপ উইন্ডো যদি খালি থাকে তাহলে উইন্ডোটি বন্ধ করে দিন এবং পুনরায় বাটনে ক্লিক করুন।ডেস্কটপ ফায়ারফক্সে যদি এইটি কাজ না করেঃ
- প্রথমেই দেখুন আপনার ব্রাউজারে জাভাস্ক্রীপ্ট আনব্লক অবস্থায় আছে কিনা।
- তারপর দেখুন আপনার ব্রাউজার accepts cookies
- যদি আপনি ফায়ারফক্স ব্যবহার করে থাকেন, তাহলে Safe Mode এ শুরু করার চেষ্টা করুন। যদি Persona কাজ করে,তাহলে আপনি এড অন দেখতে পাবেন যা Personaকে ব্লক করে রেখেছে।সাহায্যের জন্য দেখুন ট্র্যাবলশুটিং এক্সটেনশনসমূহ এবং থিমসমূহ ।