আমি কিভাবে Firefox OS এ Hotmail অথবা Outlook এর ইমেইল দেখতে পাবো?

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 73950
  • নির্মিত:
  • রচয়িতা: Ashickur Rahman
  • মন্তব্য: Typo Fixed, update some string
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

পূর্বনির্ধারিত ভাবে, একটা নির্দিষ্ট সময়ের জন্য Hotmail ও Outlook অ্যাকাউন্ট ইমেইলে সাথে সিঙ্ক করার জন্য সেটা করা থাকে। সব ইমেইল দেখার জন্য আপনাকে অ্যাকাউন্ট সেটিংস পরিবর্তন করে সব মেসেজের জন্য সিঙ্ক করা লাগবে:

  1. Email অ্যাপ এর উপরে বামদিকের কোনায় মেনু বাটনটি Orange FxOS button ট্যাপ করুন।
  2. বামদিকে নিচে অ্যাকাউন্ট সেটিংস গিয়ার Gray FxOS settings gear ট্যাপ করুন।
  3. যে Hotmail অথবা Outlook অ্যাকাউন্ট টি পরিবর্তন করতে চান তা নির্বাচন করুন।
  4. Synchronize সেকশন এর নিচের মেনু টি ট্যাপ করুন এবং All messagesনির্বাচন করুন।
    Outlook Sync
  5. OK বাটনটিতে চাপ দিন।
দ্রষ্টব্য: যদি আপনার অধিক সংখ্যক ইমেইল থাকে তবে সব সিনক্রোনাইজ করতে কিছু সময় বেশি নিবে।