আমি কিভাবে Firefox OS এ Hotmail অথবা Outlook এর ইমেইল দেখতে পাবো?
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 73950
- নির্মিত:
- রচয়িতা: Ashickur Rahman
- মন্তব্য: Typo Fixed, update some string
- পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
- পর্যালোচনা অবস্থা:
- পর্যালোচনা করেছেন: ashickurnoor
- Is approved? হ্যাঁ
- বর্তমান সংস্করণ? না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
পূর্বনির্ধারিত ভাবে, একটা নির্দিষ্ট সময়ের জন্য Hotmail ও Outlook অ্যাকাউন্ট ইমেইলে সাথে সিঙ্ক করার জন্য সেটা করা থাকে। সব ইমেইল দেখার জন্য আপনাকে অ্যাকাউন্ট সেটিংস পরিবর্তন করে সব মেসেজের জন্য সিঙ্ক করা লাগবে:
- Email অ্যাপ এর উপরে বামদিকের কোনায় মেনু বাটনটি
ট্যাপ করুন।
- বামদিকে নিচে অ্যাকাউন্ট সেটিংস গিয়ার
ট্যাপ করুন।
- যে Hotmail অথবা Outlook অ্যাকাউন্ট টি পরিবর্তন করতে চান তা নির্বাচন করুন।
- Synchronize সেকশন এর নিচের মেনু টি ট্যাপ করুন এবং All messagesনির্বাচন করুন।
- বাটনটিতে চাপ দিন।
দ্রষ্টব্য: যদি আপনার অধিক সংখ্যক ইমেইল থাকে তবে সব সিনক্রোনাইজ করতে কিছু সময় বেশি নিবে।