"আপনার কানেকশন নিরাপদ নয়" এর অর্থ কি?
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 173091
- নির্মিত:
- রচয়িতা: Mim Ahmed
- মন্তব্য: Done
- পর্যালোচনা অবস্থা: না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
যখন Firefox নিরাপদ কোন ওয়েব সাইট সংযোগ করে (the URL begins with "https://"), এটি অবশ্যই যাচাই করে যে ওয়েব সাইটি যে সার্টিফিকেটি উপস্থাপন করছে সেটি বৈধ এবং এনক্রিপশন যথেষ্ট শক্তিশালী আপনার গোপনীয়তা রক্ষা করার জন্য । যদি সার্টিফিকেটি যাচাই করা সম্ভব না হয় অথবা এনক্রিপশন যথেষ্ট শক্তিশালী না হয় তাহলে, Firefox ওয়েব সাইটির সংযোগ বন্ধ করে দেয় এবং এর পরিবর্তে, এটি ত্রুটি পেজে নিচের বার্তাটি দেখাবে Your connection is not secure:
- ওয়েব সাইট সংযোগ সম্পর্কিত যে কোন ইস্যু সমাধানের জন্য Secure Connection Failed "Secure Connection Failed" ত্রুটি বার্তার সমাধান দেখুন ।
সূচীপত্র
যদি আপনি এই ত্রুটি দেখতে পান তাহলে কি করবেন?
যদি আপনি এই ত্রুটি সম্মুখীন হন "Your connection is not secure" তাহলে আপনার ওয়েব সাইটির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা উচিৎ,সম্ভব হলে তাদেরকে ত্রুটিটি সম্পর্কে জানান । পরামর্শ হল ওয়েব সাইটি ঠিক না হওয়া পর্যন্ত ব্যাবহার না করা । সবচেয়ে নিরাপদ হল
বাটনে ক্লিক করা ,অথবা অন্য কোন ওয়েব সাইট ভিজিট করা । যতক্ষণ না পর্যন্ত আপনি কারিগরী বিষয় গুলি সম্পর্কে বুঝতে পারছেন যে কেন ওয়েব সাইটি ভুল পরিচয় উপস্থাপন করছে,এবং কেন ঝুঁকিপূর্ণ সংযোগ এর সাথে যোগাযোগ করতে চাচ্ছে যা সুরক্ষিত নয় এমন এমন কারো কাছে যারা আপনার ইন্টারনেট এর সকল কর্মকান্ড গোপনে দেখছে ।
কারিগরী তথ্য
কেন সংযোগটি নিরাপদ নয় এই সম্পর্কে আরও জানতে ক্লিক করুন
। কিছু প্রচলিত ত্রুটি সম্পর্কে নিচে আলোচনা করা হলঃ
সার্টিফিকেট যেটি কোন বিশ্বাসযোগ্য উৎস থেকে আসেনি
Error code: MOZILLA_PKIX_ERROR_ADDITIONAL_POLICY_CONSTRAINT_FAILED
এই ত্রুটিটি Mozilla's CA Certificate Program ইঙ্গিত করে যে ওয়েব সাইটি কর্তৃপক্ষের ধার্যকৃত নীতিমালাগুলি মেনে চলছে না । যখন এই ত্রুটিটি ঘটবে , এটি নির্দেশিত করে যে ওয়েব সাইটির মালিককে সমস্যা সমাধানের জন্য তাদের সার্টিফিকেট কর্তৃপক্ষের সাথে কাজ করতে হবে ।
মজিলার CA সার্টিফিকেট প্রোগ্রাম একটি তালিকা প্রকাশ করেছে upcoming policy actions affecting certificate authorities যেটিতে সকল তথ্য আছে যা একটি ওয়েব সাইট এর মালিকের জন্য উপকারি হতে পারে । আরও তথ্যর জন্য,মজিলার নিরাপত্তা সম্পকৃত ব্লগ দেখতে পারেন Distrust of Symantec TLS Certificates ।
সার্টিফিকেট (date) পর্যন্ত বৈধ হবে না
Error code: SEC_ERROR_EXPIRED_ISSUER_CERTIFICATE
এই ত্রুটিটি আপনার সিস্টেম এর বর্তমান সময় ও তারিখ প্রদর্শন করে । যদি কোন কারনে এটি ভুল প্রদর্শন করে,তাহলে আপনার সিস্টেম এর ঘড়ি আজকের সময় ও তারিখে সেট করুন । (double-click the clock icon on the Windows Taskbar) এই সমস্যা সমাধানের জন্য আরও বিস্তারিত তথ্য এই সাপোর্ট এর নিবন্ধনে পাওয়া যাবে কিভাবে নিরাপদ ওয়েবসাইট গুলোর সময় সংক্রান্ত ত্রুটি সমাধান করা যায় ।