থান্ডারবার্ড এর File, Edit, এবং View মেনুর কী হয়েছে?
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 61655
- নির্মিত:
- রচয়িতা: Safwan Rahman
- মন্তব্য: Initial review completed
- পর্যালোচনা অবস্থা: না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
সাধারণত থান্ডারবার্ড এর মেনু বার আপনার অপারেটিং সিস্টেম উপর নির্ভর করে প্রদর্শন করা হয়।
লিনাক্স এবং উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য সাধারণত দুটি সমস্যা দেখা দেয়:
- যেসকল ব্যাবহারকারী ইতিমধ্যেই থান্ডারবার্ড ব্যাবহার করে থাকেন, তাদের ক্ষেত্রে যদি Menu Bar অনুপস্থিত থাকে। এটা সাধারণত হয় কারণ Menu Bar টি অনিচ্ছাকৃতভাবে লুকানো হয়েছে।
- যেসকল নতুন ব্যাবহারকারী নভেম্বর ২০১২ বা পরবর্তীতে থান্ডারবার্ড ব্যাবহার করা শুরু করেছেন তাদের ক্ষেত্রে পূর্বনির্ধারিতভাবেই Menu Bar লুকানো থাকে।
ম্যাক ব্যবহারকারীদের জন্য, মেনু বার টি আড়াল করা সম্ভব নয়, তাই ম্যাক ব্যবহারকারীরা সবসময় Menu Bar দেখে থাকবে।
সূচীপত্র
লুকানো মেনু বার
আপনি যদি নভেম্বর ২০১২ বা পরবর্তীতে মুক্তি পাওয়া থান্ডারবার্ড এর কোন সংস্করণ ব্যবহার করে থাকেন তাহলে আপনার থান্ডারবার্ডের উপরে ডানদিকে একটি মেনু বাটন আছে যেটিতে সাধারণ ফাংশনগুলো দেওয়া রয়েছে ও তাদের সবগুলোকে একটি মেনুতে রাখা হয়েছে। নতুন ব্যাবহারকারীদের জন্য, পূর্বনির্ধারিতভাবেই এই মেনু বারটি লুকানো থাকে।
- সাময়িকভাবে মেনু বারটিকে প্রদর্শন করতে হলে শুধুমাত্র Alt কী টি চাপুন।
- সাময়িকভাবে মেনু বারটিকে প্রদর্শন করতে হলে, F10 কী চাপুন।
* মেনু বারটিকে সব সময় প্রদর্শন করার জন্য, ট্যাব স্ট্রিপ এর কোন খালি জায়গায় রাইট ক্লিক করুন এবং পপ আপ মেনুতে
এর উপর টিক চিহ্ন দিন।